আন্তর্জাতিক নারী দিবসে ৮ জন নারী উদ্যোক্তা পেলেন সাহসিকা সম্মাননা

‘বাধ ভেঙ্গে দাও...’ স্লোগানে সারাদেশের দেড় শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো সাহসিকা-নারী উদ্যোক্তা সমাবেশ ও সম্মাননা। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আটজন আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তার হাতে সাহসিকা সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর জনাব নূরুন নাহার। এবছর প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন ক্যাটাগরিতে ড. আফরোজা পারভীন (নারী উন্নয়ন শক্তি), প্রযুক্তি ও উন্নয়ন ক্যাটাগরিতে নিশাদ নার্গিস (নকিব টেকনোলজি), ফ্যাশন ও লাইফস্টাইল ক্যাটাগরিতে অভিনেত্রী রিচি সোলাইমান (ইটারনাল বিউটি লাউঞ্জ), টেকসই পণ্য ক্যাটাগরিতে মাকসুদা খাতুন (শাবাব লেদার), শিশুশিক্ষা ক্যাটাগরিতে ঈশিতা জাহাঙ্গীর (কারুপীঠ পাপেট), গৃহপণ্য ক্যটাগরিতে জেবিন সুলতানা (জারা ফ্যাশন), ঐতিহ্যপণ্য ক্যাটাগরিতে নিগার সুলতানা (আরুবাস কালার বুটিস) এবং পর্যটন ও বিনোদন ক্যাটাগরিতে ফাতিমা সুলতানা উর্মি (ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড, খুলনা) সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা লাভ করেন। সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর জনাব নূরুন নাহার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদেও হাতে সাহসিকা নারী উদ্যোক্তা সম্মাননা তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মো. আমজাদ হোসেন খান ও ইনস্টিটিউট অব ব্যাংকার বাংলাদেশ এর মহাসচিব মিস লাইলা বিলকিস আরা। এছাড়া যমুনা ব্যাংক পিএলসি হেড অব এসএমই এনএইচএন নুসরাত, বিকাশ লি. এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনিরুদ্ধ সেন গুপ্ত, দ্য সিটি ব্যাংক পিএলসি সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ওমেন ব্যাংকিং ব্রাঞ্চ হেড ফারহানা আক্তার পুরস্কার বিতরণ পর্বে উপস্থিত ছিলেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন লেখক, গবেষক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা। করোনার ক্রান্তিকালে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে যাত্রা শুরু করে বিগত কয়েক বছরে সাহসিকা একটি অনবদ্য উদ্যোগে পরিণত হয়েছে সাহসিকা এবং সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেন অতিথিবৃন্দ।। এর আগে Funding and Fitness for Female শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। শিমুল মজলিশ এর সঞ্চালনায় এতে আলোচক হিসেবে অংশ নেন যমুনা ব্যাংকের এসএমই বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রমাকান্ত দাস, পুষ্টিবিদ ইসরাত জাহান এবং অভিনেত্রী এবং নারী উন্নয়ন শক্তি এর নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। এসময় নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সুবিধা, মনোবল বৃদ্ধি ও সাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোচনার পাশাপাশি বক্তারা উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । নারী উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিং ও AI Application in Business বিষয়ে একটি কর্মশালা পরিচালনা করেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ফারিদুজ্জামান স্বাধীন। স্বপ্নশীলন ক্যারিয়ার কেয়ার এর উদ্যোগে তৃতীয় বারের মতো এ আয়োজনে সহযোগী ছিল দ্য সিটি ব্যাংক, বিকাশ, পুষ্টি, লংকা বাংলা ফাইন্যান্স , যমুনা ও মেমোরিস।
এমএসএম / এমএসএম

পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) হিসেবে যোগদান

উত্তরায় ডিএনসিসি নির্মিত "মুগ্ধ মঞ্চের" উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

উত্তরাতে বিএনপির নেতা হামলার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

মিরপুর কাঁচাবাজার উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল করে চিঠি

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নয়ন কুমার বর্মন

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
