ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে নারী গণমাধ্যম কর্মীকে হুমকি

পেশাগত দায়িত্ব পালনের সময়ে ভুয়া সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে নারী গণমাধ্যম কর্মীকে এবার হুমকি দেওয়ার মতো অভিযোগ উঠেছে। জানা যায়, কর্নেল জামিল পরিচয় দিয়ে দৈনিক সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার নারগিস পারভীনকে হুমকি দেয়া হয়েছে।
গত মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় মুঠোফোন যোগে কল করে গণমাধ্যমকর্মী নারগিস পারভীনকে হুমকি দেয় ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়কৃত কর্নেল জামিল। পরবর্তীতে ভুক্তভোগী এ বিষয়ে ৫ই মার্চ দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়রি করেছে।
এ বিষয়ে জানতে নারগিস পারভিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অফিসিয়াল এস্যাইনমেন্ট এর পূর্ব নির্ধারিত পেশাগত দায়িত্ব পালনকালে মঙ্গলবার এয়ারপোর্ট এরিয়াতে আমি তথ্য সংগ্রহের কাজে যাই এবং তথ্য সংগ্রহ শেষে আমি সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসি।
ঠিক তার কিছুক্ষণ পরেই আমাকে দৈনিক সমাবেশ পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে আমার কাছ থেকে জানতে চায় আমি দৈনিক সমাবেশ পত্রিকার নাম পর্যটন কর্পোরেশনে ব্যবহার করেছে কিনা? তিনি আরও বলেন আপনার নাম্বারটি আমাকে এশিয়ান টেলিভিশনের একজন রিপোর্টার দিয়ে বলেন আপনি নাকি পর্যটন কর্পোরেশনে নামটি ব্যবহার করেছেন।
এটা কতটুকু সত্যি? পরবর্তীতে মিনিট পাঁচেক পরেই সেই উক্ত নাম্বার থেকে ফোন কল করে পরিচয় দেন, আমি কর্নেল জামিল। তিনি আরও বলেন, আপনার পত্রিকার (দৈনিক সকালের সময়) সম্পাদক নুর হাকিম ভাই আপনাকে চিনেন না, এছাড়াও তিনি আমাকে নানান ভাবে হুমকি-ধামকি দেন।
তবে এ বিষয়ে ভুক্তভোগী নারগিস পারভীন তার অফিসকে অবগত করে গত ৫ই মার্চ দক্ষিণ খান থানায় একটি সাধারণ ডাইরি করেন। এবিষয়ে দৈনিক সকালের সময় পত্রিকার রিপোর্টার নারগিস পারভীন বলেন, আমার মনে হয় সচ্ছতার সাথে আমার পেশাগত দায়িত্ব পালন করায় এটা কেউ বা কাহারা সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করছে।
একটি গণতান্ত্রিক দেশে মত প্রকাশে বাধা সৃষ্টি করা এটা মোটেও কাম্য না। সংবিধানের ৩৯ অনুচ্ছেদের সাথে এটি সম্পূর্ণ সাংঘর্ষিক। অনুসন্ধানী অভিযুক্তকারী আমাকে মানসিক হেনস্থা করার চেষ্টা করে যাচ্ছে এবং আশঙ্কা করছি অদূর ভবিষ্যতে তাদের দ্বারা আমি নারী বড় রকমের ক্ষতির সম্মুখীন হতে পারি।
আওয়ামী সরকারের আমলে নারী গণমাধ্যম কর্মীরা নানান ভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে, সেই ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরেও কোন একটি স্বার্থন্নেষী কুচক্রী মহল গণমাধ্যমকে নানানভাবে হেও প্রতিপন্ন করা ও নারী গণমাধ্যম কর্মীকে লাঞ্ছিত করার মত একটি গুপ্ত প্রয়াস চালিয়ে যাচ্ছে যা একটি স্বাধীন সংবাদ সংগ্রহ ও প্রচারে প্রধান অন্তরায়।
তিনি সহ তার সকল গণমাধ্যম সহকর্মীদের সার্বিক নিরাপত্তা প্রদানে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে দক্ষিণ খান থানার তদন্তকারী আয়ু বলেন, আমরা চেষ্টা করছি দ্রুতই সীমের মালিককে খুঁজে বের করবো এবং আইনের আওতায় আনবো।
জামিল আহমেদ / জামিল আহমেদ

হাবিবুল্লাহ কলেজের উপাধ্যক্ষ খুন দম্পতি রুপা ও নাজিমের দায় স্বীকার

বাচ্চা অপহরণকৃত মামলার আসামিদের ৩৬ ঘণ্টাই গ্রেফতার

উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক দেলোয়ার হোসেন গ্রেফতার

ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে নারী গণমাধ্যম কর্মীকে হুমকি

রণাঙ্গনের এক সাহসী যোদ্ধা ' শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের দুর্নীতি বন্ধ হবে কবে?

মিথ্যা মামলায় গ্রেফতারকৃত ব্যবসায়ী গোলাম মর্তুজার মুক্তি দাবি পরিবারের সংবাদ সম্মেলন

মোস্তফা জগলুল পাশা পাপেল এর পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

উত্তরার আমির কমপ্লেক্স মার্কেটে আওয়ামীপন্থী ব্যবসায়ীদের দাপট কমেনি এক মার্কেটে দুই কমিটি

উত্তরায় রোজাদার পথচারীদের মাঝে বিএনপি নেতা সালামের ইফতার বিতরণ

এসেনসিয়াল ড্রাগসের এমডির আত্মীয়দের বদলি বাণিজ্য

ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত
