ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে নারী গণমাধ্যম কর্মীকে হুমকি

পেশাগত দায়িত্ব পালনের সময়ে ভুয়া সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে নারী গণমাধ্যম কর্মীকে এবার হুমকি দেওয়ার মতো অভিযোগ উঠেছে। জানা যায়, কর্নেল জামিল পরিচয় দিয়ে দৈনিক সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার নারগিস পারভীনকে হুমকি দেয়া হয়েছে।
গত মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় মুঠোফোন যোগে কল করে গণমাধ্যমকর্মী নারগিস পারভীনকে হুমকি দেয় ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়কৃত কর্নেল জামিল। পরবর্তীতে ভুক্তভোগী এ বিষয়ে ৫ই মার্চ দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়রি করেছে।
এ বিষয়ে জানতে নারগিস পারভিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অফিসিয়াল এস্যাইনমেন্ট এর পূর্ব নির্ধারিত পেশাগত দায়িত্ব পালনকালে মঙ্গলবার এয়ারপোর্ট এরিয়াতে আমি তথ্য সংগ্রহের কাজে যাই এবং তথ্য সংগ্রহ শেষে আমি সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসি।
ঠিক তার কিছুক্ষণ পরেই আমাকে দৈনিক সমাবেশ পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে আমার কাছ থেকে জানতে চায় আমি দৈনিক সমাবেশ পত্রিকার নাম পর্যটন কর্পোরেশনে ব্যবহার করেছে কিনা? তিনি আরও বলেন আপনার নাম্বারটি আমাকে এশিয়ান টেলিভিশনের একজন রিপোর্টার দিয়ে বলেন আপনি নাকি পর্যটন কর্পোরেশনে নামটি ব্যবহার করেছেন।
এটা কতটুকু সত্যি? পরবর্তীতে মিনিট পাঁচেক পরেই সেই উক্ত নাম্বার থেকে ফোন কল করে পরিচয় দেন, আমি কর্নেল জামিল। তিনি আরও বলেন, আপনার পত্রিকার (দৈনিক সকালের সময়) সম্পাদক নুর হাকিম ভাই আপনাকে চিনেন না, এছাড়াও তিনি আমাকে নানান ভাবে হুমকি-ধামকি দেন।
তবে এ বিষয়ে ভুক্তভোগী নারগিস পারভীন তার অফিসকে অবগত করে গত ৫ই মার্চ দক্ষিণ খান থানায় একটি সাধারণ ডাইরি করেন। এবিষয়ে দৈনিক সকালের সময় পত্রিকার রিপোর্টার নারগিস পারভীন বলেন, আমার মনে হয় সচ্ছতার সাথে আমার পেশাগত দায়িত্ব পালন করায় এটা কেউ বা কাহারা সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করছে।
একটি গণতান্ত্রিক দেশে মত প্রকাশে বাধা সৃষ্টি করা এটা মোটেও কাম্য না। সংবিধানের ৩৯ অনুচ্ছেদের সাথে এটি সম্পূর্ণ সাংঘর্ষিক। অনুসন্ধানী অভিযুক্তকারী আমাকে মানসিক হেনস্থা করার চেষ্টা করে যাচ্ছে এবং আশঙ্কা করছি অদূর ভবিষ্যতে তাদের দ্বারা আমি নারী বড় রকমের ক্ষতির সম্মুখীন হতে পারি।
আওয়ামী সরকারের আমলে নারী গণমাধ্যম কর্মীরা নানান ভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে, সেই ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরেও কোন একটি স্বার্থন্নেষী কুচক্রী মহল গণমাধ্যমকে নানানভাবে হেও প্রতিপন্ন করা ও নারী গণমাধ্যম কর্মীকে লাঞ্ছিত করার মত একটি গুপ্ত প্রয়াস চালিয়ে যাচ্ছে যা একটি স্বাধীন সংবাদ সংগ্রহ ও প্রচারে প্রধান অন্তরায়।
তিনি সহ তার সকল গণমাধ্যম সহকর্মীদের সার্বিক নিরাপত্তা প্রদানে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে দক্ষিণ খান থানার তদন্তকারী আয়ু বলেন, আমরা চেষ্টা করছি দ্রুতই সীমের মালিককে খুঁজে বের করবো এবং আইনের আওতায় আনবো।
জামিল আহমেদ / জামিল আহমেদ

পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) হিসেবে যোগদান

উত্তরায় ডিএনসিসি নির্মিত "মুগ্ধ মঞ্চের" উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

উত্তরাতে বিএনপির নেতা হামলার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

মিরপুর কাঁচাবাজার উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল করে চিঠি

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নয়ন কুমার বর্মন

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
