নারী ও শিশুদের উপর বর্বরতায় জনসচেতনা বৃদ্ধির আহ্ববান

বাংলাদেশে বিভিন্ন জায়গায় নারীদের উপর ঘটে যাওয়া বর্বরতায় সকল দায়িত্বশীলদের পাশে দাড়ানো, নারী ও শিশুদের অধিকাপরের প্রতি জনসচেতনতা বৃদ্ধির অহবান জানিয়েছেন ‘হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি এর কনভেনার এ্যাড. লাকী বাছাড়। শুক্রবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের ক্ষতিগ্রস্থ নারী ও শিশুদের সঠিক বিচার ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি। দোষীদের শাস্তি দ্রুত বাস্তবায়ন না হলে এবং নারীদের সমান অধিকার বাস্তবায়ন না হলে বাংলাদেশে নারী ও ধর্মীয় সংখ্যালঘু সম্পদায় অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এযাবত কাল এ দেশের সংখ্যালঘুদের সঠিক ন্যায় বিচার না পাওয়ায় ও আইনের অধিকার থেকে বঞ্চিত হওয়ায় বিগত দিনে ঘটে যাওয়া লোমহর্ষক কোন ঘটনার সুষ্ঠু বিচানা না পাওয়ায় ধিরে ধিরে এই সহিংসতার হার ক্রমান্যায়ে বৃদ্ধি পাচ্ছে। ফলে নৃসংশতা অমানবিতকতা চুড়ান্ত পর্যায়ে পৌছে গেছে।
সমাজের অপরাধিরা কোনরকম ভাবে আইনের হাত থেকে ছাড় না পডায় তার জন্য সকল প্রশাসনের সুদৃষ্টি আকর্ষন করছি। আর এ ব্যাপারে সকল মিডিয়া ও সাংবাদিকদের সোচ্চার থাকার জন্য আহববান জানানো হয়েছে। আর অনিিতবিলম্বে নারী ও শিশুদের আইনের উদ্দেশ্যে পূরণ কল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রনয়ণের আহব্বান জানানো হয়েছে। অন্যথায় দেশের সমৃদ্ধি ও উন্নয়ন বাস্তবায়ন ব্যাহত হবে। এজন্য সমাজ, জাতি ও দেশের উন্ন য়ন সমুন্নত রেখে সুশীল ও গঠনমুলক সমাজ গঠনে অগ্রগামী ভুমিকা রাখার জন্য আহ্বান জানান। সেই সাথে দেশের সকল ক্ষেত্রে মানবাধিকার ও আন্তর্জাতিক নারী অধিকার আ্রনি কে সম্মানের সাথে দেখার ও বাস্তবায়নের জন্য জোর দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মানবাধিকার সংগঠনটির ট্রেজারার সাজেন কৃষ্ণ বল বলেন, দেশে যে নারী বা শিশু নির্যাতনের ঘটনা সামাজিক মাধ্যম বা সংবাদ মাধ্যমে ভাইরাল হয়। সেটা নিয়ে হৈচৈ হয়, আর বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হয়। কিন্তু আর যেসব ঘটনা ভাইরাল হয়, সেসব ঘটনার বিহার ত দুরের কথা অনেক ঘটনার মামলাও করা যায় না।
তাই আমরা দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সব্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নারী নির্যাতনের সকল আইন সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আর নির্যাতিত নারী ও শিশুদের উন্নত চিকিৎসা ও প্রযাপ্ত ক্ষতিপুরণের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
এমএসএম / এমএসএম

জেলার মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার,ডুসাকের ইফতারে বিশিষ্টজনেরা

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েসন অব চুয়াডাঙ্গা (ডুসাক)এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্যাম'স ইভেন্ট'র আয়োজনে ইন্টারন্যাশনাল নাইট মার্কেট ইন ঢাকা-২০২৫

শিশু আছিয়ার খুনিদের শাস্তির দাবি ইনসানিয়াত বিপ্লবের

জনগণের স্বাস্থ্য সেবায় অগ্রণী ভূমিকা রাখছে ঢাকা স্পেশালাইজড হসপিটাল

নারী ও শিশুদের উপর বর্বরতায় জনসচেতনা বৃদ্ধির আহ্ববান

ছাত্রদলের আয়োজনে স্কিল কম্পিটিশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিডিজেএ'র ইফতারে বরিশালবাসীর মিলনমেলা

শামীম আহমদ এর জন্মদিন

২২তম বিসিএস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গার্মেন্টস মালিক সমিতির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল

হাবিবুল্লাহ কলেজের উপাধ্যক্ষ খুন দম্পতি রুপা ও নাজিমের দায় স্বীকার
