ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে পাকা ঘর নির্মাণ


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ৩:১

চরফ্যাসনের দুলারহাটে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক বৃদ্ধার ৬৫ বছরের দখলীয় বসতবাড়ির জমি জবরদখল করে আধাপাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বাবুল জমাদার ও হারুন জমাদার গংয়ের বিরুদ্ধে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে ভূমিদস্যু চক্র এমন অপকর্ম করেছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুলারহাট বাজারের থানাসংলগ্ন এলাকায় জমি জবরদখলের এ ঘটনা ঘটে।

বৃদ্ধ লোকমান জমাদার অভিযোগ করেন, দুলারহাট বাজারসংলগ্ন চরতোফাজ্জল মৌজায় ১৮৯ নম্বর খতিয়ানে ৭ একর জমির মালিক ছিলেন নুর মোহাম্মদ ও সুলতান আহমেদ গংরা। ১৯৫৫ স‍ালে জমির মূল মালিক নুর মোহাম্মদ তার কাছে ১ একর ৯৫ শতাংশ, তার অপর ওয়ারিশ সুলতান আহম্মেদ ১ একর ৬০ শতাংশ, তার ভাই নুরুল ইসলাম বাবার ওয়ারিশি ১০ শতাংশ ও সুলতান আহম্মেদের ওয়ারিশ সোলাইমান গং ৩৬ শতাংশ জমিসহ ৪ একর ১ শতাংশ জমি সাব-কাবলা দলিলমূলে খরিদ করেন। দীর্ঘ প্রায় ৬৫ বছর ওই জমিতে তিনি বাড়ি ও বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে ভোগদখলে আছেন। ২০০৯ সালে প্রতিবেশী বাবুল জামাদার ও হারুন জামাদার এবং আবদুল অদুদ তার খরিদা দখলীয় ওই জমির মালিকানা দাবি করে উচ্ছেদের হুমকি দেন এবং জমি জবরদখলের চেষ্টা করেন। তার পরিবারের সদস্যদের বাধার মুখে জমি দখলে ব্যর্থ হয় ভূমিদস্যু এই চক্র। এ ঘটনায় তিনি বাদী হয়ে ২০০৯ স‍ালের মার্চ মাসে হারুন জমাদার ও বাবুল জামাদার গংদের আসামি করে চরফ্যাসন সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। আদালতে মামলাটি চলমান রয়েছে। আদালত ওই মামলায় নিষেধাজ্ঞা দেয়।

তিরি ‍আরো জানান, গতকাল মঙ্গলবার স্থানীয় প্রভাবশালী প্রতিবেশী বাবুল জামাদার ও হারুন জামাদার এবং আবদুল অদুদ গং ১৮৯নং খতিয়ানের ৫৪৮নং দাগের তার খরিদা দখলীয় জমি জোরপূর্বক দখল করে আধাপাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। তিনি এবং তার পরিবারের সদস্যরা ঘর নির্মাণে বাধা দিলে ওই প্রভাবশালী ভূমি দস্যুচক্র তাদের ওপর হামলার চেষ্টা করে। জমি জবরদখলের বিষয়ে প্রতিকার চেয়ে থানার শরণাপন্ন হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। দুলারহাট থানা পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো জমি ছেড়ে দেয়ার জন্য চাপ দেয়।

অভিযুক্ত বাবুল জামাদার জানান, ওই খতিয়ানের ওয়ারিশ হিসেবে আমি ১২ শতাংশ জমির মালিক। হিস্যার অংশ হিসেবে রাস্তাসংলগ্ন আমার পাওনা জমিতে ঘর নির্মাণের কাজ করছি।

ভুক্তভোগী পরিবারকে জমি ছেড়ে দিতে চাপ দেয়ার বিষয়টি অস্বীকার করে দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, ভুক্তভোগী পরিবারের কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

হাটহাজারীতে ফার্মেসিতে অভিযান : তিন প্রতিষ্ঠানকে ৪৫হাজার টাকা জরিমানা

ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়

মুরাদনগরে কুরআনের আলো ছড়াতে ২৬ শিক্ষার্থীর হিফজ সমাপন

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ডন আব্বাস ডিবির হাতে গ্রেপ্তার

বারহাট্টায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি চলছে

নোয়াখালীতে কেন্দ্রীয় কর আইনজীবী ফোরামের আলোচনা সভা

জয়পুরহাটে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান এর ৩১ দফার লিফলেট বিতরণ

শেরপুরে এনসিপি নেতা সারজিস আলম: এনসিপি অন্য কোন প্রতীকে নয়, কেবল শাপলা প্রতীকেই নির্বাচন করবে

নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গীকার

এমপিওভুক্ত শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড হামলা, অবৈধ গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

তানোরে বিধবার জমি জবরদখল

সদরপুরে মা-ইলিশ রক্ষায় অভিযান: ৭ জেলেকে কারাদণ্ড, ৫ হাজার মিটার জাল জব্দ