ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

অস্তিত্ব সংকটে 'স্বাধীনতার সুখ' ছড়ার নায়ক বাবুই


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৫ দুপুর ৩:৫৯

'বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই' কবি রজনীকান্ত সেনের কালজয়ী 'স্বাধীনতার সুখ'- ছড়াটির নায়ক বাবুই পাখি নিপুণ কারুকার্যে বাসা তৈরিতে নিখুঁত কারিগর। তাইতো বাবুই পাখিই শিল্পের বড়াই করতেই পারে। তবে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বাবুই পাখি আজ নিজেই অস্তিত্ব সংকটে। কালের বিবর্তন আর অস্তিত্ব সংকটে আজ বিলুপ্তির পথে প্রকৃতির চিরচেনা বাবুই পাখি।

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য হলো বাবুই পাখি ও তার বাসা। অথচ দিন দিন বাংলার প্রকৃতি থেকে একেবারেই হারিয়ে যেতে বসেছে বাবুই পাখি ও তাল পাতায় মোড়ানো নিপুণ শৈল্পিক কারুকার্যে গড়া অপরূপ সৌন্দর্যের বাসা। এক সময় প্রকৃতির কোলে কিচিরমিচির শব্দে দাবিয়ে বেড়ানো এ পাখিগুলো বর্তমানে আবহমান বাংলার চিরচেনা সবুজ প্রকৃতিতে  দেখা মেলে খুবই কম।

সরেজমিনে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের গ্রাম-গঞ্জে ঘুরে দেখা গেছে, প্রতিটি এলাকাতেই এখন আর আগের মতো চোখে পড়ে না বাবুই পাখি ও তার শৈল্পিক কারুকার্জে তৈরি দৃষ্ট নন্দন বাসা তৈরির নৈসর্গিক দৃশ্য।

বারহাট্টা সরকারি ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিষয়ের সিনিয়র প্রভাষক মজিবুল হকের সাথে কথা বললে তিনি বলেন, বাবুই (Ploceidae) গোত্রের অন্তর্গত একদল প্যাসারাইন পাখি। খুব সুন্দর বাসা বোনে বলে এরা ‘তাঁতি পাখি’ নামেও পরিচিত। এদের বাসার গঠন বেশ জটিল আর আকৃতি খুব সুন্দর। কয়েক প্রজাতির বাবুই একাধিক কক্ষবিশিষ্ট বাসা তৈরি করতে পারে। এরা মূলত বীজ ভোজী পাখি, সে জন্য তাদের ঠোঁটের আকৃতি বীজ ভক্ষণের উপযোগী, চোঙাকার আর গোড়ায় মোটা। এরা লম্বায় ১৪-১৫ সেন্টিমিটার, ওজন ১৮-২২ গ্রাম। পুরুষ ও স্ত্রীর দেহের রঙে বেশ পার্থক্য আছে। প্রজনন মৌসুমে পুরুষের দেহে রঙের যথেষ্ট পরিবর্তন হয়। পুরুষের মাথার চাঁদি সোনালি-হলুদ হয়ে যায়। কান-ঢাকনি ও গাল হালকা বাদামি থেকে সাদা। গাঢ ধূসর-কালো ও গলা সাদা। বুকে চওড়া কালো ফিতা। পেট ফিকে সাদা, যাতে হালকা বাদামি বা হলদের ছোঁয়া। পিঠে কালচে লম্বালম্বি দাগ। প্রজননকালের স্ত্রী অন্য সময়ে চেয়ে কিছুটা উজ্জ্বল, অনেকটা শীতের পুরুষের মতো। এরা বেশ দলবদ্ধ প্রাণী আর কলোনি করে জীবনযাপন করতে অভ্যস্ত।

তিনি আরও বলেন, গ্রীষ্মকাল এদের প্রজনন ঋতু- মে মাস থেকে সেপ্টেম্বর মাস। তারা সাধারণত কাটা জাতীয় বৃক্ষে বাসা তৈরি করে এবং আহার সংগ্রহে সুবিধা হয় এমন স্থান নির্বাচন করে। দুই থেকে চারটি সাদা ডিম পাড়ে। প্রায় দুই সপ্তাহে ডিম ফোটে। বাচ্চারা এক মাসের মধ্যে উড়তে শেখে।

বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল ও কলেজ) বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক বিজয় চন্দ্র দাস বলেন, বাবুই আমাদের দেশের একটি অতি পরিচিত পাখি। আমরা ছোটবেলায় দেখতাম রাস্তার দুই পাশে তালগাছ আর সেই তালগাছের মধ্যেই অনেক বাবুই পাখির বাসা। কিন্তু আগের মতো এখন আর বাবুই পাখির বাসা চোখে পড়ে না। একসময় পাখির কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙতো। কিন্তু এখন আর পাখির সেই কিচিরমিচি শব্দও শোনা যায় না। বাসস্থান সংকটের কারণে এ পাখি ধীরে ধীরে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। এজন্য আমাদের সকলের উচিত বেশি করে তাল গাছ ও খেজুর গাছ লাগিয়ে এদের বাসস্থান সুনিশ্চিত করা।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, দেশি বাবুইকে প্রায়ই ফসলে ক্ষেতে দেখা যায়, অনেকে ধারণা করেন পাখিটি ফসল খায়। কিছু ফসল হয়তো খায়ও। কিন্তু ফসলের ক্ষতিকর পোকামাকড়ই তার প্রধান খাদ্য। তাই প্রকৃতপক্ষে কৃষকের ক্ষতির চেয়ে উপকার অনেক বেশি করে।

প্রকৃতির সুন্দর এই পাখিটিকে রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের এক নম্বর তফসিল অনুযায়ী এই পাখিটি সংরক্ষিত। তাই এটি শিকার, হত্যা বা এর কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত