ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

রূপগঞ্জের চনপাড়ায় যুবদল সেচ্ছাসেবকদলের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১ গুলিবিদ্ধ-৩


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৩-২০২৫ দুপুর ৪:৩৯

 নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও সেচ্ছাসেবকদলের দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক গুরুতর আহত হয়েছে। এদের মাঝে চিকিৎসাধীন অবস্থায় হাসিব (৪০) নামে যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিব উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকার ৬নং ওয়ার্ডের মৃত আয়নাল হোসেনের ছেলে।  
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জ উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শামীমের সঙ্গে সেচ্ছাসেবকদলের রাব্বানী ও করিমের সঙ্গে চনপাড়ার মাদক ও অপরাধ সাম্রাজ্য  নিয়ে বিরোধ চলে আসছিল। রাব্বানী ও করিম আগে যুবদলের সঙ্গে যুক্ত থাকলেও শামীমের সঙ্গে বিরোধের জেরে তারা যুবদল ছেড়ে সেচ্ছাসেবকদলে যোগ দেয়। এদিকে রাব্বানী, করিম ও রবিন আওয়ামীলীগ সরকারের নেতাকর্মীদের শেল্টারে এলাকায় মাদক ব্যবসা চালাতো। মঙ্গলবার রাতে চনপাড়ার অপরাধ সাম্রাজ্যের  আধিপত্য নিয়ে যুবদল নেতা শামীম ও তার লোকজনের সঙ্গে সেচ্ছাসেবকদল নেতা রাব্বানী, রফিক, শাকিল ও তার লোকজনের বৈঠক হয়। এ বৈঠকে শামীম ও রাব্বানীর দুই গ্রুপের লোকজনের মাঝে কথা কাটাকাটি ও বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। এসময় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর সংঘর্ষে দারোয়ার বাবুর ভাই হাসিবসহ ৩ জন গুলিবিদ্ধ হয়। হাসিবকে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই হাসিবের মৃত্যু হয়।

 এছাড়া সংঘর্ষের উভয়পক্ষের বিজয়, রানা, বিল্লালসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এদিকে হাসিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চনপাড়া ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় উভয় গ্রুপের সদস্যরা। এসময় আপনের ঘর, বশিরের ঘরসহ শতাধিক বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়। এমনি লুটপাটে বাদ যায়নি মহিলাদের কানের দুল ও গলার চেইনও। এ ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া সাধারণ মানুষকে আতঙ্কে অনেকেই বাড়িঘর ছেড়েছে। সংঘর্ষের খবর পেয়ে যৌথ বাহিনী চনপাড়া অভিযান পরিচালনা করছে সকাল থেকেই। দিনব্যাপী যৌথ বাহিনী এ অভিযান পরিচালিত হবে বলে জানা গেছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, চনপাড়া পূর্নবাসন কেন্দ্র সাধারণ মানুষের কাছে চনপাড়া বস্তি নামে পরিচিত। চনপাড়া বস্তি অপরাধীদের স্বর্গরাজ্য। এখানে মাদক, অস্ত্র, নারী ব্যবসা থেকে শুরু করে ভাড়াটে খুনি সবকিছুই চনপাড়াতে পাওয়া যায়। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে চনপাড়ার নিয়ন্ত্রণ ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির হাতে থাকে। পরে বিউটি আক্তার কুট্টি খুন হলে চনপাড়া নিয়ন্ত্রণ করতে থাকে বজলুর রহমান বজলু। পরে বজলু পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জেলখানায় তার মৃত্যু হয়। পরে চনপাড়ার নিয়ন্ত্রণ চলে আরে ইউপি সদস্য শমসেরের হাতে। আওয়ামীলীগ সরকার পতনের পর চনপাড়ার অপরাধ সাম্রাজ্যের  নিয়ন্ত্রণ চলে যায় যুবদলের যুগ্ন আহবায়ক শামীম ও রাব্বানী, করিম গ্রুপের কাছে। নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতেই এ দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।  

এ ব্যাপারে জেলা গ সার্কেলের সহকারি পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, চনপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামীম ও রাব্বানী গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে চনপাড়া অভিযান পরিচালনা করা হচ্ছে। দোষী যেই হউক তাকে ছাড় দেওয়া হবে না। 

এমএসএম / এমএসএম

তানোর বিএনপির আদর্শিক নেতৃত্বের প্রতিচ্ছবি হযরত আলী মাষ্টার

ঝিনাইদহে গৃহবধূ হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেফতার

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

ভূরুঙ্গামারীতে রানা মেডিকেল স্টোরে চুরি হওয়া ওষুধ, দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ

চাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

‎সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত