শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটালে এক্স-রে মেশিন উদ্বোধন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১ কোটি টাকা মূল্যের ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়নে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে ডিজিটাল এক্স-রে মেশিনটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ পল্লী বিদুৎ সমিতি-১-এর শাহজাদপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- আতাউর রহমান পিন্টু, ওমর ফারুক, লাভলু, রাজিব আহমেদ রাসেল, আব্দুল কুদ্দুস, সাহেব আলী প্রমুখ। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা উপস্থিত ছিলেন।
এ সময় ডা. আমিনুল ইসলাম খান বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন চালু করা হলো। এজন্য স্বাস্থ্য বিভাগ ও সরকারপ্রধানকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আমি আসার পর ফেলে রাখা জেনারেটর মেশিন সচল করে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স পুনরায় চালু করা হয়েছে। কোটি টাকা মূল্যের জিন এক্সপার্ট মেশিন সেটআপ করা হয়েছে। সাধারণ রোগীদের আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, ডা. আমিনুল ইসলাম খান এখানে যোগ দেয়ার ফলে শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মানের উন্নয়ন হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বেশ কিছুদিনের মধ্যে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ডিজিটাল আল্ট্রা মেশিন বরাদ্দ করা হবে এবং পরবর্তীতে হাসপাতালের জন্য প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেনে প্লান্ট স্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডা. আমিনুল ইসলাম খান আগত অতিথি ও সাংবাদিকদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবার সচিত্র প্রতিবেদন তুলে ধরেন এবং ডিজিটাল এক্স-রে মেশিন প্রদর্শন করেন।
এমএসএম / জামান
লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে
বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক
শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ
বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর
মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ
রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান
ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল
চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ