শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটালে এক্স-রে মেশিন উদ্বোধন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১ কোটি টাকা মূল্যের ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়নে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে ডিজিটাল এক্স-রে মেশিনটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ পল্লী বিদুৎ সমিতি-১-এর শাহজাদপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- আতাউর রহমান পিন্টু, ওমর ফারুক, লাভলু, রাজিব আহমেদ রাসেল, আব্দুল কুদ্দুস, সাহেব আলী প্রমুখ। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা উপস্থিত ছিলেন।
এ সময় ডা. আমিনুল ইসলাম খান বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন চালু করা হলো। এজন্য স্বাস্থ্য বিভাগ ও সরকারপ্রধানকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আমি আসার পর ফেলে রাখা জেনারেটর মেশিন সচল করে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স পুনরায় চালু করা হয়েছে। কোটি টাকা মূল্যের জিন এক্সপার্ট মেশিন সেটআপ করা হয়েছে। সাধারণ রোগীদের আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, ডা. আমিনুল ইসলাম খান এখানে যোগ দেয়ার ফলে শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মানের উন্নয়ন হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বেশ কিছুদিনের মধ্যে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ডিজিটাল আল্ট্রা মেশিন বরাদ্দ করা হবে এবং পরবর্তীতে হাসপাতালের জন্য প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেনে প্লান্ট স্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডা. আমিনুল ইসলাম খান আগত অতিথি ও সাংবাদিকদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবার সচিত্র প্রতিবেদন তুলে ধরেন এবং ডিজিটাল এক্স-রে মেশিন প্রদর্শন করেন।
এমএসএম / জামান

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক

তারাগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, খামারীর লিখিত অভিযোগ

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় চুরি মামলা, উদ্ধারকৃত দুই সিএনজি গায়েব!

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি-৮

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত
