শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটালে এক্স-রে মেশিন উদ্বোধন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১ কোটি টাকা মূল্যের ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়নে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে ডিজিটাল এক্স-রে মেশিনটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ পল্লী বিদুৎ সমিতি-১-এর শাহজাদপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- আতাউর রহমান পিন্টু, ওমর ফারুক, লাভলু, রাজিব আহমেদ রাসেল, আব্দুল কুদ্দুস, সাহেব আলী প্রমুখ। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা উপস্থিত ছিলেন।
এ সময় ডা. আমিনুল ইসলাম খান বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন চালু করা হলো। এজন্য স্বাস্থ্য বিভাগ ও সরকারপ্রধানকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আমি আসার পর ফেলে রাখা জেনারেটর মেশিন সচল করে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স পুনরায় চালু করা হয়েছে। কোটি টাকা মূল্যের জিন এক্সপার্ট মেশিন সেটআপ করা হয়েছে। সাধারণ রোগীদের আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, ডা. আমিনুল ইসলাম খান এখানে যোগ দেয়ার ফলে শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মানের উন্নয়ন হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বেশ কিছুদিনের মধ্যে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ডিজিটাল আল্ট্রা মেশিন বরাদ্দ করা হবে এবং পরবর্তীতে হাসপাতালের জন্য প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেনে প্লান্ট স্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডা. আমিনুল ইসলাম খান আগত অতিথি ও সাংবাদিকদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবার সচিত্র প্রতিবেদন তুলে ধরেন এবং ডিজিটাল এক্স-রে মেশিন প্রদর্শন করেন।
এমএসএম / জামান
কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য
পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার
নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ
কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান
রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার
প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান
তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা