ঢাকা বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ঈদ উপলক্ষে স্যামসাং স্মার্টফোনে দুর্দান্ত মূল্যছাড়


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ৩:৪৯

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে স্যামসাং। দুর্দান্ত এ অফারের আওতায় স্যামসাংয়ের এস সিরিজ থেকে শুরু করে এ সিরিজের বিভিন্ন স্মার্টফোন ক্রয়ে ক্রেতারা উপভোগ করবেন বিশাল মূল্যছাড়। সীমিত সময়ের জন্য চলা এই অফারের মাধ্যমে ক্রেতারা এখন স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফাইভজি থেকে শুরু করে স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফাইভজি আল্ট্রার মতো জনপ্রিয় মডেলগুলো কেনার ক্ষেত্রে ২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৭,২০০ টাকা পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন।

যারা নতুন স্মার্টফোন কেনা বা পুরানো ফোন আপগ্রেড করার কথা ভাবছেন, স্যামসাংয়ের ঈদ অফারে তারা কিনতে পারেন তাদের পছন্দের স্মার্টফোন। প্রোমো অফারে ১৭,০০০ টাকার ছাড়ে ক্রেতারা গ্যালাক্সি এস২৫ আল্ট্রা (১২/২৫৬ জিবি) কিনতে পারবেন ২,১৯,৯৯৯ টাকায়। এবং ১৭,২০০ টাকা মূল্যছাড়ের অফারে গ্যালাক্সি এস২৪ এফই (৮/২৫৬ জিবি) কেনা যাবে ১,১৪,৯৯৯ টাকায়।

এছাড়াও, স্যামসাংয়ের জনপ্রিয় এ সিরিজের স্মার্টফোনের ওপরও থাকছে আকর্ষণীয় মূল্যছাড়। গ্যালাক্সি এ৫৫ ফাইভজি (৮/১২৮ জিবি) এখন মাত্র ৬৪,৯৯৯ টাকায় কেনা যাবে—এক্ষেত্রে ক্রেতারা উপভোগ করবেন পাচ্ছেন ১৪,০০০ টাকা ডিসকাউন্ট। গ্যালাক্সি এ৩৫ ফাইভজি (৮/১২৮ জিবি) স্মার্টফোনটি ১২,২০০ টাকা মূল্যছাড়ের ফলে এখন পাওয়া যাচ্ছে ৪৯,৯৯৯ টাকায়।

যারা সাশ্রয়ী দামে বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্যও রয়েছে দারুণ অফার। অফারের আওতায়, গ্যালাক্সি এ১৬ ফাইভজি (৮/২৫৬ জিবি), গ্যালাক্সি এ১৬ ফাইভজি (৮/১২৮ জিবি) ও গ্যালাক্সি এ১৬ ফাইভজি (৬/১২৮ জিবি) – এই তিনটি বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা উপভোগ করবেন ২,০০০ টাকার মূল্যছাড়। প্রোমো মূল্যে ফোনগুলো যথাক্রমে পাওয়া যাবে ৩২,৯৯৯ টাকা, ২৭,৯৯৯ টাকা ও ২৫,৯৯৯ টাকায়।

ঈদ অফার সম্পর্কে নিয়ে স্যামসাং ইলেকট্রনিক্সের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্র্যাঞ্চ ডিভিশনের হেড অব  প্রোডাক্ট অ্যান্ড মার্কম সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, “স্যামসাং দেশের কোটি মানুষের ভালোবাসার ব্র্যান্ড। আকর্ষণীয় এ অফারের মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের স্মার্টফোন কেনার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে চাই। স্যামসাংয়ের এ ঈদ অফার স্মার্টফোন কেনাকে আরও উপভোগ্য করবে—সেটা হোক মিড-রেঞ্জ বা ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আমাদের প্রত্যাশা, এই অফার আমাদের ক্রেতাদের  ঈদ উদযাপনকে আরও আনন্দময় করে তুলবে।”

এমএসএম / এমএসএম

সাসটেইনেবেলিটি রিপোর্ট-২০২৪ প্রকাশ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা” নতুন ঠিকানায় স্থানান্তরিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫'

এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে

এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার, অগ্রিম বুকিং শুরু ৪ অক্টোবর থেকে

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড

এভারকেয়ার হসপিটালে বিশ্ব হার্ট ডে উদযাপন

বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS)’ এ অংশ নিল কমিউনিটি ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮৯তম সভা অনুষ্ঠিত

এউইবিতে ইউজিসির তিন সদস্যের পরিদর্শন দল

বাংলাদেশে কার্ড ছাড়াই ইএমআই সুবিধা নিয়ে এলো টপপে