ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

ষড়যন্ত্রের শিকার যুবদল নেতা মেয়েদী হাসান রুবেল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৩-২০২৫ দুপুর ৩:৫৬

মোহাম্মদপুর শেরশাহশুরী রোডে এক ব্যবসায়ীর অফিসে চাঁদা না পেয়ে গুলিবিনিময় ঘটনায় এক যুবদল নেতার নাম ব্যবহার হলেও তিনি সে সময় ওই ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন তিনি। মোহাম্মদপুর থানর ৩২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মেয়েদী হাসান রুবেল জানান, বিগত ১৫-১৬  বছর ধরে ষড়যন্ত্রের শিকার হয়ে এসেছি এখনো ষড়যন্ত্র পিছ ছাড়ছে না। এখনো হয়রানির শিকার হয়ে আসছি। 

গত ২৪ মার্চ মোহাম্মদপুর শেরশাহশুরী রোডে সন্ধ্যা ৭,২০ মিনিটে এক ব্যবসায়ীর অফিসে ৩ জনের একটি গ্রুপ চাঁদার জন্য ২ রাউন্ড গুলি করে, তবে সেখানে কেউ আহত হয়নি। বিভিন্ন সূত্রে জানা গেছে সেখানের ঘটনায় জড়িত ছিলো, জাবেদ,শাওন,রুবেল,ওই ঘটনায় জাবেদ নামে একজন কে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। 

এই ঘটনায় রুবেল নামে যে ব্যক্তির নাম এসেছে আসলে সে কোন রুবেল তা এখন পর্যন্ত পরিষ্কার ভাবে জানা যায়নি। তবে ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রুবেল ২৪ মার্চ বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭.১০ মিনিট পর্যন্ত লালমাটিয়া এলাকায় একটি ইফতারি পার্টিতে উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যা ৭ টার পর নিউকলনী এলাকয় আরো একটি অনুষ্ঠানে যোগ দেন। রাত আটটার পর ৩৪ নং ওয়ার্ড বিএনপির এক নেতার মা নিহতের জানাযায় অংশগ্রহণ করে। সেখান থেকে রাত ৯ টার দিকে আবার তিনি লালমাটিয়া এলাকায় আসেন। কিন্তু কেবা কারা গুলির ঘটনায় এই যুবদল নেতার নাম ব্যবহার করে।

এর আগে এই যুবদল নেতা লালমাটিয়া নিউ কলনীর একটি মসজিদে ইফতারী পার্টি তে যোগ দেন, ইফতার পার্টিটি ছিলো যুবদলের পক্ষ থেকে। সেখানে তিনি প্রবেশ করে বেলা ৪টার সময়। সেখান থেকে ৬.৫৯ মিনিটে বের হয়ে মসজিদে পাসেই লালমাটিয়ার নিউকলনী কবরি ভবনের সামনে দিয়ে দোয়েল টাওয়ারে প্রবেশ করে রাত আনুমানিক ৭,৫ কি ১০ মিনিটে।  দোয়েল টাওয়ারেও একটি রাজনৈতিক নেতাদের নিয়ে অনুষ্ঠান ছিলো। সেখানে রুবেল এবং যুবদলের নেতারা এক ঘন্টা অবস্থা করে বলে জানা গেছে। 

লালমাটিয়া এলাকার বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজ সূত্রে থেকে জানা যায় ২৪ মার্চ বিকাল থেকে রাত আটটা পর্যন্ত এই যুবদল নেতা লালমাটিয়া এলাকাতেই ছিলেন। ২৪ মার্চ ব্যবসায়ীর অফিসে ঘটনাটি ঘটেছে সন্ধ্যা ৭ টায়। সেক্ষেত্রে এই নেতার নাম কোনো রকমেই থাকার কথা না।

এবিষয়  যুবদলের ৩২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোহাম্মদ হাসান রহমান জানান, ২৪ মার্চ বিকাল ৪ টা থেকে আমরা সভাপতি রুবেল সহ নিউকলনী মসজিদে সন্ধ্যা ৬.৫৯ মিনিট পর্যন্ত ছিলাম, এরপর ৭ টা ১০ মিনিটে  দোয়েল টাওয়ারে আরেকটা অনুষ্ঠানে যোগ দেই। যার ভিডিও ফুটেজ সংরক্ষণে রয়েছে। কিন্তু সেখানকার সিসিটিভি ফুটেজ ২ থেকে ১.৫  ঘন্টা আগানো রয়েছে। তবেঁ লাকী অ্যাপার্টমেন্টের সিসি ভিডিও তে দেখা যায় ৮ ২০ মিনিটে সেখান থেকে ৩৩ নং ওয়ার্ড যুবদলের এক নেতার মায়ের জানাযায় অংশগ্রহণ  করার জন্য কর্মীদের নিয়ে বের হচ্ছে। সেদিন পুরো সময় মেহেদী হাসান রুবেলের পড়নে ছিলো পাঞ্জাবি, যা সিসি টিভি ফুটেছে দেখা গিয়েছে। আর গুলিকরা ব্যক্তিদের পড়নে ছিলো টি শার্ট। 

লালামাটিয়া এলাকায় সরেজমনিনে গেলে সেখানকার  দোয়েল টাওয়ারে সভাপতি মনজুর হাসান জানান, আমার এই ভবনে ২৪ মার্চ সন্ধ্যার পর একটি অনুষ্ঠান ছিলো সেই অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ মোড়ল সহ তার নেতাকর্মীরা ছিলেন। বিল্ডিং এ দায়িত্ব থাকা ফয়জুর রহমা জানান। ২৪ মার্চ ইফতারির  পর পর আমাদের ভবনে একটি অনুষ্ঠা ছিলো সেই অনুষ্ঠানে  যুবদল নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান এই এলাকায় দুটি ইফতারি অনুষ্ঠান ছিলো সেই অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণার উপদেষ্টা উপস্থিত ছিলেন। 

এবিষয় ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ মোড়ল জানান ২৪ মার্চ বিকাল ৪টা থেকে পর পর দুটি অনুষ্ঠান ছিলো ৩২ নং ওয়ার্ডে সেখান থেকে যুবদলের কোনো কর্মী এই ওয়ার্ড থেকে কোনো কর্মী অন্য কোথাও অনুষ্ঠান রেখে যাওয়ার সুযোগ ছিলো না। মেহেদী হাসান রুবেল ওয়ার্ড সভাপতি তাই তার গুরুত্ব আরো বেশি ছিলো। তিনি আরো বলেন কেউ হয়তো ষড়যন্ত্র করে এই ছেলেটির নামে মিথ্যা প্রচার করছে। জাহিদ মোড়ল আরো বলেন, যুবদলের নামে কেউ সন্ত্রাসী চাঁদাবাজি ও কোন অপকর্ম করলে ছাড়  দেওয়া হবে না

এমএসএম / এমএসএম

উত্তরায় ডিএনসিসি নির্মিত "মুগ্ধ মঞ্চের" উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

উত্তরাতে বিএনপির নেতা হামলার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

মিরপুর কাঁচাবাজার উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল করে চিঠি

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নয়ন কুমার বর্মন

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র‍্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান