গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের উদ্যোগে অচল পৌর পানি শোধনাগার সচল হতে চলেছে

বিদ্যুৎ সঞ্চালনের তার হঠাৎ পুরে গিয়ে গোপালগঞ্জ পৌরসভার পানি শোধনাগারটি দীর্ঘদিন যাবত অচল থাকায় পৌরবাসীর বিশুদ্ধ খাবার পানি সরবরাহ খানিকটা ব্যাহত হচ্ছিল। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নির্দেশনা ও পরামর্শমতে কার্যক্রম গ্রহনের ফলে, গোপালগঞ্জ পৌরসভা দ্বারা পরিচালিত পানির ট্রিটমেন্ট প্লান্ট আবার সচল করা সম্ভব হয়েছে। পৌর কর্তৃপক্ষ আশা করছে খুব শীঘ্রই উক্ত পানি শোধনাগার থেকে নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহ করা সম্ভব হবে।
আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুর ২ টায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জ পৌরসভা দ্বারা পরিচালিত উক্ত পানি শোধনাগার প্লান্ট নিজে সরেজমিনে পরিদর্শন করেন এবং পৌরবাসীর চাহিদামত পানির সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদেরক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় গোপালগঞ্জ পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিশ্বজিৎ কুমার পাল, গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, পৌরসভার তত্ত্বাবধায়ক (পানি সরবরাহ) সৌরভ বোস, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী মাহফুজুর রহমান লাবলু সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পানি শোধনাগার পরিদর্শন শেষে জেলা প্রশাসক গোপালগঞ্জ পৌরবাসীর পানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে ও আরো অধিক এলাকায় বিশেষ করে গোপালগঞ্জ পৌরসভার ০১, ০২, ০৩ এবং ১৪, ও ১৫ নং ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ লাইন স্থাপন ও পানির সরবরাহ বাড়ানোর জন্য গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী ও পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে সরাসরি কথা বলেন। এর আগে জেলা প্রশাসক ২০০১ সালে প্রতিষ্ঠিত গোপালগঞ্জ পৌরসভার পানি শোধনাগার প্লান্ট ও সরবরাহ লাইনের উন্নয়নের জন্য প্রায় ৪৮ কোটি টাকার একটি প্রকল্প স্থানীয় সরকার বিভাগে অনুমোদনের জন্য রয়েছে। উক্ত প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়ন হলে গোপালগঞ্জের পানিয় সরবরাহের অনেক সমস্যার সমাধান হবে মর্মে জানা যায়। প্রকল্পটি যাতে জনস্বার্থে দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে সরাসরি কথা বলেন তিনি।
পৌরসভা কর্তৃপক্ষ জেলা প্রশাসকের অক্লান্ত চেষ্টায় গোপালগঞ্জ পৌরসভার পানি সরবরাহ এর সমস্যাদি দ্রুত সমাধান হওয়ায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল বিষয়টি তুলে ধরেন।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
