দুর্গাপুরে যুবদল কর্মীকে জড়িয়ে অপ-প্রচার
নেত্রকোনার দুর্গাপুরে কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. লিটন খানকে জড়িয়ে অপ-প্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিটন খান তার লিখিত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের নাম ভাঙ্গিয়ে, সরকারী নদী দখলসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছি। আমার যন্ত্রনায় জেলে, কৃষক, দিনমজুর সহ অতিষ্ঠ হয়ে পড়েছে কাকৈরগড়া ইউনিয়নের মানুষ। এছাড়া আমাকে জড়িয়ে বীজ ও কীটনাশক বিক্রিতে প্রতারনা করেছি এমন তথ্য প্রকাশ করে, গত ৫ এপ্রিল স্থানীয় প্রিন্ট ও নিউজ পোর্টালে যে সংবাদ প্রকাশ করানো হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহনি। যাহা বাস্তবতার সাথে কোন প্রকার মিল নাই। আমার বাড়ি ওই ইউনিয়নের গন্ডাবের এলাকায়।
ওই এলাকার আলী সোবহানের ছেলে কথিত সাংবাদিক শেখ মামুনুর রশীদ সহ অন্য সাংবাদিকদের কাছে অসত্য তথ্য সরবরাহ করিয়া যে সংবাদ প্রকাশ করিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুলত ওই এলাকায় আমি নিষ্টার সাথে নিজ ব্যাবসা পরিচালনা বাণিজ্য করে থাকি। আমার নেতা ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের নির্দেশে সুস্থ ধারার রাজনীতি করে থাকি। আমার জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে ওই এলাকার আলী সোবহানের ছেলে কথিত সাংবাদিক শেখ মামুনুর রশীদ অন্য সাংবাদিকদের কাছে অসত্য তথ্য সরবরাহ করে আমার বিরুদ্ধে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। মুলঘটনা হলো, আলী সোহবান ও তার ছেলে সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে এলাকার জনগনের কাছ থেকে নানা ভাবে চাঁদাবাজি করে আসছে এবং আমি ওদের অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ করি বলেই আমার নামে এই মিথ্যা ও অসত্য সংবাদ প্রকাশ করিয়েছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে, আমি তাদের নামে আমার মানহানীর অভিযোগ এনে দুর্গাপুর থানায় একটি সাধারণ ডাইরি করেছি।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মীর মুক্তাদীর, ইউনিয়ন যুবদলের আহবায়ক ইযাহিয়া খান পিন্টু, ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মীর আরাফাত, যুবদল সদস্য মো. মাজহারুল ফকির, ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক মানিক মিয়া, বিএনপি কর্মী মো. সিরাজুল ইসলাম, মো. আলম, মো. ইউসুফ, আলম মিয়া প্রমুখ।
এমএসএম / এমএসএম
দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান
শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'
টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু
সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার : প্রেস সচিব শফিকুল আলম
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, মিছিলে সয়লাভ
ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার
ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন
আত্রাইয়ে সেই কারামুক্ত অসহায় বৃদ্ধা রাহেলার পাশে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম
আত্রাইয়ে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর গণসংযোগে নেতাকর্মীদের ঢল
বেনাপোল বন্দরে শুল্কফাঁকির পার্টসের চালান জব্দ