ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১-২০২৬ দুপুর ২:৯

 লক্ষীপুরের রামগঞ্জে
সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারনে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত একটি মাদ্রাসা ভবনের পুরোটাই খালে ধ্বসে পড়ার উপক্রম হয়েছে। 
এতে উক্ত মাদ্রাসায় অধ্যায়নরত শতাধীক শিক্ষার্থীর শিক্ষা ব্যবস্থা নষ্ট হওয়াসহ লন্ডন প্রবাসী নিজাম উদ্দীন ভবনের ক্ষতিপূরন পরিশোধের দাবীতে চলতি মাসের ১৪ তারিখে বৃটিশ হাই কমিশন ও ১৫ জানুয়ারি রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায় রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের জামতলি বাজারের পুর্ব পাশে ব্যক্তি মালিকানাধীন জমির উপর লন্ডন প্রবাসী নিজাম উদ্দীন ২০২৩ইং সনে প্রায় ৫০লাখ টাকা ব্যয়ে তিনি একটি টিনশেড পাকা ভবন তৈরি করেন। সেখানে তিনি ইকরা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা স্থাপন করে। প্রায় শতাধীক শিক্ষার্থী উক্ত মাদ্রাসায় পড়ালেখা করে আসছে।
ডিসেম্বর ২০২৫ইং তারিখে কোন ধরনের নিদের্শনা, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এলজিইডির অর্থায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স (প্রাইভেট) মাদ্রাসা সংলগ্ন স্থানে গভীরভাবে খনন করে পুরাতন কালভার্ট ভাঙার কাজ শুরু করেন। এসময় মাদ্রাসা ভবনের ক্ষতি হওয়ার শঙ্কায় মাদ্রাসা কর্তৃপক্ষ পুরাতন কালভার্ট ভাঙায় বাধা প্রদান করলে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক কাজী বেলাল কোন সমস্যা হবেনা বলে আশ্বাস প্রদান করেন। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের গাফিলতিতে পুরাতন কালভার্ট খননযন্ত্র দিয়ে ভাঙার সময় পুরো মাদ্রাসা ভবনটির চারপাশের দেয়াল ভাঙণসহ ফ্লোরে মারাত্মক ফাটলের দেখা দেয়। 
মাদ্রাসার সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, আমরা বার বার বলার পরও ঠিকাদারের লোকজন আমাদের কথা কর্ণপাত না করে ভেকু মেশিন (খননযন্ত্র) দিয়ে পুরাতন কালভার্ট অপসারন করতে গিয়ে পুরো মাদ্রাসা ভবনটি ব্যবহারের অনুপযোগী করে দেয়। এসময় মাদ্রাসায় প্রায় শতাধীক শিক্ষার্থী অধ্যায়নরত অবস্থায় ছিলো। আতঙ্কিত বাচ্চারা কান্নাকাটি করে হুড়োহুড়ি করে বের হয়ে যায়। আমরা বিষয়টি নিয়ে বার বার ঠিকাদারকে বিষয়টি বলার পরও তিনি কোন ব্যবস্থা গ্রহণ না করায় থানায় অভিযোগসহ ভবন মালিক বৃটিশ হাইকমিশনে অভিযোগ করেছেন।
মাদ্রাসার প্রধান উপদেষ্টা মোঃ নুর হোসেন ঠিকাদারের গাফিলতি ও কোন ধরনের নিরাপত্তা ছাড়াই এ ধরনের কাজ করার ফলে পুরো মাদ্রাসা ভবন ধ্বসে গেছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাদ্রাসা ভবন নির্মাণে পুরো ক্ষতিপূরন দাবী করছি। ভবনটি ধ্বসে যাওয়ার কারনে বর্তমানে শিক্ষার্থীরা মানবেতরভাবে একটি মসজিদে শিক্ষাগ্রহণ করতে বাধ্য হচ্ছেন।
ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স (প্রাইভেট) এর প্রোপ্রাইটর কাজী বেলাল জানান, আমি বিষয়টি জানি এবং ঘটনাস্থলে কয়েকবার গিয়েছি। তাদেরকে আশ্বস্ত করেছি। এলজিইডির উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করে নিবো।
এলজিইডি রামগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ মাহমুদ খাঁন জানান, ঠিকাদারের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা হবে। আমরা এ ভবনটি সংস্কার বা নির্মাণ করে দিবো।

এমএসএম / এমএসএম

ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন

আত্রাইয়ে সেই কারামুক্ত অসহায় বৃদ্ধা রাহেলার পাশে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম

আত্রাইয়ে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর গণসংযোগে নেতাকর্মীদের ঢল

বেনাপোল বন্দরে শুল্কফাঁকির পার্টসের চালান জব্দ

রাজস্থলীতে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা এস এম ইমাম উদ্দিনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

কুড়িগ্রামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারনা শুরু

কুমিল্লায় নির্বাচনি প্রচারে মাঠে প্রার্থীরা

রাঙ্গামাটিতে সিএনজির উপর মালবাহী ট্রাক চাপায় এক নারী যাত্রী নিহত

শালিখায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত

মান্দায় গরীবের সম্বল কেড়ে নিলেন- এক ইউপি সদস্য

বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ

তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল