ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

আবারো বিদ্যালয়ের মাঠে হাট বসানোর পায়তারা, ব্যহত শিক্ষার পরিবেশ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৯-৪-২০২৫ বিকাল ৫:৪১

লালমনিরহাটের কালীগঞ্জে শিয়ালখোওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিয়ালখোওয়া এস.সি স্কুল এন্ড কলেজ মাঠে আবারো হাট বসানোর পায়তারা করছে ইজারাদার। হাট বসলে ব্যহত হবে ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ। এতে উদ্বিগ্ন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল। এরইমধ্যে হাট না বসানোর দাবি জানিয়ে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছে অভিভাবক সমাজ।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, জেলার কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া এস.সি স্কুল এন্ড কলেজ মাঠে সপ্তাহের শনিবার ও বুধবার বৃহৎ আকারের পাশাপাশি প্রতিদিন বাজার বসতো। তবে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, সচেতন মহল, অভিভাবক, শিক্ষার্থীদের দাবির পেক্ষিতে গতবছর সড়িয়ে নেওয়া হয় হাট। পরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে পায় শিক্ষার্থীরা। কিন্তু সম্প্রতি এক প্রভাবশালী শিয়ালখোওয়া হাটটি ইজারা নেওয়ার পর আবারো হাট বসানোর পায়তারা করছে।

অভিভাবক সমাজের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া অভিযোগে উল্লেখ করা হয় শিয়ালখোওয়া এসএসসি স্কুল এন্ড কলেজ ও শিয়ালখোওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি একটি হাফিজিয়া মাদ্রাসা, তিনটি কিন্ডারগার্টেনের প্রায় দুই হাজার শিক্ষার্থীর একমাত্র খেলাধুলার জায়গায় হাট বসানোর পায়তারা চলছে। ওই হাটে তামাক, গরু, ছাগল, হাস,মুরগী, সাইকেল, মাছসহ নানা সরঞ্জামাদি ক্রয়-বিক্রয় হবে। হাটটির কার্যক্রম চালু হলে ব্যাপক লোকসমাগম, শব্দ দূষণ, গরু জবাইয়ের বর্জ ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষায় নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া অতিরিক্ত লোকসমাগমের বাড়বে সামাজিক অপরাধ কর্মকাণ্ড।

শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাট চালু করার পায়তারার বিষয়ে শিয়ালখোওয়া হাট ইজারাদার আসাদুল ইসলাম হিরুর মন্তব্য পেতে তার মোবাইলে একাধিকবার কল করেও মোবাইল ফোনটি বন্ধ থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শিয়ালখোওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশেম আলী বলেন, বিদ্যালয়ের মাঠে হাট বসলে অবশ্যই শিক্ষার্থীদের উপর প্রভাব পড়বে। তবে হাট বসানোর ক্ষেত্রে প্রভাব কারা ফেলছে এমন প্রশ্নের জবাবে মন্তব্য করতে রাজি নন তিনি। আর শিয়ালখোওয়া এস.সি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ রায় অতিরিক্ত লোকসমাগম হলে প্রভাব পড়বে শিক্ষার্থীদের উপর জানালেও উপজেলা নির্বাহী কর্মকর্তার সীদ্ধান্তই চুড়ান্ত বলে মন্তব্য করেন তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, ওই দুই প্রতিষ্ঠানের মাঠে ইতিপূর্বে হাট বসতো। পরে শিক্ষা প্রতিষ্ঠানের দাবির পেক্ষিতে হাট সড়িয়ে নেওয়া হয়েছে। আবারো হাট বসানের পায়তারা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইজারাদার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে কথা বলা হয়েছে। আবারো বসে কথা বলার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যাতে নষ্ট না হয় এবং হাটটি যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য বিকল্প স্থানও খোজা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাট বসানোর ক্ষেত্রে এখনো চড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মুজিবর রহমান বলেন, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাট ছিলো সেগুলো সড়িয়ে দেওয়া হয়েছে। শিয়ালখোওয়ার দুই শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকদের দেওয়া অভিযোগের বিষয়ে অবগত রয়েছেন জানিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার

ব্রিতে আরসিজিএস প্রকল্পের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত

সেনাবাহিনীর সহায়তা বদলে গেছে কুড়িগ্রাম কারাগারের চিত্র

ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক

কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন কতৃক মানবিক সহায়তা প্রদান

গাকৃবি’র সাথে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোংয়ের চুক্তিপত্র স্বাক্ষরিত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম

লালমনিরহাটের পেপার এজেন্ট সাকির আলম-এর ইন্তেকাল

ভাড়া বাড়লেও সেবা তলানীতে মাতব্বর ঘাটে: ক্ষুব্ধ যাত্রীরা

পত্নীতলা উপজেলা বিএনপির কমিটি বাতিল চেয়ে তারেক রহমান বরাবর আবেদন

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতার হয়রানির প্রতিবাদে ঘের ব্যবসায়ীদের মানববন্ধন

ক্ষেতলালে ৫২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু ও খাদ্য উপকরণ বিতরণ

নাটোরে বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলো যুবলীগ নেতা