মধুখালীতে উপজেলা পরিবেশক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদের উৎসব শেষে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করতে ফরিদপুরের মধুখালী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পরিবেশক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ১১ এপ্রিল, শুক্রবার সকাল ১০টায় উপজেলার দিঘলিয়া নিরিবিলি পিকনিক কর্নারে দিনব্যাপী এই প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবেশক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাতবির হোসেন ইমাম।
অনুষ্ঠানের শুরুতেই সমিতির পক্ষ থেকে আগত অতিথিদের স্বাগত জানানো হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজু সাহা ও মনিরুজ্জামান মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ গোলাম মহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মধু ভৌমিক, অর্থ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মোঃ কিবরিয়া হোসেন কাজল, মোহাম্মদ তরিকুল ইসলামসহ পরিবেশক সমিতির অর্ধশতাধিক সদস্য।
সকালের নাশতা শেষে শুরু হয় মূল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ—বিভিন্ন মজাদার খেলা ও প্রতিযোগিতা। সদস্যদের জন্য ছিল আলাদা আলাদা খেলার আয়োজন। ফুটবল বদল খেলা, হাঁড়িভাঙা এবং হাঁড়ির মধ্যে বল নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নিয়ে সবাই আনন্দে মাতেন। খেলাধুলার মধ্য দিয়ে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ, যেখানে ছোট-বড় সবাই মেতে ওঠেন আনন্দে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজু সাহা ও মনিরুজ্জামান মিন্টু, সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক তাতবির হোসেন ইমামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
দুপুরের পর আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্নভোজ। পরিবেশিত হয় বিভিন্ন রকমের দেশীয় ভর্তা, ভাত, মাংস, ডালসহ ঐতিহ্যবাহী বাঙালি খাবার। এ সময় সমিতির সদস্যদের পরিবারের সদস্যরাও অংশ নেন, যার ফলে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক অনন্য মিলনমেলায়।
আয়োজকরা জানান, প্রতিবছর ঈদের পর এমন পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে। এই পুনর্মিলনী অনুষ্ঠানটি শুধু আনন্দ নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বন্ধনকেও করে আরও গভীর।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপ্তি ঘোষণা করা হয়, এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

নড়াইলের লোহাগড়ায় শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি সভা

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত করতে কর্মশালা

বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি সিদ্দিক ও সাধারণ সম্পাদক মিলন

নাঙ্গলকোটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

মেহেরপুরে অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

পাবিপ্রবিতে ‘ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস’ শীর্ষক কর্মশালা

বেনাপোল চেকপোষ্টে কুলি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

নেত্রকোনায় জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের উদ্যোগে ধলাই নদী পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

সিনেমা হলের শেষ গল্প: তাজ সিনেমা হল থেকে স্মৃতি হারাচ্ছে দর্শক

হাটহাজারীতে শারদীয় দূর্গা পূজার ১১৮টি মন্ডপে শেষ মুহূর্তে প্রস্তুতি
