ঢাকা সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

মধুখালীতে উপজেলা পরিবেশক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ১১-৪-২০২৫ বিকাল ৭:১৯

ঈদের উৎসব শেষে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করতে ফরিদপুরের মধুখালী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পরিবেশক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ১১ এপ্রিল, শুক্রবার সকাল ১০টায় উপজেলার দিঘলিয়া নিরিবিলি পিকনিক কর্নারে দিনব্যাপী এই প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবেশক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাতবির হোসেন ইমাম।
অনুষ্ঠানের শুরুতেই সমিতির পক্ষ থেকে আগত অতিথিদের স্বাগত জানানো হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজু সাহা ও মনিরুজ্জামান মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ গোলাম মহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মধু ভৌমিক, অর্থ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মোঃ কিবরিয়া হোসেন কাজল, মোহাম্মদ তরিকুল ইসলামসহ পরিবেশক সমিতির অর্ধশতাধিক সদস্য।

সকালের নাশতা শেষে শুরু হয় মূল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ—বিভিন্ন মজাদার খেলা ও প্রতিযোগিতা। সদস্যদের জন্য ছিল আলাদা আলাদা খেলার আয়োজন। ফুটবল বদল খেলা, হাঁড়িভাঙা এবং হাঁড়ির মধ্যে বল নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নিয়ে সবাই আনন্দে মাতেন। খেলাধুলার মধ্য দিয়ে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ, যেখানে ছোট-বড় সবাই মেতে ওঠেন আনন্দে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজু সাহা ও মনিরুজ্জামান মিন্টু, সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক তাতবির হোসেন ইমামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

দুপুরের পর আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্নভোজ। পরিবেশিত হয় বিভিন্ন রকমের দেশীয় ভর্তা, ভাত, মাংস, ডালসহ ঐতিহ্যবাহী বাঙালি খাবার। এ সময় সমিতির সদস্যদের পরিবারের সদস্যরাও অংশ নেন, যার ফলে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক অনন্য মিলনমেলায়।

আয়োজকরা জানান, প্রতিবছর ঈদের পর এমন পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে। এই পুনর্মিলনী অনুষ্ঠানটি শুধু আনন্দ নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বন্ধনকেও করে আরও গভীর।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপ্তি ঘোষণা করা হয়, এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

মধুখালী ডায়াবেটিক সমিতি'র উদ্যোগেনচিকিৎসা সেবা প্রদানের দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত

মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

সন্দ্বীপের ছিনিয়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেওয়া ও জলবায়ু বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় 'তারুণ্যের সমাবেশ' রূপ নিলো আবেগঘন প্রার্থনায়

উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

সীতাকুণ্ডে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ

কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা

বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

শিক্ষকের অপসারণের দাবিতে বিনোদপুরে মানববন্ধন

ঝিনাইদহে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করলো সড়ক ও জনপথ বিভাগ

আশুলিয়ায় নিষিদ্ধ আওয়ামী পুনর্বাসন চক্রে সক্রিয় গাজী নাছরিন