হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে আজ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির হযরত মাওলানা, হাফেজ আল্লাহমা মোঃ মনিরুল ইসলাম কাসেমী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ এবং দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শেখ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমির পত্রিকার যুগ্ন সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোঃ খোরশেদ আলম।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা ইয়াসমিন আক্তার , অনামিকা আক্তার , সুবর্ণা আক্তার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আজি লোকমান পাবলিক স্কুলের নার্সারীর ছাত্র মোঃ আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি ও সভাপতি সহ অন্যান্যরা। সবশেষে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুফতি মোঃ মনিরুল ইসলাম কাসেমী। পহেলা বৈশাখ উপলক্ষে কিছু লোকেরা যে ধরনের কর্মকাণ্ড করেন তা ইসলামবিরোধী অতএব এই দিবসকে সামনে রেখে বাড়ি দিবসের অনুষ্ঠানে কোন ধরনের বেহায়াপনা করা যাবে না আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম যেভাবে ইসলামের জন্য কাজ করে গেছেন সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তিনি বলেন, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি খেলাফত প্রতিষ্ঠায় যে রাজনীতি করে গেছেন তার মধ্যেই সবকিছু রয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। তিনি ৮৬ বছর বয়সও ইসলামের দাওয়াত দিয়ে মানুষের কল্যাণে কাজ করে গেছেন আমরাও তার আদর্শকে ধরে রেখে ভবিষ্যৎ জিন্দেগি করলে দুনিয়ায় ও শান্তি এবং আখেরাতে ও শান্তি পাব। আল্লাহ সুবহানাতায়ালা কোরআনের মধ্যেই সবকিছু দিয়ে দিয়েছেন কোরআনকে যদি আমরা ফলো করি তাহলে আর আমাদের কোন ধরনের অসুবিধা হবে না তাই কোরআনের আলোকে এবং নবী করিম সাঃ এর সুন্নত মত জিন্দেগি আমাদের চালিয়ে যেতে হবে। বাংলা ভাষাকে আমাদের গুরুত্ব সহকারে ব্যবহার করতে হবে। বাংলা আমাদের মায়ের বাসা। আমরা মুসলমান হিসেবে বাংলা ভাষাকে যেভাবে গুরুত্ব দিয়ে থাকি অন্য দেশের মানুষ সেভাবে গুরুত্ব দেয় না। আল্লাহ তাআলা ইসলামী আদর্শকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামী ভাবে যদি জিন্দেগি করি তাহলে জান্নাতে যাব। ইসলামী ভাষায় আমরা আমাদের ভাষাকে গুরুত্ব দিয়ে শিখব। আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ শ্রেষ্ঠ নবী অতএব তার জীবনীকে আমরা আঁকড়িয়ে ধরার চেষ্টা করো। তিনি বলেন এখানকার ছাত্রছাত্রীরা এমনভাবে পড়াশুনা করবে যেন সবাই বলে তাদের মধ্যে আদর্শ এবং নৈতিকতা আছে রোকনুজ্জামান ভাই যেভাবে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ান তা সত্যিই প্রশংসার দাবিদার।
এমএসএম / এমএসএম
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা