ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৪-৪-২০২৫ রাত ৯:২৮

‘এসো হে বৈশাখ’ —এ গান আর ঢাক-ঢোলের বাদ্যে মুখরিত হয়ে উঠেছিল কুমিল্লায়। সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়- এই প্রতিপাদ্য ঘিরে কুমিল্লায় জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখের বর্ষবরণ “বৈশাখি শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ(ইন্টার শাখা) মাঠ থেকে রঙিন পোশাকে সজ্জিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় মানুষজন সহ বিভিন্ন শিল্প কর্মের পোস্টার, ফেস্টুন, ব্যানার, বাঙালীয়ান সাজে শোভাযাত্রায় অংশ নেন।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (ইন্টার শাখা) এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্ণিল সাজে সাজানো হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সকাল থেকেই কলেজের সামনে শিল্পী ও আয়োজকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বিশাল আকারের প্ল্যাকার্ড এবং শিল্পকর্মগুলো বর্ষবরণ বৈশাখী  শোভাযাত্রার জন্য সারিবদ্ধভাবে সাজানো হয়। 

এর মধ্যে রয়েছে ইলিশ, হাতি, ঘোড়া, বাঘ, তরমুজ সহ নানা প্রতিকৃতি। এ ছাড়া সবার বাঙালি পোশাকে লেগেছে উৎসবের রং। পরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে কান্দিরপাড় ঈদগাহ সড়ক প্রদক্ষীন হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মাঠে পহেলা বৈশাখের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় কুমিল্লা জেলা প্রশাসক মো.আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (কুমিল্লা-৬) আসনের চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহবায়ক আবু রায়হান,এবি পার্টির কুমিল্লা মহানগরের আহবায়ক গোলাম মোহাম্মদ সামদানী সহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা।

আলোচনায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশে পালিত হয়ে আসছে আদিকাল থেকেই। এই উৎসব সকলের। সবাই সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে আপন করে নেই।

এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু