গণঅভ্যুত্থানে নিহতের ৯ মাস পরে ঢাকা থেকে এনে শহীদ রাব্বির মৃতদেহ নিজবাড়ি পটুয়াখালীতে পুনরায় দাফন
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র শহীদ রাব্বির মৃতদেহ ঢাকার মীরপুর গোরস্থান থেকে উত্তোলন করে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাশবাড়িয়ায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।উল্লেখ্য শহীদ রাব্বির এ হত্যাকান্ডের ঘটনার হুকুম দাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক ¯^ারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২ থেকে ৩ শো জনকে আসামীকরে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে শহীদ রাব্বির পরিবারের পক্ষ থেকে বলে জানিয়েছেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই বাসার।
পটুয়াখালীর শহীদদের নিহতের তালিকার ১৫ নম্বরের শহীদ রাব্বির পিতা জুয়েল মাতব্বর জানান, তার তিনছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে রাব্বি মাতব্বর মিরপুরের নিজ বাসার নিকটবর্তী তা’লীমুল ইসলাম মাদরাসার হাফেজির ছাত্রথাকা অবস্থায় ১০ পারা কোরান মুখস্থ করেছিল।ঘটনার দিন ১৯ জুলাই শুক্রবার রাত ৮ টার দিকে তার নিজ মাদরাসার কাছাকাছি ঢাকা মডেল কলেজরে সামনে দিয়ে যখন ছাত্র জনতার মিছিল যাচ্ছিল তখন রাব্বি সহ মাদরাসার কিছু ছাত্র সেখানে উপস্থিত হলে পুলিশের গুলি শুরু হয়ে যায় মিছিলকারীদরে উপর। অন্য ছাত্ররা দৌড়ে পালিয়ে গেলেও রাব্বি আশ্রয় নেয় একটি ভ্যান গাড়ির নীচে। এসময় পুলিশের গুলি এসে লাগে রাব্বির বুকে সহ শরীররের বিভিন্ন জায়গায় । মাটিতে লুটিয়ে পড়ে রাব্বি,ঘটনাস্থল থেকে রাব্বির লাশ পুলিশ ছিনিয়ে নেয়ার চেষ্ঠা করে। কিন্তু জনতার প্রতিবাদে সেটি করতে পারেনি পুলিশ। স্থানীয় জনগন রাব্বির মৃতদেহ নিয়ে যায় স্থানীয় আজমল হাসপাতালে ,কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষনা করেন।ঐ দিন রাতেই রাব্বির বাবা জুয়েল মাতব্বর লাশ নিয়ে নিজ বাড়ি পটুয়াখালীতে আসতে চাইলে স্থানীয় আওয়ামীলীগের নেতারা বাধা দিয়ে তাকে উল্টো হুমকীদেন তার ছেলে কেন মিছিলে গেল এ জন্য তার বিরুদ্ধে মামলা হবে বলে ভয়ভীতি দেখান।পরবর্তীতে বাধ্য হয়ে ঢাকায় মিরপুরে গোরস্থানে রাব্বিকে দাফন করা হয়।পরবর্তিতে ৫ আগষ্টের পটপরিবর্তনের পরে এঘটনার মামলার পাশাপশি রাব্বির মৃতদেহ নিজ জেলা পটুয়াখালীতে নেয়ার আবেদন আদালতে করা হলে বিজ্ঞ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্টেটের উপস্থিতীতে গত ১০ জুলাই শহীদ রাব্বীর মৃতদেহ কবর থেকে উঠিয়ে নেয়া হয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে । পরবর্তীতে গতকাল ১৩ এপ্রিল হিমাগার থেকে রাব্বির মৃতদেহ পোর্স্টমর্টেম সহ ডিএনএর নমুনা সংগ্রহ শেষে রাতে শহীদ রাব্বির মৃতদেহ নিয়ে পরিবার পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই বাসার।
এদিকে আজ ভোররাতে পটুয়াখালীর গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নের বাশবাড়িয়া ৮ নং ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় সকাল ১১ টায় নামাজে জানাজার শেষে শহীদ রাব্বিকে দাফন করা হবে বলে জানিয়েছেন শহীদ রাব্বির পিতা জুয়েল মাতব্বর।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
Link Copied