ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

তারাগঞ্জ হাসপাতালের স্টাফদের কর্মবিরতিতে মানববন্ধন


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১৬-৪-২০২৫ দুপুর ১২:২৪

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত স্টাফদের কর্মবিরতি। স্বাস্থ্য সেবা বন্ধ রেখে হাসপাতাল স্টাফদের থাকা কর্মবিরতিতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বঞ্চিত, হাসাপাতালে ডাক্তারদের সেবা প্রদানে অনিহা, সেবা প্রার্থীদের হেনস্থা ও চিকিৎসা সেবায় বিলম্ব এর প্রতিবাদে রংপুর -দিনাজপুর মহাসড়কে ১৫ এপ্রিল (মঙ্গলবার) মানববন্ধন করেছে তারাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব ডা. জামিল হোসেন, মুখ্য সংগঠক রিফাত হাসান, সদস্য আল-আমিন আকাশ, তারাগঞ্জের বিশিষ্টি ব্যবসায়ী একরামুল হক ও স্থানীয় বাসিন্দা রাতুল আহমেদ, আব্দুস সামাদসহ আরো অনেকে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক ও রংপুর জেলা আহবায়ক মোঃ ইমরান বলেন, তারাগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ  একটি মিথ্যে তথ্যের উপর দাঁড়িয়ে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করছেন সাধারণ মানুষকে, যে হাসপাতালে এখনো পর্যন্ত স্বৈরাচার হাসিনা সহ বঙ্গবন্ধুর ছবিযুক্ত প্লে কার্ড ফেস্টন লাগানো। অথচ তারাগঞ্জের ছাত্র সমন্বয়ক তুর্য ও তাওরাতকে তারা টোকাই ও সন্ত্রাস প্রমাণ করতে চেয়েছে। ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে, নিজেদের অপকর্ম ও অপেশাদারিত্ব ঢাকতেই ঘটনার রাতেই থানায় একটি মামলা করে।
মানববন্ধনে উপজেলার “ব্রাদাস এ্যাগ্রো ফুড” এর সত্ত্বাধিকারী একরামুল হক বলেন, মুমূর্ষ অবস্থায় হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না অনেকে, আপনারা জনগণের টাকায় স্বাস্থ্যসেবায় ডাক্তার হিসেবে নিয়োজিত। সেখানে পাঁচ ইউনিয়ন নিয়ে ছোট্ট একটা উপজেলার হাসপাতালে নেই ডাক্তার, নেই চিকিৎসা সেবা। এছাড়াও তারাগঞ্জ একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা, এখানকার শিল্প-কারখানা গুলোতে হাজার হাজার শ্রমিকরাও কাজ করতে গিয়ে আহত হয়। আমি রংপুরে সিভিল সার্জনকে অনুরোধ করবো তারাগঞ্জের সেবার মান উন্নত করা হোক।
তারাগঞ্জের ছাত্র সমন্বয়ক আল-আমিন বলেন, গত ১৭ বছরে কেউ কারো দাবি আদায় করতে পারে নাই, আন্দোলনে  নামতে পারে নাই, আমরা ছাত্ররা পুরো দেশের পরিবর্তন এনেছি। ডাক্তারদের কর্মবিরতির ঘটনায় আমরা দফায় দফায় তাদের সাথে সমঝোতার চেষ্টা করেছি। ওনারা বলেন আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাহলে তারা কেন কর্মবিরতিতে গেল, সাধারণ মানুষের কি অপরাধ, তারা কেন সেবা বঞ্চিত হলো, আপনাদের কাছে আমরা জবাব চাই। এর জবাব না দিলে আমরা পরবর্তীতে তাদের নামে মানহানির মামলা করব বলে হুশিয়ারী দেন।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু