'অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়'

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি-গজারিয়া নেতৃত্বে গত ১৬ এপ্রিল (বুধবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-মেঘনাঘাট -এর আওতাধীন আনারপুরা ও ভাটের চর (নতুন রাস্তা), গজারিয়া এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে ৩টি চুন কারখানার (মোট ৯ ভাট্টি বিশিষ্ট) সংযোগ বিচ্ছিন্ন ও এমএস পাইপ ১০ ফুট (আনুমানিক) ও হোজ পাইপ ৩৫০ ফুট (আনুমানিক) অপসরণ পূর্বক জব্দ করা হয়েছে। অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে।
উল্লেখ্য, উক্ত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ১৮,০০০ ঘনফুট/ঘন্টা গ্যাস সাশ্রয় হয়েছে এবং সাশ্রয়কৃত গ্যাসের আনুমানিক মূল্য ২,৯৩,৬০০/- টাকা (দৈনিক ভিত্তিক)।
ঐদিন তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক রাজস্ব শাখা- সোনারগাঁও-এর নেতৃত্বে মোহনপুর, ফরাজীকান্দা, বন্দর এলাকায় ০৬টি আবাসিক ও ২টি বানিজ্যিক সুকুমার মিষ্টান্ন ভান্ডার ও আল খালিদ হোটেল এন্ড সুইটস- এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, আঞ্চলিক রাজস্ব শাখা - রূপগঞ্জ-এর নেতৃত্বে অতিরিক্ত ৩০ ডাবল (২৪ ডাবল এবং ৬ ডাবল) চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২ জন গ্রাহকের কাছ থেকে মোট ২,৫২,০০০ টাকা তৎক্ষণাৎ আদায় করা হয়েছে।
এছাড়া, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ (গাজীপুর) এর উদ্যোগে চলমান বিশেষ পরিদর্শন কার্যক্রমের আওতায় মেসার্স Eskimo Fashion, টঙ্গী, নামক প্রতিষ্ঠানে অনুমোদন অতিরিক্ত স্থাপনা সনাক্ত হওয়ায় তাৎক্ষণিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং আঞ্চলিক ভিজিলেন্স বিভাগ নারায়ণগঞ্জ- এর বিশেষ টিম কর্তৃক উভয় রানের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে নিয়ম বহির্ভূতভাবে গ্যাস ব্যবহার করায় মেসার্স হাঁচি আনি সিএনজি- এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়াও, নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাজীব দাশ পুরকায়স্থ, এর নেতৃত্বে নরসিংদী জেলার শিবপুর উপজেলার শেরপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে একটি বোর্ড মিলের বয়লারে অবৈধভাবে গ্যাস ব্যবহারের আলামত পরিলক্ষিত হওয়ায় অবৈধভাবে স্হাপিত ২" বিতরণ লাইনটি সার্ভিস টি ডাউনপূর্বক কিলিং করা হয়েছে। এছাড়া সাইদুর, খোকা মিয়া ও শহীদুল্লাহ মিয়া নামীয় ৩(তিন)জন ব্যাক্তির কাগজের কোণ তৈরীর ফ্যাক্টরিতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারনে সংযোগগুলো বিচ্ছিন্নকরতঃ সার্ভিস টি ডাউনপূর্বক কিলিং করা হয়েছে। এ সময় উক্ত অবৈধ অভিযানে প্রায় ২০০(দুইশত) ফুট পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৩৩টি শিল্প, ১৫৫টি বাণিজ্যিক ও ২৯,২৩২টি আবাসিকসহ মোট ২৯,৬২০টি অবৈধ গ্যাস সংযোগ ও ৬৭,২২১টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৪৪ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে
এমএসএম / এমএসএম

"খাজা মুঈনুদ্দিন চিশতি র. এর ধর্মীয় চিন্তা ও দর্শন" শীর্ষক সেমিনার

গভীর রাতে এক নিরীহ ড্রাইভারকে নির্যাতন

'অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়'

অবৈধভাবে শ্রমিকছাটাই বন্ধের আহ্বান বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়নের

কলাবাগানে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ক্যান্সার সচেতনতা দিবস পালিত

শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক পদে নির্বাচিত হলেন মনিরুল মোল্লা

উত্তরা পশ্চিম থানা ১ নং ওয়ার্ড ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত।

আওয়ামী নৈরাজ্য, সন্ত্রাসের প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিল

বরিশালে মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণ মিছিল

ফিলিস্তিনিতে ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ সাংবাদিক সংস্থার মানববন্ধন ও সংহতি সমাবেশ

ছাত্র হত্যা মামলায় গুলশান-০২ কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শাহীন গ্রেপ্তার
