ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বোয়ালমারীতে আওয়ামীলীগ নেতার দখলে সরকারি খাল জলাবদ্ধতায় নাকাল কৃষক


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১৮-৪-২০২৫ দুপুর ১২:৪৫

ফরিদপুরের  বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামে বেদখল হওয়া একটি খাল পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নামছেন এলাকাবাসী। এর অংশ হিসাবে প্রথম ধাপে বৃহস্পতিবার(১৭ এপ্রিল)  বিকেলে এলাকায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। স্থানীয় চরপাড়া বাজারে বেদখল হওয়া খালের উপর গড়ে উঠা একটি তিনতলা ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খাল দখলে ক্ষতিগ্রস্ত কৃষক সমাজ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে মোঃ সাইফুল ইসলাম বকুল,মোঃ ইসরাইল কাজী,মোঃ নাজিম উদদীন,মোঃমুরাদ হোসেন,মোঃ রুহুল আমীন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন,২৬ ফুট চওড়া এবং প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সরকারি খালটি শত বছরের পুরনো। বর্ষা মৌসুমে এই খাল দিয়েই স্থানীয় ৪ টি ফসলের মাঠ বালিয়াগাড়া,গজারগারিয়া,বড়দোপের বিল ও নলখোলার বিলের পানি কুমার নদে গিয়ে পড়ে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে এই খালের কুমার নদের দিক থেকে প্রায় ২০০ ফুট জায়গা দখল করে ভরাট পূর্বক সেখানে তিনতলা ভবন সহ ছোটখাটো আরো একাধিক  পাকা স্থাপনা গড়ে তোলেন স্থানীয় বিত্তবান ব্যবসায়ী,আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আকবর মুন্সী। সরকার দলীয় প্রভাব খাটিয়ে তিনি এই খাল দখল ও ভরাটের কারণে ঐ ফসলী মাঠগুলো জলাবদ্ধতার শিকার হয়ে আসছে। এতে কৃষি আবাদ ব্যাহত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষককুল। আওয়ামী লীগ সরকারের আমলে এই দখল যজ্ঞের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনি। এখন সময় এসেছে খাল পুনরুদ্ধারের। তাই আমরা যে কোনো মূল্যে এই খাল দখল মুক্ত করতে চাই। বাঁচাতে চাই এলাকার কৃষি ও কৃষককে। এই মানববন্ধনে কাজ না হলে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিব। জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয়া হবে অচিরেই। আমাদের দাবি একটাই খাল দখল মুক্ত করে সংস্কার সাপেক্ষে স্থানীয় কৃষিতে প্রাণ ফিরিয়ে আনতে হবে। মানববন্ধনে সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। এদিকে এক প্রশ্নের জবাবে অভিযুক্ত ব্যবসায়ী আলি আকবর মুন্সি বলেন,অনেক মাপ-ঝোক  করে আমি আমার নিজের জায়গায় ভবন তৈরি করেছি। যারা তিন তলা ভবন নির্মাণ করতে পারেন তারা কেন সরকারি জায়গা বেছে নেবেন? সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে তারা এখন খাল উদ্ধারের নাটক মঞ্চায়ন করছে। যদিও বহু আগেই ওই খালের অস্তিত্ব হারিয়ে গেছে। 

এমএসএম / এমএসএম

বোয়ালমারীতে মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শার্শায় স্কুল পড়ুয়া ৪৫ শিক্ষার্থী পেল বাইসাইকেল

কোটালীপাড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফেজা বেগম গ্রেপ্তার

নড়াইল-২ আসনে নির্বাচনী প্রচারণায় লায়ন নুর ইসলাম

বড়লেখায় পৌরশহরের খাদ্য গুদামের সামনে রেলগেইট স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আখাউড়া শান্তিবন মহাশ্মশানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনায় বিএনপি'র সম্মেলনে সভাপতি পদে লড়ছেন অ্যাডভোকেট মাহ্ফুজুল হক

সন্দ্বীপে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং

রৌমারী কিসমত উল্লাহ বালাজান কৃষি ও কারিগরি ইনস্টিটিউ কলেজটির অনিয়ম তদন্ত কমিটি গঠন

যশোরে ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-৩

কুড়িগ্রাম জেলা শহরের সড়ক খানাখন্দে ভরে থাকায় দুর্ভোগে পথচারী,যানবাহনের চালকরা

ত্রিশালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাকেরগঞ্জে মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের সচিবের মতবিনিময় সভা