পটুয়াখালীতে প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃত ও এমপিওভূক্তর জন্য করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশের বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয়সমূহের স্বীকৃত ও এমপিওভূক্তর জন্য করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলয়াতনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াস রাজ।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক গাউসুল আজম শিমু, সাধারন সম্পাদক রিমা খাতুন, সহ- সভাপতি মহিউদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, ময়মনসিং বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সমন্বয়ক এস এম সালাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আন নাহিয়ান।
সম্মানিত অতিথি হিসেবে পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আসমা আক্তার, ধরান্দী কৃষি ডিপ্লোমা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এ.কে. আবদুল ওহাব খান, পটুয়াখালী জেলা স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, বাংলাদেশ শিক্ষক সমিতি দশমিনা শাখার সভাপতি কাজী আনোয়ার হোসেন।
সভা সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দশমিনার আদমপুর প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জহিরুল ইসলাম, মধ্য গছানী প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী কামাল,
মতবিনিময় সভায় প্রধান অতিথি সহ অন্যান্যরা বক্তারা বলেন, প্রতিবন্ধী বিদ্যালয়গুলো প্রতিবন্ধীদের একটি শিক্ষার ঘর। যেখানে প্রতিবন্ধীরা অবহেলিত হয়ে থাকে, সেখানে এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো তাদেরকে নতুন করে বাঁচতে শেখায়। সমাজে এর অবহেলিত নয় তারই উদাহরণস্বরূপ এই বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত করা হয়েছে। তাই এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো অতি দ্রুত এমপি ভুক্ত করা উচিত। সমাজে প্রতিবন্ধীরা বিগত দিনে যে অবদান রেখেছে তা একটা সুস্থ সবল মানুষও পারেনি। তাই এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো অতি দ্রুত এমপি ভুক্ত করা একান্ত প্রয়োজন। এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিও ভুক্ত করা না হলে তারা কঠোর থেকে কঠোর আন্দোলন যাবে।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫
গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন
ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ
মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত
মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালী ও আলোচনা
রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা
চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী
হাতের ইশারায় বাবলাকে চিহ্নিত করে দেয়া ব্যক্তিটা কে ?