ফিলিস্তিনিতে ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ সাংবাদিক সংস্থার মানববন্ধন ও সংহতি সমাবেশ
ফিলিস্তিনির গাজা ও রাফায় বর্বরোচিত ও নারকীয় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ অসংখ্য মানুষ ও শিশু নিহত হয়েছে। হত্যাকান্ড চলমান রয়েছে। এর প্রতিবাদে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর শাখার আয়োজনে মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিকুল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সভাপতি গুলবার আলী জুয়েল।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহ্বায়ক সাবেক অধ্যক্ষ সরকার শরিফুল ইসলাম, সদস্য সচিব ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক অধ্যাপক আফজাল হোসেন, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সদস্য মুঞ্জুয়ারা খাতুন, মো: আমিনুল ইসলাম বনি, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন ও সমাজসেবক ও সংবাদকর্মী ওয়ালিউর রহমান বাবু।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি সঞ্চালনায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ, সংবাদকর্মীসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীগণ এবং শুধি সমাজ এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনির গাজা ও রাফায় ইসরায়েলী দখলদার বাহিনী বর্বরোচিত হামলা চালিয়ে নির্মমভাবে শিশু, নারীসহ সকল মানুষকে হত্যা করছে। সেইসাথে হত্যা করছে সাংবাদিকদের। এপর্যন্ত ২১১জনের বেশী সাংবাদিককে হত্যা করা হয়েছে। গুড়িয়ে দেয়া হয়েছে মুসলিমদের প্রার্থনার স্থান যেমন মসজিদ, মাদ্রাসা ও মাজার শরীফ, বসবাসের সকল স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ সকল স্থাপনা।
তারা আরো বলেন, ইসরায়েল আসলে যুদ্ধ করছেনা। ইসলায়েল দখল করছে। তারা যুদ্ধের সকল নিয়ম ও আইন ভঙ্গ করলেও মুসলিম বিশ্ব এখানো চুপচাপ রয়েছে। সেইসাথে মানবাধিকার সংস্থাগুলোও নিরব ভূমিকা পালন করছে। আর জাতি সংঘ সস্তা বিবৃতি দিয়ে নিজেদের নির্দোষ ভূমিকা পালন করছে। তারা সকলেই নিজেদের স্বার্থ দেখছে বলে উল্লেখ করেন তারা। তারা বলেন, মুসলিম বিশ্ব একত্রিতভাবে যদি ইসলায়েলের উপরে হামলা করে তাহলে ইসরায়েলকে এক ঘন্টার মধ্য ধুলিস্যাৎ করে দেয়া সম্ভব।
নেতৃবৃন্দ আরো বলেন, ইসরায়েলকে আমেরিকা ও ভারত সরাসরি সহযোগিতা করছে। এছাড়াও ভারতে মুসলিমদের উপরের চলছে নির্যাতন। এ অবস্থায় উপস্থিত নেতৃবৃন্দ বিশ্বের সকল মুসলিম দেশকে একত্রিত হওয়ার আহ্বান জানান। এছাড়াও ইসরায়েলী, আমেরিকান ও ভারতীও পন্য বর্জনসহ সকল প্রকার কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান তারা। সেইসাথে বাংলাদেশের সকল মসুলিম জনগণ ফিলিস্তিনির পাশে আছে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ। শেষে সভাপতি সবাইকে ধন্যাবাদ জানিয়ে কর্মসূচী শেষ করেন।
এমএসএম / এমএসএম
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা