অবৈধ ভাবে সরকারি গাছ কেটেও বহাল তবিয়তে প্রাণিসম্পদ কর্মকর্তা

সরকারি জমিতে থাকা গাছ কাটতে হলে স্থানীয় বন বিভাগ বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের অগ্রিম অনুমতির বিধান থাকা সত্ত্বেও টেন্ডার বা বন বিভাগের পরামর্শ ছাড়াই রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরের সরকারি গাছ কাটার অভিযোগ ওঠে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কেএম ইফতেখারুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৮মার্চ ২০২৫ইং দৈনিক "সকালের সময়“ পএিকায় শোভাবর্ধনের নামে সরকারি গাছ কাটলেন প্রাণিসম্পদ কর্মকর্তা” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
পরে ১৮/০৩/২০২৫ইং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন (এলডিডিপি) প্রকল্পের টাকা আত্মসাত ও অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগে তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে,এম ইফতেখারুলের অপসারণের দাবিতে মানববন্ধন করে এলডিডিপি প্রকল্পের উপকারভোগী পিজি গ্রুপের সদস্য ও স্থানীয়রা।
এ ঘটনায় নানা অনিয়ম ও দুর্নীতিতে অভিযুক্ত এই কর্মকর্তার অভিযোগ সংক্রান্ত বিষয় নিয়ে গত ১৯ মার্চ ২০২৫ইং রংপুর জেলার সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনকে তদন্ত কমিটির প্রধান করে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত হয়।
পরে ১০ এপ্রিল পূণঃতদন্তে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি নিশ্চিত করতে ডাঃ মোঃ রফিকুল আলম ডেপুটি চীফ ইপিডেমিওলজিস্ট রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা সকালের সময় প্রতিবেদককে অবগত করেন। যাহা সেদিন রাত ১১.৫৪ মিনিটে তদন্ত কমিটির প্রধান ডাঃ মোঃ রফিকুল আলম পূণঃতদন্ত স্থগিতও করেন।
এলডিডিপি প্রকল্পের উপকারভোগী ও স্থানীয়দের অভিযোগ, যেখানে অসুস্থ, শুকনো, রাস্তা কিংবা বিদ্যুতের তারের জন্য ঝুঁকিপূর্ণ ডাল কাটার ক্ষেত্রেও স্থানীয় বন বিভাগের অনুমতি নেওয়া প্রয়োজন। সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কেএম ইফতেখারুল ইসলাম সরকারি অফিস চত্বরের পরিবেশ বান্ধব এতোগুলো গাছ, বন বিভাগের অনুমোদন ছাড়াই অবৈধ ভাবে কেটেও কোন অজ্ঞাত ক্ষমতা বলে এখনো চাকুরীতে বহাল আছেন। অবৈধ ভাবে সরকারি গাছ কর্তন, এলডিডিপি প্রকল্পের উপকারভোগীদের টাকা আত্মসাতকারী দুর্নীতিবাজ এই কর্মকর্তাকে তারা অবিলম্বে দাপ্তরিক ভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন। তারা আরো বলেন, স্থানীয় প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের অকার্যকর পদক্ষেপের কারনে বিতর্কিত এই কর্মকর্তা রাষ্ট্রীয় সম্পদ হরন করেও স্ব-কর্মস্থলে বহাল আছে।
অনুসন্ধানে দেখা যায়, সংবাদ প্রকাশের পর অভিযুক্ত এই প্রাণিসম্পদ কর্মকর্তা কেএম ইফতেখারুল ইসলাম তারাগঞ্জ উপজেলা বন কর্মকর্তার কাছে ব্যাকডেটে গাছ কাটার অনুমোদন পত্র চেয়েছিলেন। উপজেলা বন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান খাঁন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, চাকুরীবিধি ও নৈতিক মূল্যবোধ থেকে ব্যাকডেটে গাছ কাটার অনুমোদন দিতে অস্বীকার করেছেন বলে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ভরযোগ্য সূত্রমতে, প্রাণিসম্পদ কর্মকর্তা কেএম ইফতেখারুল ইসলাম তার অফিস চত্বরে থাকা গাছ অবৈধ ভাবে কর্তন ও এলডিডিপি প্রকল্পের উপকারভোগীদের অর্থ আত্মসাতের ঘটনা, বিভিন্ন মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়াও তিনি সরকারি গাছ কাটার প্রমাণ লোপাট করতে কর্তনকৃত গাছের গোড়ার অবশিষ্ট দৃশ্যমান অংশ স্বমূলে তুলে ফেলেছেন এবং আর্থিক দুর্নীতি ঢাকতে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর পিজি গ্রুপের নিয়মিত মাসিক সভায় (১২/০২/২৫ইং)-এর সদস্য হাজিরা স্বাক্ষর (১৫/০৪/২৫ইং) ব্যাকডেটে নেওয়ার চেষ্টা করেছেন বলে প্রমাণ রয়েছে।
তথ্য বলছে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অবৈধ ভাবে সরকারি গাছকাটা, এলডিডিপি প্রকল্পের টাকা আত্মসাতে সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি সংশ্লিষ্ট দপ্তরে।
এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান বলেন, শোনেন আমি একটা ডিপার্টমেন্টের হেড, তাই না! আমরা বিষয়টা জানি পরিচালকে বলা হয়েছে বিষয়টা আপনিও জানেন। ওখানে লোকাল প্রশাসন আছে প্রশাসনের সাথে ডাইরেক্টর এডমিনের কথা হয়েছে। বিষয়টা আমরা দেখছি ভাই একটু অপেক্ষা করেন। গাছ কর্তন প্রসঙ্গে তিনি বলেন, ভাই ওখানে তো ৮/১০টা গাছই ছিল না, আপনি কোথায় থেকে ৮/১০ টা গাছ পেলেন। আপনারা রিপোর্ট করেন একটু দেখেশুনে করবেন। মহাপরিচালককে গাছ কাটার প্রমাণ পাঠাতে চাইলে বলেন, প্রমাণ তো আপনার কাছে থাকবেই।
উল্লেখ্য যে- অবৈধভাবে ৮/১০টির বেশি গাছ কাটার পরও তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরের মূল ফটক ও মূল ভবনের পিছনে এখনো বিভিন্ন প্রজাতির প্রায় ৫০টি গাছ রয়েছে।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
