ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

পেকুয়ায় থানায় মামলা হলেই আসামী হয় তারা

সন্ত্রাস ও পুলিশের যোগসাজশে নিঃস্ব একটি পরিবার


শাহেদ ফেরদৌস হিরু photo শাহেদ ফেরদৌস হিরু
প্রকাশিত: ২২-৪-২০২৫ বিকাল ৫:৪৪

পেকুয়ায় জমি দখলে নিতে না পেরে জমির ওয়ারিশদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও কয়েকমাসের ব্যাবধানে পাঁচটি মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও পেকুয়া থানার ওসির বিরুদ্ধে। 


জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর মোঃ ইসমাইলের পরিবারের সাথে বিরোধপূর্ণ জমি দখলে নিতে মারিয়া হয়ে উঠেন উজানটিয়া ইউনিয়ন মালেক পাড়া এলাকার বিএনপি নেতা ফরহাদ ইকবাল, আরিফ আহমদ ও নবাব শরীফের নেতৃত্বে একটি গ্রুপ। এরপর নিজেদের জমি রক্ষার্থে আদালতে একটি মামলা দায়ের করেন একই ইউনিয়নের রুপালি বাজারপাড়া এলাকার মোঃ ইসমাইলের পরিবার। 

অভিযোগ আছে, আদালত থেকে মামলা তুলে নিতে ইসমাইলের পরিবারের উপর দফায় দফায় হামলা চালান বিএনপি নেতা ফরহাদ ইকবাল। সর্বশেষ আদালত থেকে ফরহাদ ইকবালকে নিষেধাজ্ঞার চিঠি পাঠালে আদালতের নির্দেশ অমান্য করে গত ২৪ মার্চ বিএনপি নেতা ফরহাদ ইকবাল, আরিফ আহমদ ও নবাব শরীফের নেতৃত্বে বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালায় ইসমাইলের পরিবারের উপর। বসতভিটা দখলে নিতে এলোপাথাড়ি গুলিও ছোড়া হয়। এ ঘটনায় নারী সহ ৬ জন গুলিবিদ্ধ হয় এবং দশজন আহত হয়। গুলি করার পরেও জমি দখলে নিতে না পেরে পুড়িয়ে দেওয়া হয় ইসমাইলের পরিবারের বসতবাড়ি।

এ ঘটনায় মোঃ ইসমাইল বাদী হয়ে হামলায় জড়িত ২৬ জনের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় দুইজনকে গ্রেফতার করা হলেও হামলার মূল হোতা বিএনপি নেতা ও অস্ত্রধারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের পুলিশ গ্রেফতার করছেনা বলে অভিযোগ তুলেছেন মামলার বাদী। 

এদিকে দিন দুপুরে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় আসামীদের গ্রেফতার না করায় বিভিন্ন মাধ্যমে আসামীরা মামলার বাদী ও তার পরিবারকে মেরে ফেলা ও গুম করার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ তুলেছেন ইসমাইলের পরিবার।

অন্যদিকে হামলার ঘটনায় মামলা দায়েরের ১২দিন পর বিএনপি নেতা ও ওসির সহযোগীতায় ২৬নং আসামী মোঃ তারেক ওই ঘটনার মামলার আসামী হওয়া স্বত্তেও পেকুয়া থানায় গিয়ে মামলার ১৫নং আসামী অস্ত্রধারী আলমগীরকে হামলার অভিযোগ এনে উল্টো ইসমাইলের পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা মামলা করার অভিযোগও তুলেছেন তারা।

মামলার আসামী মোঃ তারেকের করা মামলায় ১নং আসামী করা হয় ওয়াজ উদ্দিনকে।  রুপালী বাজার পাড়া জামে মসজিদের ইমাম ও কমিটির সদস্যরা জানান, ওই মিথ্যা মামলায় যে সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ে ওয়াজ উদ্দিন মসজিতে এতাকাফ অবস্থায় ছিলেন। মামলার ৩নং আসামী মিনহাজ উদ্দিন বলেন, আমাদের বাড়ির লোকজনের উপর যখন গুলি বর্ষণ হয় তখন আমি কক্সবাজার ব্রাক অফিসে কর্মরত। হামলার খবর পেয়ে নিজের মোবাইলে লাইভ করে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যার প্রমাণ আমার মোবাইলে রয়েছে। মামলার আরেক আসামী মোঃ ইসমাইল বলেন, ঘটনার সময় আমি পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলাম। আমার অনেক সহকর্মী তার স্বাক্ষী। মামলার ৪নং আসামী করা হয় বৃদ্ধ আবুল কালামকে। ভিডিওতে দেখা যায়, ওই বৃদ্ধকে বন্দুক দিয়ে মারতে মারতে নিয়ে যায় হামলাকারীরা। অথচ তাকেও পাল্টা মামলার আসামী করায় করায় ক্ষোভ প্রকাশ করেছে ভূক্তভোগীরা।

ভুক্তভোগী মোঃ ইসমাইল জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি একটি ফরহাদ ইকবাল সহ একটি গ্রুপ জোরপূর্বক দখলের পায়তারা চালিয়ে আসছিল। এসব জায়গায় তাদের অন্তত ১০টি পরিবারের বসবাস। বিএনপি নেতা ফরহাদ ইকবাল একাধিকবার এই জমি দখলের চেষ্টা করে দখলে নিতে না পেরে ক্ষোভে তাদের পরিবারের সদস্যদেরকে গত দুই মাসের ব্যাবধানে পেকুয়া থানায় চুরি, ডাকাতি, মারামারি, চাদাবাজিসহ ৫টি মামলায় আসামী করিয়েছে। 

ভূক্তভোগী পরিবারের সদস্য মিনহাজ উদ্দিন জানান, অস্ত্র নিয়ে আলমগীর প্রকাশ্যে গুলি চালিয়েছে আমার পরিবারের উপর। তার ভিডিও মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসী দেখেছে। এ ঘটনায় আমরা পেকুয়া থানায় মামলাও করেছি। তবে দুঃখের বিষয় ঘটনার ১২দিন পর হামলাকারীরা উপজেলা বিএনপির এক প্রভাবশালী নেতার মাধ্যমে ওসিকে ম্যানেজ করে আমাদের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেছে। এ নিয়ে ৫টি মামলায় আমাদেরকে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চট্টগ্রাম ডিআইজি ও কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ করেও কোন সুরাহা পায়নি। অভিযোগের পর উল্টো আরো ১টি মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয় আমাদের। শুধু তাই নয় আমাদের মামলা তুলে নিতে হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

তিনি জানান, জমির দখল ছেড়ে দিতে প্রভাবশালী এক বিএনপি নেতা ও ওসির মাধ্যমে আমাদের পরিবারের উপর গত ১৭ ডিসেম্বর একটি ডাকাতির মামলা দায়ের করেন পেকুয়া থানায়। যার মামলা নং ১৮/১২/২৪২। গত ১০ জানুয়ারী আওয়ামীলীগের দোসর বানিয়ে আরেকটি রাজনৈতিক মামলা দায়ের করেন। যার মামলা নং যার মামলা নং-০২/২৫।

গত ২৮ জানুয়ারী আরেকটি হামলা ও চাঁদাবাজির অভিযোগ এনে চকরিয়া আদালতে মামলা দায়ের করেন। গত ১০ ফেব্রুয়ারী আরেকটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৪/২৫। দুইজন মামলার বাদীর অডিও ও ভিডিও রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে, রেকর্ড যাচাই-বাছাই করে দেখা যায় দুইজন মামলার বাদী জানেনই না যে ইসমাইলের পরিবারের সদস্যদের আসামী করা হয়েছে। একজন বলেছেন আমি ৪ জনের নামে এজাহার জমা দিয়েছি। পরদিন দেখি ওই মামলায় ১৬ জন আসামী। মামলার আরেক বাদী বলেন, মামলা করেছি উপজেলা বিএনপির সভাপতির নির্দেশে। এখানে কাকে আসামী করা হয়েছে আমি জানিনা। এটি সম্পূর্ণ দলীয় স্বর্থে করা হয়েছে।

এক পরিবারের বিরুদ্ধে কয়েকমাসের ব্যাবধানে ৫টি মামলার বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান,

যে কেউ মামলা দিলে আমরা তো না বলতে পারি না। মামলা নিলেও আমরা তো তাদের কাউকে গ্রেফতার করিনি। তাছাড়া এগুলো তো পুলিশ বাদী মামলা না। কেউ এসে যদি তাদের বিরুদ্ধে মামলার এজাহার জমা দেয় আমরা তো বাদ দিতে বলতে পারি না। তবে আমরা তদন্ত করে সত্যতা না পেলে তাদেরকে বাদ দিতে পারব।

সর্বশেষ প্রকাশ্যে গুলাগুলির ঘটনায় উল্টো ভূক্তভোগীদের বিরুদ্ধে মামলা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের একটি গ্রুপ ডিআইজি স্যারের ওখানে গেছে ডিআইজি স্যার আমাকে পাল্টা মামলা নিতে বলেছেন। তদন্ত সাপেক্ষে নিরাপরাধ আসামীদের বাদ দেওয়া হবে। তদন্ত ছাড়া কিভাবে মামলা নেওয়া হয়েছে জানতে চাইলে ওসি বলেন, তদন্ত করে কিভাবে মামলা নিব, মামলা নেওয়ার পরেই তো তদন্ত হবে। কেউ মামলা এজাহার দিলে আমার কি করার আছে। আমরা মামলা নেওয়ার পর তদন্ত সাপেক্ষে বাদ দিতে পারি।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন বলেন, আমাদের পুলিশ যদি মামলা নেওয়ার ক্ষেত্রে কোন অন্যায় করে থাকে তাহলে তদন্তের মাধ্যমে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ভূক্তভোগীদের বিরুদ্ধে পাল্টা মামলা নিতে নির্দেশ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবিব পলাশ বলেন, আমার ঠিক মনে পড়ছে না। আমি খবর নিয়ে দেখতেছি। তাছাড়া মামলা হলেও তদন্তে নিরপরাধ প্রমাণিত হলে বাদ দেওয়া যাবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

‎পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

‎সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার