ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

‘সমলয়’ পদ্ধতিতে চাষ: কৃষিতে নতুন সম্ভাবনা


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ১:৪৪

প্রতি বছর বোরো মৌসুমে ধান রোপণ করতে ও কাটতে শ্রমিক সংকটে পড়েন শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার কৃষকরা। দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যায়না। অনেকে পরিবারের লোকজন নিয়ে ধান কাটতে বাধ্য হন। অনেককে আবার বাড়তি পারিশ্রমিক দিয়ে ধান কেটে ঘরে তুলতে হয়। এর ফলে বেড়ে যায় উৎপাদন খরচ, পড়তে হয় লোকসানের মুখে। তবে ধান চাষ আধুনিকায়ন করার লক্ষে কৃষকদের এমন লোকসান ও শ্রমিক সংকট থেকে পরিত্রাণ পেতে আশা জাগাচ্ছে সমলয় চাষাবাদ পদ্ধতি- এমনটাই জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চাষাবাদের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে উন্নত কৃষি ব্যবস্থাপনা ও কৃষি প্রযুক্তি। কৃষিতে এমনই এক আশীর্বাদের নাম হলো ‘সমলয় চাষাবাদ পদ্ধতি’। সারিবদ্ধভাবে ট্রেতে সাজানো ধানের কচি চারা, দেখতে অনেকটা সবুজ কার্পেটের মতো মনে হলেও আসলে তা নয়। প্রচলিত পদ্ধতিতে বীজতলা তৈরি ও চারা রোপণ না করে এ পদ্ধতিতে প্লাস্টিকের ট্রেতে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হয় ধানের বীজ। এতে ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা মাঠে লাগানোর উপযোগী হয়ে যায়।

সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল জাত ব্যবহার, ট্রে-তে বীজ বপন, কম বয়সের চারা রোপণ, চারা রোপণে রাইস ট্রান্সপ্ল্যান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, ধান কাটায় কম্বাইনড হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ কমানো ও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে ধান কাটার সময় কৃষি শ্রমিকের সংকটের সমাধানে 'সমলয়' চাষাবাদ উজ্জ্বল দৃষ্টান্ত।

উপজেলার রাজনগর ইউনিয়নের পূর্ব রাজনগর এলাকার ৬০-৬৫ জন পাহাড়ি কৃষক তাদের ৫০ একর জমিতে চাষাবাদের জন্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পূর্নবাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে বোরো ধানের “সমলয়” চাষাবাদ পদ্ধতি গ্রহণ করেছে।

রাজনগর এলাকার কৃষক আবুল কালাম, আবু তালেব ও জ্যোতিভূষণ বর্মণসহ কয়েকজন কৃষকের ভাষ্য, শ্রমিক স্বল্পতার কারণে সমলয় চাষাবাদের মাধ্যমে মেশিনের সাহায্যে জমিতে ধানের চারা রোপন করেছি। এতে শ্রমিক খরচ ও সময় সাশ্রয় হয়েছে। এ পদ্ধতি ব্যবহার করায় অনেক উপকৃত হয়েছি।

একই এলাকার অপর কৃষক রাখাল চন্দ্র বর্মণ বলেন, বোরো ধান চাষাবাদে এর আগে কখনো আধুনিক যন্ত্রের মাধ্যমে ট্রে-তে ধানের চারা উৎপাদন করিনি। প্রথমবারের মতো এমন পদ্ধতিতে ধানের বীজতলা করেছি। মেশিনের সাহায্যে চারা রোপণ করেছি। রাসায়নিক সার কম ব্যবহার করা হয়েছে। আশা করছি ফলনও ভালো পাওয়া যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ বলেন, সমলয় পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে কৃষকের যে শ্রম ও শ্রমিক খরচ, তা কমে যাবে। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে তারা চাষাবাদ করবেন। ধান কাটার সময় কম্বাইন্ড হার্ভেস্টার ব্যবহারের দ্রুত কাটা ও মাড়াই করতে পারবেন। এতে কৃষকের শ্রমিক সংকট কেটে যাবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১