ঢাকা বৃহষ্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

সাত বছর পর রায় আজ

মঞ্জুর মামলায় নির্বাচনী সুশাসনের প্রশ্ন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ১:৪৪

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্র দখল, ভোট কারচুপি, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু আদালতে মামলা দায়ের কারন। দীর্ঘ প্রায় সাত বছর পর আদালত আজ এ মামলার রায় দিবে।

জানা যায়, খুলনা সিটি কর্পোরেশনের ২০১৮ সালের ১৫ মে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর বিপক্ষে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। কিন্তু কেন্দ্র দখল, ভোট কারচুপি, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেন  তিনি।  নির্বাচনে এমন কর্মকাণ্ডের বিচার পেতে নজরুল ইসলাম মঞ্জু আদালতে দায়ের করেন মামলা। আর সেই মামলার রায় দিবে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) । 

তবে এ মামলার বিবাদী নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে পলাতক। এদিকে, বিবাদীরা আদালতে হাজির না হলে রায় হবে একতরফা বলে জানানো হয়েছে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে।

ঘটনা সূত্রে, ২০১৮ সালের ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রার্থী হিসেবে মেয়র পদে অংশ নেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। ওই নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রার্থী ছিলেন তালুকদার আব্দুল খালেক। নির্বাচনের দিন ভোট শুরু হওয়ার পরপরই সকল ভোট কেন্দ্র দখল করে নেয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা। প্রতিপক্ষের এজেন্ট বের করে দেওয়া, দল বেঁধে বুথে ঢুকে ব্যালটে সিল মারা, বাবার সঙ্গে শিশুর ভোট দেওয়া, দল বেঁধে জাল ভোট দেওয়া, ভোটারদের প্রকাশ্যে ব্যালটে সিল মারতে বাধ্য করা এবং দুপুরের আগেই ব্যালট শেষ হওয়াসহ নানা ঘটনা ঘটে এ নির্বাচনে। সাধারণ ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধাসহ ব্যাপক কারচুপির অভিযোগ এনে ওইদিন দুপুরের আগেই বিএনপি’র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ভোট বর্জনের ঘোষণা দেন।
এরপর ভোটে এমন অনিয়ম দুর্নীতি করার প্রতিবাদে সঠিক বিচার পাওয়ার আশায়  খুলনার যুগ্ম-জেলা জজ ১ম আদালত (নির্বাচনী ট্রাইব্যুনালে) মামলা দায়ের করেন।
মামলা সূত্রে, নজরুল ইসলাম মঞ্জুর দায়ের করা মামলায় বিবাদী করা হয় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা কেসিসি নির্বাচন-২০১৮, আওয়ামী লীগের নৌকা প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির লাঙ্গল প্রার্থী এস এম শফিকুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রার্থী মিজানুর রহমান বাবু এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী মো. মুজাম্মিল হককে।
এদিকে, মামলার বিবাদীদেরকে আদালতের পক্ষ থেকে কয়েক দফা সমন প্রেরণ করা হলেও তারা হাজির হননি আদালতে। এরপর খুলনার যুগ্ম-জেলা জজ ১ম আদালত গত ৮ এপ্রিল (মঙ্গলবার) পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিবাদীদের বিরুদ্ধে বিকল্প পদ্ধতিতে সমন জারি করেন। যেখানে  ২৪ এপ্রিল বিবাদীদের সশরীরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়। জারি করা সমনে আদালত স্পষ্ট করে বলেছেন যে, নির্ধারিত তারিখে হাজির হয়ে জবাব প্রদানে ব্যর্থ হলে বিবাদীদের বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
খোজ নিয়ে জানা যায়, নজরুল ইসলাম মঞ্জুট দায়ের করা মামলার বিবাদী খুলনা নগর আওয়ামীলীগের  সভাপতি তালুকদার আব্দুল খালেক বর্তমানে পলাতক। আর আওয়ামীলীগ ক্ষমতা থাকাকালীন সময়ে অন্যান্য বিবাদীরা আদালতে কখনো উপস্থিত হননি। এরপর একাধিকবার সমন জারি করা হলেও বিবাদীরা আদালতে হাজির হননি।

এ বিষয়ে নজরুল ইসলাম মঞ্জু জানান, আমি  আশাবাদী বিজ্ঞ আদালত সঠিক বিচার করবেন। নজরুল ইসলাম মঞ্জুর আইনজীবী অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা জানান, পতিত আওয়ামীলীগ সরকার বিচার বিভাগকে শেখ হাসিনার দাসে পরিণত করেছিল। যে কারণে মানুষ ন্যায় বিচার পায়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সবাই ন্যায় বিচার পাচ্ছেন। আমরা আশা করি ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবার ন্যায় বিচার পাবেন। চট্টগ্রাম ও ঢাকায় ধানের শীষের দুই প্রার্থীকে আদালত বিজয় ঘোষণা করেছে। এই দুটি রেফারেন্স এর ভিত্তিতে আমরা মনে করি আমাদের প্রার্থীকেও জয়ী ঘোষণা করা হবে।

উল্লেখ্য, নজরুল ইসলাম মঞ্জু  ১৬ বছর সাধারণ সম্পাদক ও ১২ বছর ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি। ২০০৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে খুলনা-২ থেকে সংসদে নি

এমএসএম / এমএসএম

পিরোজপুরে পিডিবিএফ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ সহ নানা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন

পাঁচ বছরের সংসারে বিরোধ, স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু হলেও হাসপাতালে চিকিৎসারত স্বামী

আজ সলঙ্গা গণহত্যা দিবস

বড়লেখায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান

ধান-চাল ক্রয়ে মধ্যস্বত্তভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে: খাদ্য ও ভূমি উপদেষ্টা

কমলগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন

সুবর্ণচরে বিকাশ ব্যাবসায়ীর ওপর হামলাকারিদের বিচারের দাবীতে মানববন্ধন

মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ধর্ষক পিতা

গাইবান্ধায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির সাথে সম্পৃক্ততা!

নেত্রকোনায় স্কুলছাত্রীকে উত্যক্ত ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

ত্রিশাল বাসস্ট্যান্ডের যানযট নিরসনে শ্রমিকদের মাঝে মাইক ও স্বেচ্ছাসেবী জ্যাকেট বিতরণ

সন্দ্বীপ চ্যানেলে সাত নাবিক সহ ডুবে যাওয়া বাল্কহেড থেকে সকলকে জিবিত উদ্ধার করেছে একটি সার্ভিস বোট

ভূরুঙ্গামারীতে তিন বছরে ঠিকাদারি প্রতিষ্ঠান এক ইঞ্চি বাঁধ নির্মাণ করতে পারেনি