ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

চবিতে ১০ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৪-২০২৫ দুপুর ২:১৯

মানসিক চাপ দূর করে ব্যক্তি জীবনে আনন্দ ফিরিয়ে আনার লক্ষ্যে 'রান বিয়োন্ড স্ট্রেস, রান টুওয়ার্ডস হ্যাপিনেস’ স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১০ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ৬ শতাধিক রানার অংশ নেয়।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়। 

এই ম্যারাথন ১৬ ঊর্ধ্ব যেকোন নারী পুরুষের জন্য উন্মুক্ত ছিল। দৌড় সম্পন্ন করতে সময় বরাদ্দ ছিল ২ ঘণ্টা। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রুটে গিয়ে পুনরায় কেন্দ্রীয় খেলার মাঠে এসে এই ম্যারাথন শেষ হয়।

প্রতিযোগীদের জন্য ছিল টি-শার্ট, হাইড্রেশন ও মেডিকেল সাপোর্ট এবং নির্ধারিত সময়ের মধ্যে দৌড় সম্পন্নকারীদের জন্য ছিল মেডেল ও সার্টিফিকেট। ৫০ বছর ও তদূর্ধ্ব ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে দেয়া হয় সম্মাননা স্মারক।

সেইভ ট্রিস, প্রিজার্ভ ওয়াইল্ড লাইফ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো সিইউ রানার্স এই উদ্যোগ গ্রহণ করে। ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব হ্যাপিনেস ও অডিসি কুইস্ট এ প্রতিযোগিতার আয়োজন করে। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়া এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল।

ম্যারাথনে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফরমান উল্লাহ শাকিল বলেন, আমি প্রথমবারের মতো এমন কোনো ইভেন্টে অংশ নিয়েছি। খুবই ভালো লাগছে। এমন ইভেন্ট শিক্ষার্থীদের জন্য আরও প্রয়োজন বলে মনে করছি।

আয়োজক ফারজানা আক্তার বলেন, এখন দিনকে দিন ক্যাম্পাস থেকে বন্য প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। পাহাড় থেকে গাছ কেটে ফেলা হচ্ছে। এই ম্যারাথনের উদ্দেশ্য হচ্ছে পরিবেশ ও বন্য প্রাণী সম্পর্কে মানুষকে সচেতন করা।

প্রসঙ্গত, স্কুল অব হ্যাপিনেস হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক প্লাটফর্ম, যা ক্যারিয়ার কাউন্সেলিং ও শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে দা অডিসি কুইস্ট নিয়মিতভাবে দৌড়, সাঁতার ও সাইক্লিংসহ বিভিন্ন ফিটনেস ইভেন্ট আয়োজন করে থাকে।

এমএসএম / এমএসএম

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

জ্ঞানার্জন করো কিন্তু জ্ঞানপাপী হইও না: বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম

কর্মক্ষেত্রের দাবিতে ইবি লোক প্রশাসন বিভাগের মানববন্ধন