ছাত্রদলের দুর্নীতি ফাঁস করায় জাবি সাংবাদিক হুমকির মুখে, কোথায় গণমাধ্যমের স্বাধীনতা?
ছাত্রদলের হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন কর্মসূচি স্থগিত হওয়ার পেছনে আওয়ামী এমপিকে পুনর্বাসন, ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব, আর্থিক লেনদেনে অসচ্ছতাসহ এমন কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় হুমকি ও চাপের মুখে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিক সৈকত ইসলাম।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাগোনিউজ২৪.কম-এ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই তিনি পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানিয়েছেন।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস-বি ভ্যাকসিন কর্মসূচির আয়োজন করেছিল। তবে ওই কর্মসূচির পেছনে এক সাবেক আওয়ামী লীগ এমপির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়ার বিষয়টি উঠে আসে। পরে অর্থের ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল তৈরি হয় এবং কর্মসূচি হঠাৎ স্থগিত করা হয়।
সৈকতের অভিযোগ, প্রতিবেদন প্রকাশের পর থেকে ‘সময়ের আলো’ পত্রিকার স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ তাকে একাধিকবার ফোন করে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাসির উদ্দীনের পক্ষে জেরা করেন এবং একপর্যায়ে রিট করে দেওয়ার হুমকি দেন। তিনি বলেন, “আমি যখন জানতে চাইলাম, আপনি নাসিরের হয়ে কেন ফোন দিচ্ছেন, তখন তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।”
এরপর তিনি জানতে পারেন, ‘জাগোনিউজ’ ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়েছে। সৈকতের ভাষ্য, “নিউজটি সরিয়ে নেওয়া এবং আমাকে যেভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে, তা স্বাধীন সাংবাদিকতার জন্য ভয়াবহ হুমকি।”
এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “এমতাবস্থায় আমি পেশাগত এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত আছি। আমি আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।”
এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ ক্যাম্পাসের সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সত্য প্রকাশ করায় একজন রিপোর্টারকে হুমকি দেওয়া এবং প্রতিবেদন মুছে ফেলা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। ছাত্র রাজনীতির নামে এ ধরনের দুর্নীতি ও চাপ প্রয়োগ বন্ধ না হলে ভবিষ্যতে সত্য লেখার পথ আরও সংকুচিত হয়ে পড়বে।
এমএসএম / এমএসএম
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা