ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বড় ভাইয়ের কু প্ররোচনায় সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৯-৪-২০২৫ বিকাল ৫:৪০

সাবেক নৌকর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে তার ভাইয়ের তালাক প্রাপ্তা সাবেক স্ত্রী জান্নাতি খাতুন মিতুকে ব্যবহার করে সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগি আব্দুল্লাহ আল মামুন এ ঘটনায় মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার প্রায় সাড়ে তিন বছর আগের তালাকপ্রাপ্তা, মামলাবাজ স্ত্রী আমার ও আমার পরিবারের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি সংবাদ সম্মেলন করে। স্পষ্টতো আমাদের প্রোপার্টি রিলেটেড পারিবারিক বিবাদের জের ধরে আমার বড় ভাই আব্দুল্লাহ আল মাসুদের প্ররোচনায় আমার তালাকপ্রাপ্তা, মামলাবাজ, পরসম্পদ লোভী সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতু এই সংবাদ সম্মেলনটি করে। আমি তার প্রত্যেকটা কথা আজ ডকুমেন্টস সহকারে মিথ্যা প্রমাণ করব।জান্নাতি খাতুন মিতু খালিসপুর হাউজিং সোসাইটিতে বসবাস করে, তারা বাবার নাম মইনুল ইসলাম। খুলনা রেলওয়ে মার্কেটে তার একটি ইলেক্ট্রনিক এর দোকান ছিল। সেখানে সে দোকানদারী করতো। ২০০৮ সালে পারিবারিক ভাবে আমি তাকে বিয়ে করি। বিয়ের শুরু থেকেই উগ্র, উশৃংখল এবং অবাধ্যতার কারণে পারিবারিক অশান্তি লেগে ছিল। ২০১৭ সালে আমি তাকে তালাক প্রদান করি। পরে পারিবারিক ভাবে মিমাংসা হলে আমি তালাক বাতিল করি। কিছুদিন পর তার আবার উগ্র আচরন শুরু হয়। সে আমার বাড়ি থেকে উশৃংখলতা করে তার বাবার বাড়ি খালিসপুর চলে যায়।বাবার বাড়ীতে ইয়াবা ব্যবসায়ি আপন চাচার সাথে বসবাস শুরু করে। বাবার বাড়িতে বসে আমার নামে যৌতুকের ০৩ (তিন) ধারার মিথ্যা মামলা দায়ের করে। মামলাটি পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। এই মামলা চলাকালিন বিজ্ঞ আদালত তাকে মামলা প্রত্যাহার করে সংসার করার জন্য ঘরে উঠতে বলে। সে আদালত থেকে বের হয়ে এসে আমার ও আমার বড় ভাইয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ১১ এর (গ) ধারায় আরেকটি মিথ্যা মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত তার আদেশে স্পষ্ট লিখে দেয় এই মামলা চলাকালীন আরেকটি মামলা করায় আপোষ মিমাংশা সম্ভব নয়। অতঃপর আমি তাকে বাধ্য হয়ে তালাক প্রদান করি। তিন মাস পর তা কার্যকরী হয়। নারী ও শিশু নির্যাতন মামলাটি পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। অতঃপর সে দেনমোহর ও খোরপোশ এর মামলা দায়ের করে। মামলাটি চলমান। মামলা গুলো পরিচালনা কালে আমি আর চাকুরি কন্টিনিউ করতে পারি নাই এবং অর্থনৈতিক ভাবে বিপযন্ত হয়ে পড়ি। মামলার রায়গুলো আমি উপস্থাপন করলাম।সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন, যে স্ত্রীকে আমি সাড়ে তিন বছর আগে তালাক দিয়েছি আমার পরিবার নিয়ে তার এত মাথাব্যথা কেন? সে আমার বোন সম্পর্কে মিথ্যাচার করছে। আমার বোন বর্তমানে উপ—সচিব পর্যায়ে কর্মরত। তার স্বামী নুরুল করিম ভুইয়াও উপ—সচিব পদে কর্মরত। আমার বোন সম্পর্কে এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে মিথ্যাচার করছে সে। তারা দুজনেই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হওয়ায় শশুরালয়ে আধিপত্য বিস্তারটি সম্পূর্ণ মিথ্যা।সারাদেশে ডিসি মহোদয়গনের নিয়োগের যে বিষয়টি মিথ্যাবাদি জান্নাতি খাতুন উপস্থাপন করেছে আমি তার তিব্র নিন্দা জানাই। উনি যদি এটির মাস্টারমাইন্ড হতো তাহলে তো উনি নিজেই ডিসি হয়ে যেতে পারতেন। বর্তমানে তিনি পরিসংখ্যান ব্যুরোর দায়িত্বে আছেন। মূলত আমার বড় ভাই আব্দুল্লাহ আল মাসুদের প্ররোচনায় আমার তালাকপ্রাপ্তা, মামলাবাজ, পরসম্পদ লোভী সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতু এসব মিথ্যাচার করছে।আমি যদি পরনারীতে আসক্ত হই তাহলে সে তালাক দেওয়ার পরেও আবার কেন আমার সংসারে আসলো?আমার ২০২১ সালের বিয়ের যে কথা উল্লেখ করেছেন তা সম্পুর্ন মিথ্যা ও কাল্পনিক। আমার বর্তমান স্ত্রীর সাথে আমার ভগ্নিপতির কোনো সম্পর্ক/আত্তিয়তা নেই। বাচ্চাদেরকে সে নিজের হাতে নিয়ে ব্যবহার করতো এবং এখোনো করছে। তার এই নোংরা মন—মানসিকতার কারণে বাচ্চাদের সাথে আমার দূরত্ব সৃষ্টি হচ্ছে। বাচ্চাদের দিয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদান করায় আমার সন্তান কখোনই প্রয়োজন ছাড়াই আমার কাছে আসতে চাইত না, তাদের মা ছোটবেলা থেকে এমন করেই বড় করেছে।আমার নামে মিথ্যা ফৌজদারী মামলা দাখিলের পর হতে আমার কর্মক্ষেত্রে অর্থাৎ বিদেশে যাওয়া বন্ধ হয়ে যায়। বর্তমানে আমি সাধামাঠা জীবন যাপন করি।আমার তালাকপ্রাপ্তা, মামলাবাজ, উগ্র, উশৃংখল সাবেক স্ত্রীর মিথ্যা তথ্যের দাবিতে দাখিল করা দেনমোহর খোরপোষ আদায়ের মামলায় গত ইংরেজি ১১/১১/২৪ তারিখে বিবাদী অথার্ৎ আমার পক্ষের জেরার উত্তর সঠিকভাবে প্রদান করতে না পারায় এবং নিজের মামলা প্রমাণের ব্যর্থতার ধারণায় দিশেহারা হয়ে পড়ে এবং আমার বড় ভাই কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ এর সঙ্গে শলা পরামর্শ করে ষড়যন্ত্র করে পরবর্তী দিন ১২/১১/২৪ তারিখে আমার বাস গৃহে উপস্থিত হয়ে ব্যাপক ভাংচুর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। সম্পুর্ণ ঘটনাটি সিসি ক্যামেরায় সংরক্ষিত। আদালতে সিডি আকারে পেশ করেছি। আমার কাছেও সংরক্ষিত আছে। উক্ত ঘটনার জেরে আমার বড় ভাই আব্দুল্লাহ আল মাসুদ এর অর্থায়ন ও পরামর্শে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক ২০(১১)২৪ (খুলনা) নং মামলা দাখিল করে।পরবর্তীতে আমার চিকিৎসাধিন মা হোসনেয়ারা বেগম এর নিকট আমি আব্দুল্লাহ আল মামুন ঢাকায় গেলে প্রচন্ড উগ্র উশৃঙ্খল জান্নাতি খাতুন পর পুরুষ নিয়ে ১৭ই নভেম্বর, ২০২৪ইং তারিখে মিথ্যা অপহরণের নাটক সাজিয়ে আমার দারোয়ান, ছোট চাচাতো ভাই পিয়াসকে মারধর করে। আব্দুল্লাহ আল মাসুদ, জান্নাতি খাতুন তার ভাই রাইসুল ইসলাম অনিক সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন সন্ত্রাসী আমার বাসায় আক্রমণ করে আমার ছোট ভাই পিয়াস ও দারোয়ানকে বেধড়ক মারধোর করে। মূলত পিয়াস হোসেন জালিয়াতি মামলার স্বাক্ষী থাকার কারনে জেল হাজত থেকে জামিনে ছাড়া পেয়ে আমার বড় ভাই মাসুদ পরিকল্পনা করে  নিজ হাতে পিয়াসকে মারপিট করে জখম করে। এই ঘটনাটি ঘটনোর জন্য বাড়ির সমস্ত সিসি ক্যামেরা খুলে ফেলে। বিষয়টি আমরা থানায় উপস্থাপন করেছি। সেনাবাহিনীকে মিথ্যা সংবাদ দিয়ে আমার বাড়িতে যায়। অবৈধ ভাবে আমার ঘরে প্রবেশ করে। অত:পর ব্যাংকের চেক বই, মূল্যবান ইলেকট্রনিক্স, নগদ টাকা, পাসপোর্ট, স্বর্ণাংকার, ব্যাকের এটিএম কার্ড চুরি করে। আমি আদালতে মামলা করেছি, যাহার নম্বর— সি আর ১৫৬৪/২৪। মামলাটি সি.আই.ডি. তদন্ত করছেন। উক্ত মামলাটি থানা পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪৪৮/৩২৪/৩৮০/৫০৬ ধারায় অভিযোগপত্র দাখিল করে। মামলাটি এখন বিচারাধীন রয়েছে।এর আগে আমার সন্তানরা কখোনোই আমার বাড়িতে আসেনি। এটি আমার সিসি ক্যামেরায় সংরক্ষিত আছে। একজন তালাকপ্রাপ্তা স্ত্রী স্বামীর বাড়িতে প্রবেশ আইনগত দন্ডনীয়। আমার বড় ভাইয়ের দ্বিতীয় স্ত্রী ফারা আজাদের সহায়তায় তারা এই কাজটি করে। পরবর্তীতে খুলনা থানার ওসি সাহেবের সামনে আমি সব প্রমাণাদি উপস্থাপন করলে ওসি সাহেব আমার মামলাটি নিতে রাজি হয়। মামলা নং— ১৭(১১)২০২৪ (খুলনা)। পরবর্তীতে জান্নাতি খাতুন তার ভাইকে দিয়ে আমার বিরুদ্ধে একটি কাউন্টার মামলা দায়ের করে। সেখানে সে ডিভোর্সের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে।আমার সন্তানদের নিজের হাতে নিয়ে অন্যের প্ররোচনায় ও মিথ্যা প্রলোভনে আমার ও আমার ভগ্নিপতির বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা দায়ের করে। মামলাটি পড়লেই বুঝতে পারবেন এটি মিথ্যা। এই যে, মামলার আর্জিটি উপস্থাপন করলাম। আমার একটি মামলাও মিথ্যা নয়। মামলাবাজ জান্নাতি খাতুন মিথ্যা মামলা নিয়ে দৌড়াদুরি করতে করতে আদালত এবং পুলিশের প্রায় সবাই তাকে চেনে। কোন মামলায় হেরে গেলে সে বলে প্রভাব খাটিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। এখানে ২৮শে মার্চের যে ঘটনাটি উপস্থাপন করেছে তা সম্পূর্ণ কাল্পনিক। আমার ভগ্নিপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। সে এক রত্না গর্ভার ছেলে, তার মা তিন বার রত্না গভার্ উপাধি পেয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শীর্ষ স্থানীয় নেতা ও ছাত্র বিষয়ক সম্পাদকের বিষয়ে যে কথা গুলো আমার তালাকপ্রাপ্তা, মামলাবাজ, পরসম্পদলোভী সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতু বলেছেন সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। প্রশাসনের কর্মকর্তারা তাকে ভয় পায় বিষয়টি হাস্যকর। আমাকে ব্যবহার করে বিদেশে কোটি কোটি টাকা পাচার করা কল্পকাহিনী। অবৈধ উপার্জন সম্পর্কে একটি প্রমাণও তিনি দেখাতে পারবেন না। প্রকৃত অর্থে আমার মা হোসনেআরা বেগমে পক্ষে দায়ের করা জালিয়াতি মামলায় যার নম্বর:— ৭(৮)২০২৪ (খুলনা) বড় ভাই মাসুদ জেল হাজত থেকে ছাড়া পেয়ে জান্নাতি খাতুন মিতুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই মিথ্যা সংবাদ সম্মেলন উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে। জালিয়াতি মামলাটির চার্জশিট হয়েছে। এক্সপার্ট ওপিনিয়নে সবগুলো স্বাক্ষর জাল প্রমাণিত হয়েছে।একজন সাবেক মেরিন ইঞ্জিনিয়ার কিভাবে টাকা বাহিরে নিবে তা আমার জানা নেই। এটি তাকে জবাব দিহি করতে হবে।ট্যাংক রোডস্থ বাড়িটি আমার নয়, আমার মায়ের নামে। উক্ত বাড়ীটি আত্মসাৎ এর পায়তারা করছে বড় ভাই মাসুদ।মূলত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে সমাজে আমাদের পরিবারকে ছোট করে এই সংবাদ পত্রের কাটপিছ নিয়ে বড় ভাই আব্দুল্লাহ আল মাসুদ বিভিন্ন দফতরে দিয়ে তার নিজস্ব স্বার্থ হাসিল করছে ও একক ভাবে সম্পূর্ণ প্রোপ্রার্টি ভোগদখল করছে এবং ভবিষ্যত্বে করতে চায়।জান্নাতি মিতুকে তালাকের সমস্ত কাগজপত্র পারিবারিক আদালতে জমা দিয়েছি। সে তালাক অস্বীকার করে। আমার সন্তানদের আমার বিরুদ্ধে ব্যবহার করে। আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের জন্য তীব্র নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করছি। সুচতুর, নাটকবাজ জান্নাতি খাতুন মিতুর এহেনও মিথ্যা সংবাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি।  এদিকে, প্রেস কনফারেন্স চলাকালীন সময়ে জান্নাতি খাতুন মিতু উপস্থিত হওয়াতে পরিস্থিতি উত্তপ্ত হলে উপস্থিত অন্যান্য সাংবাদিকদের অনুরোধে  জান্নাতি খাতুন মিতু সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করেন।

এমএসএম / এমএসএম

কর্ণফুলীতে গৃহবধূর রহস্য জনক মৃত্যু,স্বামী পলাতক

ক্ষেতলাল উপজেলা প্রেসক্লাবের “আহব্বায়ক” কমিটি গঠন

সলঙ্গায় কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা পুত্র আটক

পীরগঞ্জে এতিমখানায় প্রশাসনের পরিদর্শন, ভূয়া এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে একজনকে শাস্তি

নোয়াখালীতে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

বগুড়ায় ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাতচক্রের ৫ সদস্য গ্রেফতার

বড় ভাইয়ের কু প্ররোচনায় সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে ৩ চাঁদাবাজ আটক

আমরা শুধু প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী হওয়ার লড়াই করছি নাঃ জুড়ীতে ডা. শফিকুর রহমান

হাটহাজারীতে ছাগল চুরির অভিযোগে ৪ কিশোরের মাথা ন্যাড়া করায় নিন্দার ঝড়

কেন্দুয়ায় অসহায় কৃষকের ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিল কৃষক দল

সাতকানিয়ায়- নৌকার চিহ্নিত বাঁশি -সুর তোলেছেন দাঁড়িপাল্লায়, নেপথ্যে স্থানীয় জামায়াত নেতার যোগসাজশ