ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ৪:১১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, চা শ্রমিকদের এক সময় এ দেশে ভোটের অধিকার ছিল না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদের প্রথম ভোটের অধিকার দিয়েছিলেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা অডিটোরিয়ামে সমাজসেবা অধিদপ্তর কতৃক বাস্তবায়িত উপজেলার চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এককালীন আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় পরিবেশমন্ত্রী আরো বলেন, এ সরকার জনগণের ও গরিব-দুখী মানুষের সরকার। সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জুড়ী উপজেলার লাঠিটিলায় নির্মাণ করা হবে দেশের তৃতীয় বঙ্গবন্ধু সাফারি পার্ক। জনগণের ক্ষতি করে এখানে সাফারি পার্ক নির্মাণ করা হবে না। বরং জনগণের স্বার্থ ও বনভূমি সংরক্ষণ করে এই সাফারি পার্ক নির্মাণ করা হবে। যারা সাফারি পার্কের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেশের উন্নয়নে বাধাগ্রস্থ করবেন না। সাফারি পার্কের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না। জুড়ীতেই বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ হবে, ইনশাআল্লাহ।

মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার তপন কুমার অধিকারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ‌ সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর কতৃক বাস্তবায়িত উপজেলার চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এককালীন আর্থিক অনুদান হিসেবে ৩৪৪৭ জন চা শ্রমিকদের মধ্যে জনপ্রতি ৫০০০ টাকা করে মোট এক কোটি বাহাত্তর লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিতরণ করা হয়েছে। 

এমএসএম / জামান

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা

ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী

জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম

যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০

নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা

কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি

নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল