ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

পাটগ্রাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৩-৫-২০২৫ রাত ১০:১২
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ইমন (১৬) ও তাঁর মামা সাজেদুল ইসলামে (২২) ধরে নিয়ে যায়।যাওয়ার ৮ ঘন্টা পর ফেরত দিয়েছে শুক্রবার (০২ মে) রাত আড়াইটার দিকে তাদেরকে ফেরত দেয়। 
বিজিবি জানায়, তাদেরকে ফেরত দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪২ নম্বরের ১ নম্বর উপপিলারের বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর শূন্যরেখা থেকে ৫ গজ অভ্যন্তরে এদিন গভীর রাতে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়। বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) রংপুরের বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেমের নের্তৃত্বে ৫ সদস্য ও ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমাড্যান্ট ইন্সপেক্টর সুজিত কুমারের নের্তৃত্বে ৫ জন সদস্য অংশ নেন। 
বৈঠকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে বিজিবি বলেন, বিএসএফের গোমতি ক্যাম্পের টহল দলের সদস্যরা বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে প্রবেশ করে গাটিয়ারভিটা এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। বিএসএফ এ কথা অস্বীকার করে জানায়, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ওই দুই বাংলাদেশি ভারতের ভেতরে ঢুকে ছবি ও ভিডিও করতে থাকে। এ সময় বিএসএফ তাদেরকে চলে যেতে বললে তাঁরা ফিরে না গিয়ে আপত্তিকর কথা বলে এবং বিএসএফ সদস্যদেরকে ভিডিও করতে থাকে। এতে ওই দুইজনকে আটক করে নিয়ে যায় বিএসএফ। বৈঠকে বাংলাদেশি নাগরিকদেরকে সীমান্ত অতিক্রম না করতে বিজিবিকে ব্যবস্থা নিতে বলে; বিজিবি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে বিএসএফকে জানান। আলোচনা শেষে ইমন ও সাজেদুলকে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। রাতই স্বজন ও জনপ্রতিনিধিদের নিকট থেকে মুচলেকা নিয়ে তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করে বিজিবি। 
ইমন পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহমতপুর গাটিয়ারভিটা এলাকার মোস্তাক হোসেনের ছেলে। আর সাজেদুল বগুড়ার মহাস্থানগড়ের বকুলতলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সাজেদুল পাটগ্রামের এলাকায় বোনের বাড়ি বেড়াতে এসে ভাগিনা ইমনকে নিয়ে বাড়ির পাশের সীমান্তে চা বাগান দেখতে যান।  
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮২৫ নম্বরের ১ নম্বর উপপিলার সংলগ্ন শূন্যরেখার ভারতীয় চা বাগান দেখতে যায় তাঁরা। এ সময় মোবাইল ফোনে নিজেদের ছবি তোলার সময় ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। 
খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ (তিস্তা-২) এর ধবলসুতি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোক্তার হোসেন ঘটনা জানতে বিএসএফের ওই ক্যাম্পের কমান্ডারের সাথে যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান জানায়। পরে রাত আড়াইটায় পতাকা বৈঠক করা হয়।  
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, রাতে সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কিশোর দুইজনকে ফেরত দিয়েছে বিএসএফ। তাদেরকে পরিবারের নিকট বুঝিয়ে দিয়েছে বিজিবি।  
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ (তিস্তা-২)- এর অধিনায়ক লে. কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, বিএসএফ জানায় ভারতের অভ্যন্তরে ঢুকে ভিডিও করার সময় ওই দুইজনকে ধরে নিয়ে যায় তাঁরা। বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে যোগাযোগ করে রাতই সীমান্তে পতাকা বৈঠক করে তাদেরকে ফেরত আনা হয়।

এমএসএম / এমএসএম

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী