স্কুলে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মনোবল বাড়ানোর আহব্বান করেন আক্কেলপুরের ইউএনও হাবিব
জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে থার্মাল স্ক্যানার, মাক্স ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মনোবল বাড়াতে শিক্ষকদের সহায়তা করার আহব্বান জানায় উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কোভিড-১৯ মোকাবিলায় এডিপি-র অর্থায়নে আক্কেলপুর উপজেলার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ১টি থার্মাল স্ক্যানার ও ২ বক্স মাক্স বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী, একাডেমিক সুপার ভাইজার মীর মোহাম্মদ আলী ও প্রতিষ্ঠান প্রধানরা।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ১২ই সেপ্টেম্বর থেকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে পাঠ দান করতে হবে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা দীর্ঘদিন দূরে ছিল তাই তাদের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মনোবল বাড়াতে শিক্ষকদের সহায়তার জন্যও আহব্বান জানান।
এমএসএম / এমএসএম