বৈধভাবে আসন বরাদ্দ: স্থগিত করায় হলগেটে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ মো. ফরহাদ হোসেন হলে বৈধভাবে আসন বরাদ্দ পাওয়ার পর স্থগিত করায় কাঁথা-বালিশ নিয়ে হলগেটে অবস্থান করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
রবিবার (৪ মে) সন্ধ্যায় হলের প্রধান গেইটে অবস্থান কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। হলে না উঠানো পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।
জানা গেছে, দীর্ঘদিন পর ফরহাদ হোসেন হলে আবাসন বরাদ্দের আবেদন নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ভিত্তিতে আইসিটি সেল কর্তৃক বরাদ্দপ্রাপ্তদের ফলাফল দেওয়া হয়। হলটিতে সিট সংখ্যা সাতশত। এরমধ্যে ৫৩০ জন শিক্ষার্থীর হলে সিট নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে তাদের অধিকাংশ হলটিতে উঠেছেন। ভাইভাতে বাকি ১৭০ জন শিক্ষার্থীর সিট স্থগিত রাখা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলছেন, বর্ষ নিয়ে প্রশাসন যে সমস্যার কথা জানিয়ে আমাদের সিট স্থগিত রেখেছে, আসলে এতে আমাদের কোন ভুল ছিল না। আবেদন ফরম অনুযায়ী আমাদের সবকিছু শতভাগ সঠিক। পরে প্রশাসন থেকে এ বিষয়ে যৌক্তিক সমাধানের কথা জানালেও এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত জানানো হয়নি। এতে ভুক্তভোগীরা আবাসন সংকট নিয়ে চরম বিপর্যয়ে পড়ছেন বলে জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম জানান, প্রশাসন কর্তৃক সরবরাহকৃত ফর্ম অনুযায়ী যথাযথ নিয়মে আবেদন করে মেধার ভিত্তিতে শহীদ মো. ফরহাদ হোসেন হলে সিট বরাদ্দ পেয়েছি আমরা। এরপর সাক্ষাৎকারে হঠাৎ ইয়ার সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে আমাদের সিট স্থগিত করে দেয়। সমস্যার সমাধানে প্রভোস্ট থেকে আইসিটি সেল হয়ে প্রক্টর অফিস, প্রো-ভিসি অফিসে ১৩ ই এপ্রিল থেকে এখন অবধি চরকির মতো ঘুরানো হচ্ছে আমাদের। প্রশাসন থেকে সমাধানের আশ্বাস দিলেও তার কোনো অগ্রগতি নেই।
২০-২১ শিক্ষাবর্ষের আরবি সাহিত্য বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী নোমান ইবনে মোসলেহ উদ্দিন বলেন, “প্রশাসনের ব্যর্থতার জন্য শিক্ষার্থীদের এই ভোগান্তির শেষ কোথায়? শহীদ ফরহাদ হোসেন হলের আসন পেয়েও আমাদের সিট স্থগিত করা করায় নিরুপায় হয়ে আজকে আমরা অবস্থান কর্মসূচি করছি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “তারা আবেদনে একটি ভুল করেছে। সমাবর্তনের পর তাদের হলে উঠাব বলেছি এবং সমাবর্তনের আগে সমস্যাটি আমরা সমাধান করব। এখন তারা অবস্থান কর্মসূচি করলে কিছু বলার নেই।
এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী সৃষ্টিতে জবি ক্যারিয়ার ক্লাবের নতুন কর্মসূচী

ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বহিষ্কার দাবি জানিয়ে প্রশাসনকে চবি শিবিরের স্মারকলিপি প্রদান

কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে

মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন ও নিয়োগের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ

চবির আইন বিভাগের অনুষ্ঠানে জুলাই গণহত্যার সমর্থনকারী শিক্ষক রুমান শুভ, ক্যাম্পাসজুড়ে সমালোচনার ঝড়

শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানের চেষ্টা করবে ইউজিসি

জাবিতে হিস্ট্রি ও আর্কিওলজি রিসার্চ সোসাইটির আত্মপ্রকাশ

বৈধভাবে আসন বরাদ্দ: স্থগিত করায় হলগেটে শিক্ষার্থীদের অবস্থান

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শতভাগ আবাসন চেয়ে প্রশাসনকে চবি শিবিরের স্মারকলিপি

বাকৃবিতে বোরো বীজ ধান কর্তন কর্মসূচির উদ্বোধন

চবিতে সমাবর্তনের জোর প্রস্তুতি :আসছেন ড.ইউনূস
