ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

আক্কেলপুরের আশ্রয়ণগুলো সংস্কার চায় বসবাসকারীরা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১১-৯-২০২১ রাত ১০:২

বসবাস শুরুর পর থেকেইে কখনও সংস্কার হয়নি আশ্রয়ণ প্রকল্পগুলি। বেহাল অবস্থায় নানা সমস্যা নিয়ে অতি কষ্টে বসবাস করে এমনটিই বলছেন জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর উপজেলার বিভিন্ন আশ্রয়ণে বসবাসকারীরা। সংস্কারের দাবীও জানিয়েছে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
সরোজমিনে গিয়ে আশ্রয়ণে বসবাসকারীদের সাথে কথা বলে জানা যায়, বসবাস শুরুর পর থেকেই কখনও কোন সংস্কার হয়নি। মরিচা পড়ে টিন ছিদ্র, প্রায় প্রতিটি টিনের চাল দিয়েই ঘরে পানি পড়ে। পয়:নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি নষ্টের পথে। বিভিন্ন দপ্তরের লোজকজন তাদের সমস্যা লিখে নিয়ে আসলেও কখন কোন সমস্যা সমাধান হয়নি তাদের। লোকবিহীন ঘরগুলির টিনও দিনদিন অবহেলায় অযত্নে হারিয়ে যাচ্ছে। মরিচা ধরে প্রতিটি বাড়ির টিনের দেওয়ালও নষ্ট হয়ে গেছে। দীর্ঘ সময়েও তাদের রাস্তার সমস্যা সমাধান হয়নি।
পৌর এলাকার হাস্তাবসন্তপুর আশ্রয়ণে বসবাসরত এ ব্লকের সভাপতি রইচ উদ্দীন বলেন,‘ ১৪-১৫বছর আগে আমাদের আবাসন তৈরি হয়েছে। এর পর থেকে কখনও মেরামত হয়নি। আমাদের রাস্তা ,ঘরের টিন,পায়খানা নষ্ট হয়ে গেছে, ঘরে পানি পড়ে, পুকুড়ে আমাদের মেয়ে ছেলেরা গোসল করতে পারে না। এখানে ঘাটের বরাদ্দ হয় সেই ঘাট কোথায় নিয়ে গেছে আমরা কিছুই বলতে পারিনা।একটু বৃষ্টি হলে আমরা রাস্তা দিয়ে হাটতে পারি না। সরকারের কাছে আকুল আবেদন আমরা অনেক কষ্টে আছি, অতি দ্রুত তদারক করে মেরামতের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’
একই আশ্রয়ণের  বি ব্লকের বিধবা এক মহিলা জানান, ‘ পুকুরের আশায় অনেক মৎসজীবীরা  নিজের বাড়ি থাকা সত্তের পুকুরের লোভে ঘর বরাদ্দ নিয়েছিল। শুরু থেকেই তারা এখানে থাকেনা, তিনভাগের দুইভাগ ঘরগুলো ফাকাই থাকে।  এক ঘরে ছেলে , ছেলের বউ নিয়ে থাকতে কষ্ট হয়। তাই অন্যের বাসায় থাকি। ফাকা ঘরগুলো থেকে ঘর বরাদ্দ দিলে অনেক উপকার হতো।’
বিদ্যুৎ ব্যবস্থাসহ একই ধরণের সমস্যার কথা জানালেন রোয়ার আশ্রয়ণের সহিদুল। তিনি আরো জানান, রোয়ার আশ্রয়ণে সমিতি নাই ৩ বছর থেকে। এই আশ্রয়ণে ৬০টি ঘর থাকলেও সুবিধা পান ৪০টি ঘর। কিছু ঘর অবৈধ দখলে রয়েছে।
আশ্রয়ণগুলোতে পূর্বের তুলনায় জনসংখ্যা বাড়ায় ফাকা ঘরগুলি বরাদ্দের পাশাপাশি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন আশ্রয়ণে বসবাসকারীরা।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান বলেন,‘ ইতিমধ্যেই কয়েকটি আশ্রয়ণ পরিদর্শন করেছি। বাকিগুলো পরিদর্শন করে সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠাব। আর কারো ঘরের প্রয়োজন হলে ওই আশ্রয়ণের সভাপতির মাধ্যমে আবেদন করলে আমরা পদক্ষেপ গ্রহণ করব।’

এমএসএম / এমএসএম

বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন

শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম

দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন

বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার

অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ

ছাত্রলীগের বিচার চেয়ে নাগরপুরে ছাত্রদলের স্মারকলিপি

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার

মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর

ইসলাম ধর্ম কটুক্তি কারী সেই বিএনপি নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার

কমলগঞ্জে গাছে গাছে দুলছে আমের মুকুল

বান্দরবানের আলীকদম সেনা জোনের আর্থিক অনুূদান