ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সরকারি অর্থ আত্মসাৎ করে অনেকেই এলপিয়ারে কেউ আবার বিদেশে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৬:৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল বাকির বিভিন্ন ধরনের অনিয়মের কারণে মন্ত্রণালয় অভিযোগ জনপ্রশাসন মন্ত্রণালয় ৩ শাখার সিনিয়র সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মো: আব্দুল বাকি নিয়োগ ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন ধরনের অনিয়ম করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের শাখা ৩ এর ১০ম গ্রেডের কর্মচারী মো: আব্দুল বাকি বর্তমানে এলপিআরে আছেন। তার স্থায়ী ঠিকানা-গ্রাম- ফুলবাড়িয়া, পোস্ট- সোনাতলা, উপজেলা- সোনাতলা, জেলা বগুড়া। একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী  হিসেবে চাকরিতে যোগদান করে পরবর্তীতে বদলি নেন জনপ্রশাসন ৩ এর সচিবের দপ্তরে। কিছুদিন পর জনপ্রশাসনের সিনিয়র সচিবের দপ্তরে বদলি নেয়ার কিছুদিন পরে ১০ম গ্রেডে উন্নীত হন। এর পরই শুরু করেন নিয়োগ ও বদলি বাণিজ্য। এত বদলি নেয়ার পিছনেও তার স্থানীয় সংসদ সদস্যের হাত ছিল।আওয়ামী পরিবারের সদস্য হওয়ার কারণে খুব দ্রুতই উপরের দিকে ধাবিত হতে থাকেন। সে তার ভাই- বোন, আত্মীয়-স্বজন সহ প্রায় ১০০ জনকে বিভিন্ন পদে চাকরি দেন। ১০ম গ্রেডে উন্নত হওয়ার পর তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় স্থানীয় সংসদ সদস্যের তদবিরে সিনিয়র সচিবের দপ্তরে বদলি হয়ে আসেন । তারপরে স্থানীয় সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে নিয়োগ ও বদলি বাণিজ্য শুরু করেন এবং প্রত্যেকটা লোকের নিকট থেকে ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ  টাকার ও বেশি ঘুষ  নেন। ১০ম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে এত অবৈধ সম্পদের মালিক হলেন মিরপুর ইস্টার্ন হাউজিং পল্লবী এলাকার মানুষের বোধগম্য হয় না। তিনি ঘুষের টাকা দিয়ে একটি ভবন  নির্মাণ করেছেন, যার ঠিকানা - বাসা- ৭, প্লট -কে / ৭ , রোড- এন/ ৫,  ব্লক - কে ইস্টার্ন হাউজিং পল্লবী মিরপুর। সব মিলিয়ে ভবনটির বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। বগুড়া সদরে তার ভাই বোন এবং নিজের নামে ৩২ শতাংশ জমি ক্রয় করেছেন  যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা। সদর উপজেলার সোনাতলা ভাই বোনদের নামে কিনেছেন বিশ শতাংশ জমি। অভিযোগে উল্লেখ করা হয়েছে আব্দুল বাকি একজন  নারীলোভী সরকারি কর্মকর্তা। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সে তার প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করে মিরপুর এই ঠিকানায় রয়েছেন। তার প্রথম স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই এবং দ্বিতীয় স্ত্রীর ভাই-বোন, মা-বাবা, আত্মীয়-স্বজনদের নামে ব্যাংক অ্যাকাউন্টে রেখেছেন বিপুল পরিমাণ নগদঅর্থ। 

নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত শাখার কয়েকজন কর্মচারীর সাথে কথা বললে তারা 'দৈনিক সকালের সময়'কে বলেন, আব্দুল বাকি স্যার অসৎ ও নারীলোভী কর্মকর্তা ছিলেন। তারা আরো বলেন, আওয়ামীপন্থী  হিসেবে বিদেশ অর্থ পাচারে ও তার জড়িত  থাকার সম্ভাবনা রয়েছে। কারণ ১০ম গ্রেডের একজন কর্মকর্তা কিভাবে এত সম্পদের মালিক হয়। 

এ বিষয়ে মন্তব্য জানতে আব্দুল বাকীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'দৈনিক সকালের সময়'কে বলেন, ব্যাংক থেকে লোন নিয়ে আমি এ সকল সম্পদ করেছি।

এমএসএম / এমএসএম

তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে- আফাজ উদ্দিন

তারেক রহমানকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে: মোস্তফা জামান

উত্তরায় মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে “শুভ মহালয়া” উদযাপিত হবে

উত্তরায় বিএনপি নেতা কফিলউদ্দিন'র মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী আনোয়ার হোসেন'র গণসংযোগ ও পথসভা

পুরান ঢাকায় রাজউকের নীতিমালা অমান্য করে বহুতল ভবন নির্মাণ

বসুন্ধরা শপিং কমপ্লেক্সে-‘ব্লু ড্রীম’ এর নতুন শাখার উদ্বোধন

যাত্রাবাড়ীতে বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব