ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

পৈত্রিক সম্পত্তি বাঁচাতে জীবনের নিরাপত্তা চেয়ে ডিএমপিতে মাহাদী হাসানের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৫-২০২৫ দুপুর ৩:২৪

জীবনের নিরাপত্তা চেয়ে মেহেদী হাসান অন্তর পিতা- মোঃ হোসেইন নাসিম ডিএমপি কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন। অভিযোগের ভিত্তিতে জানা যায় অভিযোগকারীর পৈতৃক সূত্রে ভোগ দখলীয় সম্পত্তিতে অযৌক্তিভাবে কিছু লোকজন ভোগ দখল করার চেষ্টা করছে। এবং ওই জমি থেকে তাদেরকে উচ্ছেদ করার জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোঃ মেহেদী হাসান অন্তর বাদী হয়ে ডিএমপি কমিশনার বরাবর লিখিত আবেদন করেন। জানা যায়, শাহ্ আলী থানাধীন মিরপুর-১ চিড়িয়াখানা রোডের নাসিম টাওয়ারে ভুক্তভোগীদের ব্যবসা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি অভিযোগকারীর পিতা- মৃত ইমাম হোসেইন নাসিম ও তার বড় ভাই মৃত আখতার হোসেন এর বরদ্দকৃত বাণিজ্যিক প্লট নং- ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ নং ক্রয় করে মালিক হয়েছেন । ভোগ দখলে থাকা অবস্থায় অভিযোগকারী বাবা অকালে মৃত্যু বরণ করলে  অভিযোগকারী এবং তার মা ও অন্যান্য ওয়ারিশগণের ভোগ দখলে আছে। গত ০৭/০৪/২০২৫ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকার সময় (১) মোহাম্মদ সিদ্দিকুর রহমান (৪৮), পিতা- অজ্ঞাত, (২) হাসমত মিয়া (৪৭), পিতা- অজ্ঞাত, (৩) জাহাঙ্গীর (৫৫), পিতা- মৃত বন্দে আলী মিয়া, (৪) সুজন (৩০), (৫) সিমরান (২২) পূর্ব শত্রুতার জের ধরে অভিযোগকারীর উক্ত মার্কেটে গিয়ে মার্কেটের ম্যানেজার মোঃ ইউনুস (৪৪), পিতা- কালু হাওলাদরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাই ও অভিযোগকারীদেরকে প্রাণে মেরে ফেলার ও অভিযোগকারীর বিরুদ্ধে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে অসত্য অভিযোগ দাখিল করিয়া অভিযোগকারীকে হয়রানি করার হুমকি দেই। ৩নং বিবাদীর পিতা মৃত বন্দে আলী মিয়ার অবৈধ মালিকানার বিষয়ে মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগ ২৬/০৫/২০১১ইং তারিখে Civil Revision No. 1606/2001 Merit খারিজ করে দেয়। উক্ত সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগকারীর মাতা মাকসুদা বেগম ২০২৪ সালে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে Writ Petition No. 6132/2024 দাখিল করেন। যার বিবাদী সচিব গণপূর্ত মন্ত্রণালয় চেয়ারম্যান রাজউক অথোরাইজড অফিসার ৩/১, রাজউক এবং অফিসার্স ইনচার্জ শাহ আলী থানা, মিরপুর ডিভিশন ডি.এম.পি ঢাকা। উক্ত Writ Petition এ অভিযোগকারীর মাতা উক্ত সম্পত্তি সংক্রান্তে Stay Ortier/স্থগিতাদেশ পান। উক্ত আদেশ চলমান আছে । অভিযোগকারীর শান্তিপূর্ণ ভোগদখলীয় সম্পত্তিতে অবৈধ ও অযৌক্তিকভাবে দখল করার চেষ্টা করছে। যার কারনে অভিযোগকারী মহামান্য সুপ্রীম কোর্টের আদেশ উপেক্ষা করার শাস্তি প্রদানে এবং অভিযোগকারীর জানমালের নিরাপত্তার বিধানের জন্য ডিএমপি কমিশনারের কাছে আবেদন করেন। এ সংক্রান্তে শাহ আলী থানায় অভিযোগকারীর মাতা মাকসুদা ২৮/০৪/২০২৫ইং তারিখে জিডি নং- ১৩২৮  করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে অল্প বয়সে পিতাহারা সন্তান ও তার পরিবারের শান্তিপূর্ণ ভোগদখলীয় জমি/নিরাপদভাবে ভোগদখলে রাখার ক্ষেত্রে আইনগত সহায়তা চেয়ে আবেদন করেন।
অভিযোগকারী মেহেদী হাসান অন্তর বলেন, পৈত্রিক সম্পত্তি বাঁচাতে ও জীবনের নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে অভিযোগ করেছি। আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতাই ভুগছে। আমার অভিযোগটি সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে- আফাজ উদ্দিন

তারেক রহমানকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে: মোস্তফা জামান

উত্তরায় মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে “শুভ মহালয়া” উদযাপিত হবে

উত্তরায় বিএনপি নেতা কফিলউদ্দিন'র মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী আনোয়ার হোসেন'র গণসংযোগ ও পথসভা

পুরান ঢাকায় রাজউকের নীতিমালা অমান্য করে বহুতল ভবন নির্মাণ

বসুন্ধরা শপিং কমপ্লেক্সে-‘ব্লু ড্রীম’ এর নতুন শাখার উদ্বোধন

যাত্রাবাড়ীতে বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব