ঢাকা শুক্রবার, ৯ মে, ২০২৫

বহিষ্কৃত বিএনপি নেতা নিজাম মীরবহর দলীয় কার্যক্রমে অংশ নেয়ার প্রতিবাদে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৫-২০২৫ দুপুর ৪:৩৩

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম মীরবহকে নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় কার্যক্রমে অংশ নেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ মে বিকাল ৪ টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওয়াবুনিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল, কিন্তু কিছু নেতাদের কারনে আমাদের কাঠালিয়াতে বিএনপি একটি বিশৃঙ্খল দলে পরিনত হয়েছে। ৫ আগস্টের পর আওয়ামী নেতাকর্মীদের পুনর্বাসন ও ত্যাগী বিএনপি নেতা কর্মীদের কোনঠাসা করে সুবিধাবাদীদের প্রশ্রয় দেওয়া এবং সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম মীরবহর এর সাধারণ সম্পাদকের পদ সহ দলীয় সকল কার্যক্রম স্থগিত করেছে জেলা বিএনপি।নিজাম মীরবহর বিএনপির নাম ভাঙ্গিয়ে চাদাবাজি করেছে,তাই তার বিরুদ্ধে দল সিদ্ধান্ত নিয়েছে।এই সিদ্ধান্তকে উপেক্ষা করা যারা নিজাম মীরবহরকে সাথে নিয়ে দলীয় কার্যক্রম ও ভুয়া সদস্য নবায়ন ফরম বিতরন করছে তাদের বিরুদ্ধে ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।  চাঁদাবাজ যাতে বিএনপিতে আর না ফিরতে পারে সেই অনুযায়ী ব্যবস্থার দাবি তোলেন বিএনপির নেতৃবৃন্দ। 

ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত বলেন ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল কেন্দ্রীয় কোনো নির্দেশনা তোয়াক্কা না করে চাদাবাজী ও দলীয় শৃংখলা ভংগের অভিযোগে  অভিযুক্ত রাজাপুর উপজেলা বিএনপির পদ স্থগিত সাধারণ সম্পাদক নাসিম আকন ও কাঠালিয়া উপজেলা বিএনপির পদ স্থগিত সাধারণ সম্পাদক নিজাম মীরবহরকে সাথে নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন দলীয় প্রোগ্রামে তাদেরকে উপস্থিত রেখে তাদেরকে দিয়ে ভূয়া সদস্য ফরম বিতরন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।যে কারনে কাঠালিয়া -রাজাপুরের বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা বিহ্মুদ্ধ হয়ে আজকের মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করে যাচ্ছেন।নেতাকর্মীদের কর্মসূচির সাথে আমি একাত্মতা পোষণ করছি।

মানববন্ধনে বক্তব্য দেন সেচ্ছাসেবক দল নেতা গোলাম কবির, কাঠালিয়া যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম রাসেল সিকদার ,কাঠালিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম,কাঠালিয়া শ্রমিকদল নেতা পান্না মুন্সী ,আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস কাজী, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আলতাফ হোসেন মাস্ষ্টার,যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সিকদার, বিএনপির সাবেক সহসভাপতি আ: বারেক হাওলাদার ,যুবদলের সভাপতি নাজমুল রুবেল,বিএনপি নেতা ইউনুস মেম্বার ,,পাটিখালঘাটা যুবদলের সাবেক সভাপতি ঈসমাইল মাষ্টার , পাটিখালঘাটা যুবদলের সভাপতি জাকির জোমাদ্দার ,আামুয়া বিএনপি নেতা পলাশ গোলদার,আমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুমন খলিফা ,আমুয়া ইউনিয়নের যুবদল নেতা সুমন খলিফা ও চেচরীরামপুর ইউনিয়ন বিএনপির নেতা আতিক হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার ও নবনিযুক্ত ঢাকা রেঞ্জ ডিআাইজি রেজাউল করিম মল্লিকের বিদায় সংবর্ধনা

বহিষ্কৃত বিএনপি নেতা নিজাম মীরবহর দলীয় কার্যক্রমে অংশ নেয়ার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেপ্তার

ইডিসিএল-এ এমডির ভাগ্নে-ভাতিজার মদদে আওয়ামী সুবিধাভোগীরা বহাল তবিয়তে

‘সুমি হত্যার বিচারের দাবিতে’ মানববন্ধন

অনলাইনে গণিত শেখানোর মাধ্যমে অল্প সময়েই জনপ্রিয় রিয়াজ স্যার

পৈত্রিক সম্পত্তি বাঁচাতে জীবনের নিরাপত্তা চেয়ে ডিএমপিতে মাহাদী হাসানের অভিযোগ

তরুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে সরকারের দৃষ্টি প্রসারিত করতে হবে

সরকারি অর্থ আত্মসাৎ করে অনেকেই এলপিয়ারে কেউ আবার বিদেশে

ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা

শাহবাগ পূর্ব থানার রুকন সম্মেলন অনুষ্ঠিত

মালয়েশিয়ার যে কোন শর্তে শ্রমবাজার খোলার দাবি

গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় মুক্ত গণমাধ্যম অপরিহার্যঃ অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী