বহিষ্কৃত বিএনপি নেতা নিজাম মীরবহর দলীয় কার্যক্রমে অংশ নেয়ার প্রতিবাদে মানববন্ধন

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম মীরবহকে নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় কার্যক্রমে অংশ নেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ মে বিকাল ৪ টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওয়াবুনিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল, কিন্তু কিছু নেতাদের কারনে আমাদের কাঠালিয়াতে বিএনপি একটি বিশৃঙ্খল দলে পরিনত হয়েছে। ৫ আগস্টের পর আওয়ামী নেতাকর্মীদের পুনর্বাসন ও ত্যাগী বিএনপি নেতা কর্মীদের কোনঠাসা করে সুবিধাবাদীদের প্রশ্রয় দেওয়া এবং সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম মীরবহর এর সাধারণ সম্পাদকের পদ সহ দলীয় সকল কার্যক্রম স্থগিত করেছে জেলা বিএনপি।নিজাম মীরবহর বিএনপির নাম ভাঙ্গিয়ে চাদাবাজি করেছে,তাই তার বিরুদ্ধে দল সিদ্ধান্ত নিয়েছে।এই সিদ্ধান্তকে উপেক্ষা করা যারা নিজাম মীরবহরকে সাথে নিয়ে দলীয় কার্যক্রম ও ভুয়া সদস্য নবায়ন ফরম বিতরন করছে তাদের বিরুদ্ধে ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। চাঁদাবাজ যাতে বিএনপিতে আর না ফিরতে পারে সেই অনুযায়ী ব্যবস্থার দাবি তোলেন বিএনপির নেতৃবৃন্দ।
ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত বলেন ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল কেন্দ্রীয় কোনো নির্দেশনা তোয়াক্কা না করে চাদাবাজী ও দলীয় শৃংখলা ভংগের অভিযোগে অভিযুক্ত রাজাপুর উপজেলা বিএনপির পদ স্থগিত সাধারণ সম্পাদক নাসিম আকন ও কাঠালিয়া উপজেলা বিএনপির পদ স্থগিত সাধারণ সম্পাদক নিজাম মীরবহরকে সাথে নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন দলীয় প্রোগ্রামে তাদেরকে উপস্থিত রেখে তাদেরকে দিয়ে ভূয়া সদস্য ফরম বিতরন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।যে কারনে কাঠালিয়া -রাজাপুরের বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা বিহ্মুদ্ধ হয়ে আজকের মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করে যাচ্ছেন।নেতাকর্মীদের কর্মসূচির সাথে আমি একাত্মতা পোষণ করছি।
মানববন্ধনে বক্তব্য দেন সেচ্ছাসেবক দল নেতা গোলাম কবির, কাঠালিয়া যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম রাসেল সিকদার ,কাঠালিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম,কাঠালিয়া শ্রমিকদল নেতা পান্না মুন্সী ,আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস কাজী, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আলতাফ হোসেন মাস্ষ্টার,যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সিকদার, বিএনপির সাবেক সহসভাপতি আ: বারেক হাওলাদার ,যুবদলের সভাপতি নাজমুল রুবেল,বিএনপি নেতা ইউনুস মেম্বার ,,পাটিখালঘাটা যুবদলের সাবেক সভাপতি ঈসমাইল মাষ্টার , পাটিখালঘাটা যুবদলের সভাপতি জাকির জোমাদ্দার ,আামুয়া বিএনপি নেতা পলাশ গোলদার,আমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুমন খলিফা ,আমুয়া ইউনিয়নের যুবদল নেতা সুমন খলিফা ও চেচরীরামপুর ইউনিয়ন বিএনপির নেতা আতিক হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম

তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে- আফাজ উদ্দিন

তারেক রহমানকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে: মোস্তফা জামান

উত্তরায় মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে “শুভ মহালয়া” উদযাপিত হবে

উত্তরায় বিএনপি নেতা কফিলউদ্দিন'র মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী আনোয়ার হোসেন'র গণসংযোগ ও পথসভা

পুরান ঢাকায় রাজউকের নীতিমালা অমান্য করে বহুতল ভবন নির্মাণ

বসুন্ধরা শপিং কমপ্লেক্সে-‘ব্লু ড্রীম’ এর নতুন শাখার উদ্বোধন

যাত্রাবাড়ীতে বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট
