ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

গবিতে ‘মোবারক আলী আহামেদ ও বেগম লতিফুন নেসা শিক্ষাবৃত্তি’ চালু


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ৯-৫-২০২৫ বিকাল ৫:২২

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের উদ্যোগে চালু হলো ‘মোবারক আলী আহামেদ ও বেগম লতিফুন নেসা শিক্ষাবৃত্তি’।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এই শিক্ষাবৃত্তি ফান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই শিক্ষাবৃত্তি ফান্ডের উদ্যোক্তা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নিলুফার সুলতানা। তিনি তাঁর প্রয়াত পিতা মোবারক আলী আহামেদ ও মাতা বেগম লতিফুন নেসার স্মরণে এ উদ্যোগ গ্রহণ করেন। বৃত্তিটি শুধুমাত্র সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ, যাতে আর্থিক সংকট তাদের শিক্ষার পথ রুদ্ধ না করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার  প্রকৌশলী মো: ওহিদুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে অধ্যাপক নিলুফার সুলতানা বলেন, “যাদের লেখাপড়ার আগ্রহ থাকা সত্ত্বেও দারিদ্র্যের কারণে তা ব্যাহত হয়, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা থেকেই এ বৃত্তির সূচনা। আমার বাবা-মা খুব ছোটবেলায় মারা গেছেন, জীবদ্দশায় তাঁদের জন্য কিছু করতে পারিনি। তাই তাঁদের স্মরণে এই ক্ষুদ্র প্রয়াস, যেন আল্লাহ তাঁদের জান্নাতবাসী করেন।”

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “এ রকম মহৎ উদ্যোগের জন্য অধ্যাপক নিলুফার সুলতানাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা একদিন কেউই থাকব না, কিন্তু এই শিক্ষাবৃত্তি থাকবে—কার্যকরীভাবে কাজ করে যাবে। যাঁদের নামে এই বৃত্তি চালু হয়েছে, তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি।”

উল্লেখ্য, প্রতি ছয় মাস পর পর সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের দুইজন দরিদ্র শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এই বৃত্তি প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বড়লেখায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবি ছাত্রদল নেতার খাবার বিতরণ

জকসুর ২৩ কেন্দ্রের ফল, ফের ভিপি-জিএস-এজিএসেে এগিয়ে শিবির

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

প্রধান শিক্ষককে অবৈধভাবে সাময়িক বহিষ্কারসহ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেষ হলো জকসু নির্বাচন, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

জকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরা

জকসুর ভোটগ্রহণ শুরু

নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা

শেকৃবিতে নিয়োগের সিন্ডিকেট সভা ঘিরে মারামারি