ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

গবিতে ‘মোবারক আলী আহামেদ ও বেগম লতিফুন নেসা শিক্ষাবৃত্তি’ চালু


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ৯-৫-২০২৫ বিকাল ৫:২২

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের উদ্যোগে চালু হলো ‘মোবারক আলী আহামেদ ও বেগম লতিফুন নেসা শিক্ষাবৃত্তি’।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এই শিক্ষাবৃত্তি ফান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই শিক্ষাবৃত্তি ফান্ডের উদ্যোক্তা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নিলুফার সুলতানা। তিনি তাঁর প্রয়াত পিতা মোবারক আলী আহামেদ ও মাতা বেগম লতিফুন নেসার স্মরণে এ উদ্যোগ গ্রহণ করেন। বৃত্তিটি শুধুমাত্র সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ, যাতে আর্থিক সংকট তাদের শিক্ষার পথ রুদ্ধ না করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার  প্রকৌশলী মো: ওহিদুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে অধ্যাপক নিলুফার সুলতানা বলেন, “যাদের লেখাপড়ার আগ্রহ থাকা সত্ত্বেও দারিদ্র্যের কারণে তা ব্যাহত হয়, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা থেকেই এ বৃত্তির সূচনা। আমার বাবা-মা খুব ছোটবেলায় মারা গেছেন, জীবদ্দশায় তাঁদের জন্য কিছু করতে পারিনি। তাই তাঁদের স্মরণে এই ক্ষুদ্র প্রয়াস, যেন আল্লাহ তাঁদের জান্নাতবাসী করেন।”

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “এ রকম মহৎ উদ্যোগের জন্য অধ্যাপক নিলুফার সুলতানাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা একদিন কেউই থাকব না, কিন্তু এই শিক্ষাবৃত্তি থাকবে—কার্যকরীভাবে কাজ করে যাবে। যাঁদের নামে এই বৃত্তি চালু হয়েছে, তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি।”

উল্লেখ্য, প্রতি ছয় মাস পর পর সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের দুইজন দরিদ্র শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এই বৃত্তি প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি