ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মা পদক পেলেন মিসেস ফজলুতুননেছা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৫-২০২৫ বিকাল ৫:৩৯

ব্যবসায়ী, তারকা সাংবাদিক’সহ সকল পেশায়   সফল সন্তানদের মা’কে ‘মা পদক ২০২৫’ প্রদান করা হয়।
২০২২ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের ব্যবসায়ী ও সংষ্কৃতি অঙ্গনের সফল তারকা, বিনোদন সাংবাদিক’সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের গর্বিত মায়েদের হাতে ‘মা পদক’ তুলে দেয়া হচ্ছে। 

আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে ও ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’এর আয়োজনে যথারীতি এবারও আন্তর্জাতিক মা দিবস উপলক্ষ্যে ‘মা পদক ২০২৫’ প্রদান করা হয়। গত ১০ মে বিকেল চারটায় রাজধানীর নিকুঞ্জতে অবস্থিত হোটেল রিজেন্সীর ‘গ্রান্ড - সামিট হল-১’এ এবারের আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদক’প্রাপ্ত জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অবঃ), কবি, গীতিকার ও রঙ্গন মিউজিক’র সত্ত্বাধিকারী মোঃ জামাল হোসেন ও নন্দিত অভিনেত্রী, নির্দেশক রুমানা রশীদ ঈশিতা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সেক্রেটারি মোঃ আব্দুল হক। ‘মা পদক’র প্রধান উদ্যোক্তা সাংবাদিক অভি মঈনুদ্দীন। ‘রঙ্গন মিউজিক’,‘ গয়না বাকসো’, ‘সিটি ব্যাংক’. ‘রয়েল ক্যাফে’,‘ সেলিব্রিটিস চয়েজ’ ও ‘হাওর জিন্স’র সহযোগিতায় এবারের আয়োজনে ‘মা পদক ২০২৫’ প্রদান করা হয়েছে অভিনেত্রী চিত্রলেখা গুহ, অমিত হাসানের মা মালিহা রহমান, মো: শাহেদ শরিফ খানের মা কামরুন্নাহার বেগম, তনিমা হামিদের মা ফাল্গুনী হামিদ, শিক্ষক আকলিমা স্বর্ণার মা রফিকুন্নেসা রশীদ, ফৌজিয়া কামরুন তানিয়া ও তাসনিয়া কামরুন আনিকার মা ফজলতুননেসা, অঞ্জন সরকারের মা রেণু বালা সরকার, তারেক আনন্দ’র মা তাহমিনা বেগম, অর্ষার মা মাসুদা হক, নাবিলার মা শাহানা চৌধুরী, আলমগীর কবিরের মা নাজমুন্নাহার, টুম্পা ফেরদৌসের মা তাইয়েবুন নেছা, কোনালের মা সায়মা মনির মিনু ও বাবুল হোসাইনের মা সুফিয়া খাতুনের হাতে।সময়ের জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহানের উপস্থাপনায় পুরো আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়। 

প্রধান অতিথি ডলি জহুর বলেন,‘ দীর্ঘদিনের অভিনয় জীবনে শুধু অভিনয়ের স্বীকৃতি স্বরূপ সম্মাননা গ্রহন করেই গেলাম। এবার এমন একটি আয়োজনে মায়েদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে কতোটা যে ভালোলাগছে তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। অভি’র এই উদ্যোগ নিঃসন্দেহে অনন্য এক উদ্যোগ। বিশেষ করে অভি তার কর্মক্ষেত্রের সফল সন্তাদের কথা বিশেষ বিবেচনায় রেখেছে।’ ‘নন্দন অডিও ভিশন’র সৌজন্যে অনুষ্ঠানে ‘মা দিবস’র কেক কাটা হয়। 

বিশেষ বক্তা মোঃ জামাল হোসেন বলেন ,‘ সকল গর্বিত সন্তাদের মায়েদের হাতে সম্মাননা তুলে দিতে গিয়ে বারবার আমার মায়ের মুখটাই ভেসে উঠছিলো। মাকেই বারবার মনে পড়ছিলো।’ ঈশিতা বলেন,‘ এমন আয়োজনের শুরুতে আমার মায়েরও থাকার কথা ছিলো। অভি ভাই মনেপ্রাণে তা চেয়েছিলেন। কিন্তু মা তো আমায় একা করে চলে গেলেন। সব মায়েদের জন্য অনেক দোয়া রইলো।’ অনুষ্ঠানে সকল মায়েদেরকে মেডেল পরিয়ে দেয়া, ক্রেস্ট প্রদান ও গয়না বাক্স’ হাওর জিন্সের পক্ষ থেকে উপহার সামগ্রীও তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শেষপ্রান্তে ইয়াসমিন লাবণ্য, জোবায়ের জাহাঙ্গীর জয় ও তানজিন মিথিলা গান গেয়ে মুগ্ধ করেন সবাইকে। উক্ত অনুষ্ঠানে বাবা দেশের সফল ব্যবসায়ী প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুস ও মা ফজলুতুননেছার প্রতি  কৃতজ্ঞতা স্বীকার করে পড়াশোনা শেষ করে  উদ্যোক্তা হয়ে  সফলতার সাথে দেশের সেবা করার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন ফজিয়া কামরুন তানিয়া ও তাসনিয়া কামরুন আনিকা।

এমএসএম / এমএসএম

মিরপুর কাঁচাবাজার উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল করে চিঠি

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নয়ন কুমার বর্মন

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র‍্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম