ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আসন্ন ১৭ মে সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নির্বাচন


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৮:৪৯

আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭)। নির্বাচন উপলক্ষে মিডিয়া পাড়ায় দেখা দিয়েছে উৎসাহ উদ্দিপনা। সিলেটের দৈনিক ও জাতীয় পত্রিকায় কর্মরত ফটো সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির এই নির্বাচনকে ঘিরে প্রতিটি পত্রিকার অফিসে বিরাজ করছে নির্বাচনী আমেজ। ফটো সাংবাদিকদের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে পত্রিকা অফিসের নিউজের টেবিলে চলছে আলাপ-আলোচনা। সারাদিন ব্যস্ত থাকার পর বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পত্রিকায় সংবাদ প্রকাশের জন্য কাজ করেন সাংবাদিকরা। কিবোর্ড দিয়ে কম্পিউটারে কম্পোজ করছেন আর চায়ের কাপে চুমু দিয়ে চা পান করছেন। তার মধ্যে প্রার্থীরা গিয়ে হাজির হচ্ছেন পত্রিকা অফিসে, সবার কাছ থেকে নিচ্ছেন দোয়া। মনোনয়ন সংগ্রহের পর থেকেই বসে নেই প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন প্রচারণা। ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। ভোটারদের মধ্যেদেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও বসে নেই। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটাররাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা ভোটারদের কাছ থেকে বিজয়ী হওয়ার জন্য দোয়া চেয়ে নিচ্ছেন। সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মধুবন মার্কেটের ৪র্থ তলায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের অফিস ও জিন্দাবাজার সহির প্লাজায় অনন্যা নেটে বিকেল থেকে প্রার্থী ও ভোটারদের মিলন মেলা বসছে প্রতিদিন। নির্বাচনকে ঘিরে জমছে আড্ডা। দল বেঁধে চায়ের আড্ডা ও ছবি তোলা হচ্ছে প্রার্থী ও ভোটারদের নিয়ে। আগামী ১৭ মে শনিবার দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নগরীর লামাবাজারস্থ লাবিস্থা হোটেলের হলরুমে ২০২৫-২০২৭ সনের নির্বাচনের ভোটগ্র্রহণ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সংগঠনের সদস্যরা তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করবেন তাদের প্রতিনিধি। এবারের নির্বাচনটি বেশ চকম প্রদ কারণ, নতুন-পুরাতন, সিনিয়র-জুনিয়রদের মধ্যে হচ্ছে ভোটের লড়াই। প্রতি বছর সর্বসম্মতিতে প্রতিনিধি নির্বাচন হলেও এবার হচ্ছে ব্যতিক্রম। ‎নির্বাচনে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। এবারের নির্বাচনে ৮টি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ১৪ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ২ জন, তারা হলেন, মো. দুলাল হোসেন ও নাজমুল কবির পাভেল। সহ-সভাপতি পদে ৪ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারা হলেন, শাহ মো. কয়েছ আহমদ, হুমায়ুন কবির লিটন, মো. নুরুল ইসলাম ও শেখ আব্দুল মজিদ। সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থীর মধ্যে রয়েছেন, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও মো. নুরুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন। কোষাধ্যক্ষ পদে ২জন। তারা হলেন, মো. শাহীন আহমদ ও জাবেদ আহমদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনোয়ার হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল। নির্বাহী সদস্য পদে আজমল আলী প্রতিদ্বন্ধিতা করছেন। ৮টি পদের মধ্যে ৪ টি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন, সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল এবং নির্বাহী সদস্য পদে আজমল আলী। বাকী ৪টি পদে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা