'অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়'
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১২ মে (সোমবার) ২০২৫ জনাব মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ- বন্দর, নারায়ণগঞ্জ -এর আওতাধীন মদনপুর বাস স্ট্যান্ড, বন্দর, নারায়ণগঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নিউ মদিনা হোটেল, নিরিবিলি হোটেল, শাহজাহান টি স্টোর, ফাতেমা স্টোর, লাভলি স্টোর, আল্লাহর দান টি স্টোর, নিউ ভান্ডারী হোটেল, বাংলা বাড়ি হোটেল, মক্কা মদিনা হোটেল, নবাবি স্বাদ রেস্টুরেন্ট, নিউ আদর্শ মিষ্টি ঘর ও নাম হীন হোটেল এর আনুমানিক ২০০ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় স্টার বার্নার ৪৯ টি, কম্প্রেসর মেশিন ১টি, আবাসিক চুলা ৪টি ও বিভিন্ন ব্যাসের ৩৭০ ফুট লাইন পাইপ এবং ২৫০ ফুট হোস পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। অভিযানে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎস হতে কিলিং করা হয়েছে।
একই দিনে আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ-সাভারের আওতাধীন কলমা, চানগাও, গৌরীপুর, আশুলিয়া, সাভার এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে । অভিযানে ০২ ডাবল অনুমোদন অতিরিক্ত চুলা ব্যবহার দায়ে মিটারবিহীন আবাসিক গ্রাহক মো: সিদ্দিকুর রহমান এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অবৈধ পন্থায় গ্যাস সংযোগ স্থাপনের মাধ্যমে রাজু নামে একটি কলোনিতে ৪০ ডাবল আবাসিক চুলা এবং ৪৫ ঘনফুট ক্ষমতা সম্পন্ন ০২ টি স্টার বার্নার স্থাপনায় গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় ৪০ ফিট ৩/৪" পাইপ অপসারণ করত: সোর্স পয়েন্ট হতে বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়েছে। এতে মাসিক ক্ষতি =৯১,০২৬ টাকা ক্ষতি রোধ করা সম্ভব হবে। এছাড়া, জনতা সুইং ট্রেড নামে বাণিজ্যিক কারখানায় পুনরায় সনাক্তকৃত অবৈধ গ্যাস সংযোগের প্রায় ৩০ ফুট ১" সার্ভিস পাইপ অপসারণকরত: সোর্স পয়েন্ট হতে ৩য় বারের মতো বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়েছে। এতে ৪,৮৫,০৪২ টাকা মাসিক ক্ষতি রোধ করা সম্ভব হবে । এছাড়া, আঞ্চলিক রাজস্ব বিভাগ-গাজীপুর, আঞ্চলিক রাজস্ব শাখা-সাভারের অধীন মানিকগঞ্জে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে সর্বমোট ৮১ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়া, জোবিঅ -ময়মনসিংহ -এর বিশেষ অভিযানে বকেয়ার জন্য ০৫টি আবাসিক ও অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় ০৩টি আবাসিকসহ মোট ৮টি আবাসিকের ৩১টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়াও, আবাসিক গ্রাহক মোঃ আবুল হোসেন -এর ৩ ডাবল ও ০১ সিঙ্গেল অবৈধ ব্যবহার পাওয়ায় লাইনটি ডি/সি করে প্লাস্টিক ছিল স্থাপন করা হয়েছে এবং আলহাজ্ব বাদশা হোসেন ফকির কোন বিল বই দেখাতে না পারায় লাইনটি ডি/সি করে প্লাস্টিক সিল স্থাপন করা হয়েছে। অপর এক গ্রাহক ৩ ডাবল অনুমোদিত চুলার স্থলে ০৯ ডাবল চুলা ব্যবহার করায় ২০২১ সালে ১ম ডিসি করা হলেও এখন পরিদর্শনের সময় পুনরায় ব্যবহার অবস্থায় পাওয়া যাওয়ায় লাইলটি ডি/সি করে প্লাস্টিক সিল স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ১১ মে ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৪৯টি শিল্প, ১৭৫টি বাণিজ্যিক ও ৩৪,১৬৩টি আবাসিকসহ মোট ৩৪,৫৮৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৭৭,৭৮৪টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৬০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও মিটার জব্দ
তুরাগে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আদালতে মামলা
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক : স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার
গুলশান ও তেজগাঁও শিল্প এলাকায় রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান
নীল অর্থনীতির স্বপ্নভঙ্গ: বিশ্বব্যাংকের হাজার কোটি টাকা ফেরত, উপকূলবাসী বঞ্চিত—ব্যর্থতার দায় কার?
রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট
চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যার হুমকি ডিএমপিতে অভিযোগ
নিটোরে বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন
এশিয়ান টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জামায়াত–জমিয়ত ও মজলিস আমিরের আসনে প্রার্থী দেয়নি ইসলামী আন্দোলন