ব্যতিক্রম সাহস ও ইনসাফের প্রতীক 'একতা ফাউন্ডেশন' এর প্রথম বর্ষপূর্তি

নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর। সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক অবক্ষয় রোধে গত বছর ২০২৪ সালের ১০ মে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার হিসেবে আবির্ভূত হন কয়েকজন সমমনা সচেতন তরুণ তুর্কী। একতাবদ্ধ সমাজ-সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে বজ্রমুষ্ঠি নিয়ে অভ্যুদয় ঘটে একতা ফাউন্ডেশনের।
"সত্য ও ন্যায়ের পথে"- স্লোগান বুকে ধারণ করে ১০ মে ২০২৫ এ ১ বছর পূর্তি করল ফাউন্ডেশনটি। "দুই জন অন্যায়কারীর বিরুদ্ধে দশজন ভাল মানুষ সাহস নিয়ে প্রতিবাদী হয়ে দাঁড়ালে অন্যায়কারীরা টিকতে পারবে না"- এই বলিষ্ঠ বিশ্বাস নিয়ে একঝাঁক প্রতিবাদী তরুণ একতা ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর রচনা করে। বিভিন্ন পেশার স্থানীয় ১০ জন শিক্ষিত তরুণ একতা ফাউন্ডেশনের উদ্যোগ গ্রহণ করেন। এখন ফাউন্ডেশনের সদস্য সংখ্যা ১৬। ফাউন্ডেশনের পথচলা, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু নিয়ে কথা হয় ফাউন্ডার ও মূল উদ্যোক্তা এবং সভাপতির সাথে। তারা মনের গভীর থেকে এসব বিষয়ের সুন্দর অবতারণা করেন।
কেন সদস্য আরও বাড়াচ্ছেন না, উত্তরে ফাউন্ডার ও মূল উদ্যোক্তা আকরাম ভূঁইয়া জানান- "একতা ফাউন্ডেশনে চাইলেই যে কেউ সহসা এসে সদস্য হতে পারবে না। আমরা উক্ত সদস্যের ব্যাকগ্রাউন্ড, সততা, সাহস ও কাজের প্রতি মনোনিবেশ খুব নিবিড় ভাবে যাচাই করি। কয়েকটি ধাপ পেরিয়ে এরপরেই সদস্যপদ অনুমোদিত হয়।"
একতা ফাউন্ডেশনের সামাজিক সেবা মূলক কাজের মধ্যে গত বছর জুলাই অভ্যুত্থানের পরপর আগস্টে দেশে যে ভয়াবহ বন্যা হয়, তখন একতা ফাউন্ডেশন দুই দিনে ৬৩,০০০ টাকা সংগ্রহ করে এবং তা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের কাছে পৌঁছে দেওয়া হয়। এ কাজের মাধ্যমে এলাকাবাসীর দারুণ আস্থা অর্জন করেন তারা। এছাড়াও এলাকাভিত্তিক কিছু সামাজিক কাজে সক্রিয় ভূমিকা পালন করছেন একতা ফাউন্ডেশন এর সদস্যরা। মোট কথা, "এলাকাবাসীর জন্য কাজ করা, পাশাপাশি ক্রমাগতভাবে সারা দেশে একতা ফাউন্ডেশনের সেবা ছড়িয়ে দিতে চায় এর সদস্যরা"- বলছিলেন আকরাম ভূঁইয়া, ফাউন্ডার ও সমন্নয়ক- একতা ফাউন্ডেশন। একই সুরে সুর মেলান মো: আল-আমিন, সভাপতি- একতা ফাউন্ডেশন। জনাব আকরাম আরো বলেন- "ফাউন্ডেশনের সদস্যরা এক নীতিতে বিশ্বাসী যে, কারও উপকার করতে না পারলেও অন্তত ক্ষতিসাধন যেন না হয়।
ফাউন্ডেশনের কার্যাবলী কিভাবে চলে, এ প্রশ্নের উত্তরে তারা উভয়ে বলেন- "সদস্যদের এককালীন চাঁদা, প্রিমিয়াম ও মাসিক চাঁদার ভিত্তিতে চলছে একতা ফাউন্ডেশনের ব্যয় নির্বাহ।" মোট কথা, মহৎ তিনটি উদ্দেশ্য সামনে রেখে, তথা- সত্য ও ন্যায়ের পথে কাজ এগিয়ে নেওয়া, ভাল সামাজিক কাজে অংশগ্রহণ এবং ভবিষ্যতে সদস্যদের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বেকারত্ব লাঘবের অভিপ্রায়ে ন্যায়বিচার আদায়ের লক্ষ্যে এগিয়ে চলেছে একতা ফাউন্ডেশন।
এমএসএম / এমএসএম

মিরপুর কাঁচাবাজার উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল করে চিঠি

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নয়ন কুমার বর্মন

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে
