এই ঈদে দারুণ ধামাকা নিয়ে এসেছে হারল্যান স্টোর: ৫০০ টাকার কেনাকাটায় থাকছে লাখ টাকা জেতার সুযোগ
দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস সেটার, হারল্যান সেটার ঈদ উল আযহা উপলক্ষ্যে দেশব্যাপী শুরু করেছে 'লাখ টাকায়, লাইফ সাজাই' অফার। এই ঈদে হারল্যান সেটারের যেকোনো আউটলেট থেকে সর্বনিম্ন ৫০০ টাকার পণ্য কিনলেই একজন গ্রাহক জিতে নিতে পারেন নগদ এক লক্ষ টাকা। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় লক্ষ লক্ষ টাকার নিশ্চিত গিফট কুপন এবং বিভিন্ন পণ্যে ৫০% পর্যন্ত ছাড়। ১২ জুন, সোমবার, রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক জমকালো আয়োজনে অথারটির উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক মামনুন। হাসান ইমন। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিশেষ উৎসব মানেই হারল্যান স্টোরের দারুণ দারুণ সব অফার আর ক্যাম্পেইনের সমাহার। এর আগে গত ঈদ উল ফিতর উপলক্ষ্যে হারল্যান স্টোর নিয়ে এসেছিল 'ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি' ক্যাম্পেইন, ভালোবাসা দিবসে নিয়ে এসেছিল অথেনটিক ভ্যালেন্টাইন ক্যাম্পেইন আর গত বছর ঈদ উল ফিতরে দেশ কেঁপেছিলো হারল্যান স্টোরের লাখপতি অফার 'অথেনটিক বিউটি কার্নিভাল' ঝড়ে। সেই ধারাবাহিকতায় এই ঈদে এলো হারল্যানের নতুন অফার 'লাখ টাকায়, লাইফ সাজাই'।
বছরের সেরা এই অফারে ক্রেতারা সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইট থেকে নিওর, লিলি, সিওডিল, ব্লেইজ ও' স্কিন, হারল্যান, লিটল ওয়ান, স্কিন মিন্ট, ডার্মো-ইউ, ক্যাভোটিনসহ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, বেবি কেয়ার রেঞ্জ থেকে মাত্র ৫০০ টাকার পণ্য কিনলেই অফারে অংশগ্রহণের জন্য মনোনীত হবেন। ১২ মে, ২০২৫ থেকে শুরু হওয়া অফারটি চলবে ৬ই জুন, ২০২৫ পর্যন্ত।
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, "হারল্যান স্টোর মানেই নিত্য নতুন চমক। বছর ঘুরে সব উৎসবেই হারল্যান তার গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব অফার নিয়ে আসে। 'লাখ টাকায় লাইফ সাজাই' অফারটিও এই ঈদ উপলক্ষ্যে গ্রাহকদের জন্য হারল্যান স্টোরের এক অভিনব উদ্যোগ। দারুণ এই আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যি আনন্দিত।"
হারল্যান কর্তৃপক্ষ বলেন, "প্রতিটি বড় উৎসব উপলক্ষ্যে ক্রেতাদের জন্য আমরা বিশেষ সুবিধা দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় এই ঈদে ক্রেতাদের জন্য রয়েছে লাখ টাকা জেতার সুযোগ। শুধু তাই নয়, থাকছে নিশ্চিত গিফট কুপন ও নির্দিষ্ট পণ্যে ৫০% পর্যন্ত ছাড়। প্রতিবারের মতো এবারো আমরা গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হবো বলে আমরা দৃঢ়বিশ্বাসী।"
উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ'র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ 'হারল্যান স্টোর' যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, সুনেরাহ বিনতে কামাল, মাসুমা রহমান নাবিলা, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব। দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে।
এমএসএম / এমএসএম
কমিউনিটি ব্যাংক ও মারমেইড ইকো-ট্যুরিজম লিমিটেডের সঙ্গে ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর
১৬টি শীর্ষ ব্র্যান্ড অংশ নিল “বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫” -এ
ওয়ালটন পণ্য কিনে সাইড বাই সাইড ফ্রিজসহ হাজার হাজার পণ্য ফ্রি বা নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
সিসার মাত্রা নিয়ন্ত্রণে শিল্পে ব্যবহৃত রঙ, খেলনা ও রান্নার বাসনপত্রের মানদণ্ড কঠোর করার আহ্বান
বিএমইউতে বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে জনসচেতনতামূলক র্যালি ও গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত
সিআরপি’র প্রতিবন্ধী মানুষের উন্নয়ন প্রকল্পে অ্যালায়েন্স ফাইন্যান্সের সহায়তা
আইএএ গ্লোবাল বোর্ড মেম্বার নির্বাচিত হলেন সাজিদ মাহবুব
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনায় যাত্রী আটক
টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৮ জন উদ্ধার
বেবিচকে Passengers Boarding Bridge Operation Course (Batch-02) সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
বাজারে এলো এআই ফিচার ও এমোলেড ডিসপ্লেসহ নতুন টেকনো ওয়াচ নিও
কমিউনিটি ব্যাংক ও হোটেল আগ্রাবাদের সঙ্গে ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর