পটিয়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত স্কুল-কলেজ

সারাদেশের মত চট্টগ্রামের পটিয়ায় ও করোনা মহামারীর কারনে বন্ধ থাকার পর দেড় বছর পর খুলেছে স্কুল-কলেজ মাদ্রাসা। সার্জিক্যাল মাস্ক পড়া, তাপমাত্রা মাপাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা প্রবেশ করেছে স্কুল, কলেজ, মাদ্রাসা গুলোতে। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল সনেÍাষজনক। স্কুলে আসতে পেরে শিক্ষার্থীরা ও অভিভাবকদের বেশ আনন্দিত দেখা গেছে। উপজেলায় ১৫৩টি প্রাইমারী স্কুল, ৪৭টি হাই স্কুল, ৫টি কলেজ, ২৩টি মাদ্রাসা রয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী প্রাথমিকে প্রতিদিন পঞ্চম শ্রেনীর ছাত্র ছাত্রীরা ক্লাস করবে। সপ্তাহব্যাপী অন্য শ্রেণী গুলোর ক্লাস গুলো পর্যায়ক্রমে একদিন করে চলবে। হাইস্কুল গুলোতে দশম শ্রেনীর ক্লাস সহ ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীরা প্রতিদিন ক্লাস করবে। অন্য শ্রেণীর ক্লাস গুলো পর্যায়ক্রমে একদিন করে ক্লাস চলবে। অন্যদিকে কলেজে একাদশ-দ্বাদশ শ্রেনীর ২টি করে ক্লাস নেয়া হবে। এবং ২০২১-২০২২ সালের পরিক্ষার্থীরা সপ্তাহে ২দিন করে ক্লাস করবে। দীর্ঘদিন পরে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। রবিবার স্কুল-কলেজ খোলার প্রথম দিনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হুসাইন আহমদ এলাহি, চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিয়াউল হায়দার, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তাসহ স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সদস্যরা স্কুল কলেজ পরিদর্শন করেন। এসময় তাঁরা সরকারী নিদের্শনা মেনে চলার নির্দেশ দেন। এবং কোন শিক্ষার্থীদের করোনা লক্ষণ পাওয়া গেলে তাদের জন্য নিদিষ্ট একটি আইসোলেশন সেন্টার রাখা হয়েছে। প্রয়োজনে নিকস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিতসা প্রদানের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে পটিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব জানান, সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিনের ক্লাস শুরু করা হয়েছে।
এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
