ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

জবি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ১৮-৫-২০২৫ দুপুর ৩:৪২

তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি। এ সময় তারা জবি শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেন। 

রোববার (১৮ মে) দুপুর ২ টায়  বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। তাঁরা ১৪ মে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের অতর্কিত হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। আন্দোলনের এক পর্যায়ে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে জল কামান,টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে, এতে শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয় । 

মানববন্ধনে জবি হিউম্যান রাইটস সোসাইটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, “শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছিল। সেখানে পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা করেছে। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানাচ্ছি।”

ওমর ফারুক শ্রাবণ বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী, প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার রয়েছে। অথচ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপরই হামলা হয়েছে।”

নওশীন নাওয়ার জয়া বলেন, “আমাদের শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ওপর পুলিশি হামলা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। উপদেষ্টার আচরণও প্রশ্নবিদ্ধ, যা একটি ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিচ্ছবি।”

সংগঠনের সাধারণ সম্পাদক জুনাইদ মাসুদ বলেন, “পুলিশ প্রশাসন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে, অথচ এখন পর্যন্ত কোনো দুঃখপ্রকাশ তো দূরের কথা, ক্ষমাও চায়নি। আমরা আমাদের শিক্ষকদের অপমানের প্রতিবাদ জানাচ্ছি এবং বিচারের দাবি করছি।"

এমএসএম / এমএসএম

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা