ধামরাইয়ে ইউনিয়ন পরিষদের ঝুঁকিপূণ ভবনে চলছে সেবা কার্যক্রম

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম। সেবা গ্রহীতাসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা বলেছেন যে কোন সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। তবে দ্রুত সংস্কার ও নতুন ভবনের দাবি সংশ্লিষ্টদের।
১৯৮০ সালে নির্মিত ভবনে চলছে সেবা কার্যক্রম। পুরাতন ভবন ভেঙে নতুন ভবন তৈরির জন্য পরিষদের পাশে নিচু জায়গায় মাটি ভরাট করা হলেও ভবনের নির্মাণের নামে চলছে শুধুই কালক্ষেপণ।
জম্মনিবন্ধন,বয়স্ক,বিধবা বা প্রতিবন্ধিভাতাসহ নানা প্রয়োজনে প্রতিদিন শত শত সেবা গ্রহিতারা আসে সেবা নিতে। তবে কর্মকর্তা কর্মচারীসহ সেবা গ্রহিতারা থাকেন চরম দুর্ঘটনার আশস্কায়।
টানা ৪৪ বছর ধরে একই ভবনে বসে সেবা দিয়ে যাচ্ছে জনপ্রতিনিধিরা। বর্তমানে একই কক্ষে বসে সেবা দিয়ে যাচ্ছেন প্রশাসক,সচিব,ইউপি সদস্যরা।
ভবনের শুধু দেয়ালের প্লাস্টারই নয় ধসে পড়েছে ছাদের আস্তর।সেবা গ্রহিতাসহ কর্মকর্তাদের উপর পুরাতন ভবনের প্লাস্টার ধসে আহত হওয়ার ঘটনা ঘটেছে। অতিদ্রুত নতুন ভবনের দাবি সংশ্লিষ্টদের।
শুধু কুল্লা ইউনিয়ন পরিষদের ভবনই ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ নয়! এরমধ্যে আরো রয়েছে- নান্নার ইউনিয়ন পরিষদ, রোয়াইল,বাইশাকান্দা,যাদবপুর ইউনিয়ন পরিষদের ভবন। জরাজীর্ণ এই সব পরিষদের ভবনেই নাগরিক সেবা নিতে আসা হাজারো সেবাগ্রহীতারা আতঙ্কের মধ্যে সেবা নিয়ে চলে যান।
সেবা নিতে আসা আব্দুল সালাম বলেন,আমি এসেছি চেয়ারম্যান সর্টিফিকেট নিতে,এসে দেখি পরিষদের নাজেহাল অবস্থা,ছাদের আস্তর-প্লাস্টার ধসে পরছে। আমি পরিষদটি সংস্কারের দাবি জানাচ্ছি।
আপর এক সেবা গ্রহীতা ইউসুফ আলী বলেন,এই ভবনটি অনেক পুড়ানো,এটা ভেঙে ভেঙে পড়তেছে। রাতে গ্রাম পুলিশরা এই ইউনিয়ন পরিষদটি পাহাড়া দেয়,এক রাতে এক গ্রাম পুলিশের উপরে ছাদের আস্তর ভেঙে পরেছে। সে আহত হয়।
ছাদের আস্তর ভেঙে উপরে পড়া আহত গ্রামপুলিশ হরিলাল সরকার ও মোঃ মহর আলী বলেন,আমারা রাতদিন এই ইউনিয়ন পরিষদে ডিউটি করি,আমাদের ভয় করে,কখন যেন আবার আমাদের উপর ছাদ ভেঙে পরে। এর আগে আমাদের উপর ছাদ ভেঙে পরেছিল। আমরা সব সময় আতস্কের মধ্যে ডিউটি করি।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক বলেন, আমাদের কুল্লা ইউনিয়ন পরিষদসহ উপজেলার বেশ কিছু ইউনিয়ন পরিষদ জরাজীর্ণ,তবে কুল্লা ইউনিয়ন পরিষদটি বেশি ঝুঁকিপূণ।এই ইউনিয়ন পরিষদটির নতুন ভবনের জন্য ডিপিতিতে অন্তরভূক্ত করা হয়েছে। আমরা আশা করছি আগামী অর্থবছরে মাটি ভরাটের জায়গায়তেই নতুন মডেলের নতুন ভবনের কাজ শুরু হবে। পরিষদটি বর্তমানে যেহেতু ঝুঁকিপূর্ন তাই অতিদ্রুত একটি ভাড়া বৃিত্তক স্থানে এর স্থান্তর করা হবে।
এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা
