ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

টানা চারবারের ন্যায় অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রংপুর বিভাগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৫-২০২৫ রাত ৮:৩৯

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ‘ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫) ২০২৫’ এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা ২০ মে ২০২৫ (মঙ্গলবার), সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠ, মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় বরিশাল ও রংপুর বিভাগ। বরিশাল প্রথমবারের ন্যায় ফাইনালে উঠলেও, রংপুরের সামনে ছিলো টানা চতুর্থবারের মতো চ্যাম্পিনয় হওয়ার হাতছানি। বৃষ্টিস্নাত ফাইনাল ম্যাচের প্রথমার্ধ  ছিলো গোল শূন্য। দুই পক্ষের লড়াকু ফুটবল নৈপুণ্যে বৃষ্টির মধ্যেও জমে ওঠে ফাইনাল ম্যাচ। খেলার দ্বিতীয়ার্ধে রংপুর বিভাগের ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশিক রহমানের দুর্দান্ত শটে কাঙ্খিত গোলের দেখা পায় রংপুর। বরিশাল, রংপুরের রক্ষণভাগকে বারবার ব্যস্ত রাখলেও কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করায় অবশেষে ম্যাচ থেকে ছিটকে পড়ে বরিশাল।  শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা ওঠে রংপুর বিভাগের হাতে এবং রানার্সআপ হয় বরিশাল বিভাগ।

টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন মোঃ মোস্তফা জামান, পরিচালক (যুগ্মসচিব), ক্রীড়া পরিদপ্তর। এছাড়াও, উপস্থিত ছিলেন মোঃ আজিম হোসেন, সহকারী পরিচালক, ক্রীড়া পরিদপ্তর।   

উল্লেখ্য, ১৬ মে, ঢাকা ও বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচের মধ্যদিয়ে ‘ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫) ২০২৫’ এর জাতীয় পর্যায়ের খেলা শুরু হয়। ১৮ মে, দুপুর ২:০০টায় শুরু হওয়া প্রথম সেমিফাইনালে বরিশাল ও খুলনার গোলশূন্য ম্যাচ টাইব্রেকারে গড়ায়।  টাইব্রেকারে ৩-১ গোলে জয় পায় বরিশাল বিভাগ। একইদিনে ৩:৩০ টায় দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ বনাম রংপুরের ম্যাচে ১-২ গোলে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে রংপুর বিভাগ।  

ফাইনাল খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হোন রংপুর বিভাগের আশিক রহমান। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হোন রংপুর বিভাগের হাসিব মিয়া। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হোন রংপুরের রোমান। সেরা গোলরক্ষক নির্বাচিত হোন বরিশাল বিভাগের আল রাদিত।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র‍্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা