ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মোহাম্মদপুরে কোর্টের নির্দেশ অমান্য করে সাংবাদিক পরিবারের একটি প্লট দখলের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৫-২০২৫ দুপুর ৪:৪৭

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় বাড়ির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন, সোনিয়া, আসলাম, মো. মিরাজ, আনোয়ার ও সুজায়েত মোল্লাসহ আরো অনেকে।

সোমবার (১৯ মে) দুপুরে, নবীনগর হাউজিংয়ের ১০ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে । এ ঘটনায় বাড়ির বাসিন্দা ও মালিক দাবিদার সাংবাদিকের ছোট ভাই, কোরবান আলী মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি জানান, এই বাড়ির মূল মালিক আমার বাবা, যিনি প্রায় ১৬ বছর আগে প্লটটি ক্রয় করেন। এরপর আমরা তিন ভাই ও এক বোন ও আমার খালার পরিবার মিলে এখানে বসবাস করছি। আমার এক ভাই সাংবাদিক, অন্যজনের গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে। এই বাড়ির মালিকানয় তার খালাও রয়েছে বলে জানান কোরবান আলী, তিনি জানান হামলাকারীরা ছোট ভাইর  দোকান থেকেও সিলিন্ডার লুট করে নিয়ে গেছে। এসময় বাড়ির ভাড়াটিয়াদের মেরে আহত করেছে। হামলার একাধিক ভিডিও ফুটেজ সংরক্ষণ রয়েছে। 

তিনি আরো বলেন, গত এক বছর ধরে একাধিক গ্রুপ আমাদের বাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছে। সর্বশেষ ৫ আগস্টের পর এ পর্যন্ত অন্তত দুইবার এমন দখলের চেষ্টা হয়েছে। গতকাল সুজায়েত মোল্লা নামে একজন ৫০-৬০ জন লোক নিয়ে এসে আমাদের ভাড়াটিয়াদের মারধর করে, দোকানে হামলা চালায় এবং মালামাল লুট করে।
মালামাল লুটপাটের কয়কটি ভিডিও ফুটেজ সংরক্ষণ রয়েছে। এবং সামাজিক যোগাযোগ ফেইসবুকে ভাইরাল হয় সেই ভিডিও। 

কোরবান আলীর ভাষ্যমতে, জমি সংক্রান্ত বিরোধের জেরে চলতি বছরের মার্চ মাসে আদালতে একটি মামলা হয়, যেখানে ১৪৫ ধারা জারি করে স্থিতিশীলতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, হামলাকারীরা আদালতের নির্দেশনা উপেক্ষা করে সাইনবোর্ড পর্যন্ত খুলে ফেলে এবং জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ভাড়াটিয়ারা প্রতিরোধ গড়ে তোলে, এবং হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। সেখানে বেশ কয়েকজন আহতও হয়।
ভুক্তভোগী পরিবারটির দাবি, যাঁরা এই প্লটটির দাবি করে তাদের এই প্লটটি না। তাদের দাগ নাম্বার আমাদের জমির সাথে মিল নাই। তারপরও আমাদের জমিনটি বার বার দখল করতে আসে। এজন্য আমারা আদালতে একটি মামলাও দায়ের করেছি। মামলা নিষ্পত্তি না হওয়ার আগেই বার বার জমিনটি দখল করতে আসে কয়কটি গ্রুপ। 

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, নবীনগর হাউজিং এলাকায় একটি বাড়ির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেখানে একটি আদালতের নির্দেশ ১৪৫ ধারা রয়েছে সেখানে সবকিছু সেভাবেই থাকবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। এর মাঝে কেউ আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক