গবাদি পশু পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা

ঈদুল আজহা উপলক্ষে মনোহরগঞ্জে কোরবানির জন্য উপজেলায় গবাদি পশুর চাহিদা রয়েছে ১১,৮৯১ টি।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, এ বছর মনোহরগঞ্জ উপজেলায় মোট গবাদিপশু উৎপাদন হয়েছে ১১ হাজার ৯শ ১১টি। কোরবানির জন্য চাহিদার তুলনায় গবাদিপশু বেশি রয়েছে ।
উপজেলার উৎপাদিত গবাদি পশু এবং কোরবানির চাহিদা অনুসারে এ চিত্র তুলে ধরা হয়েছে। যদিও প্রতিবছর কোরবানির সময় লক্ষ্য করা যায় যে দেশের বিভিন্ন জেলা থেকে গবাদি পশু আসে কোরবানির হাটে। এবছরও যদি অন্যান্য জেলা থেকে গবাদি পশু আনা হয় তবে চাহিদা অনুযায়ী সংকট থাকবে না মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কিছু সংখ্যক খামারি শঙ্কা প্রকাশ করে বলেন, ভারতীয় গরু দেশের বাজারে আসলে খামারিদের লোকসানের মুখে পড়তে হবে ।
কোরবানি উপলক্ষে ভারতীয় গরু যেন দেশের বাজারে প্রবেশ করতে না পারে সেদিকটা নিশ্চিত করতে সরকারিভাবে এখন থেকে নজরদারি বাড়ানোর দাবি জানান মনোহরগঞ্জের গরু - ছাগল খামারিরা।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, মনোহরগঞ্জে তালিকা ভুক্ত ডেইরী খামার রয়েছে ১৯২ জন, মোটা তাজা, গরু উৎপাদন হয়েছে ৩০৫টি,ছাগল ৫২ টি,ভেড়া ২ টি। সব মিলিয়ে মোট উৎপাদন হয়েছে ১১হাজার ৯ শ ১১টি।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে কোরবানির পশুর যে চাহিদা উল্লেখ করা হয়েছে তাতে কোরবানির জন্য গবাদি পশু প্রয়োজন মিটিয়ে অন্য জেলায় সাইদা পূরণে বিক্রি করা যাবে। গবাদি পশুর ঘাটতির বিষয়ে উপজেলার খিলা-ইউনিয়নের খামারি ইমরান হোসেন সোহাগ বলেন -যেসব খামারি ১০টা গরু পালন করতেন তারা এখন তিন থেকে চারটা গরু পালন করেন। গরু পালন করার যে খরচ হয় বিক্রির সময় সে খরচ ওঠানো কষ্টসাধ্য হয়ে পড়ে। এতে অনেক খামারি আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ কারণে উৎপাদন কম হয়েছে।
ঝলম দক্ষিণ ইউনিয়নের বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের সংসার খরচ চালাতে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। এ অবস্থায় ব্যবসায় টাকা খরচ করা যাচ্ছে না। অনেকের কাছে জমানো টাকা ছিল না। ছিল গরু ছাগল। খরচ বেড়ে যাওয়ায় খামারিরা এগুলো বিক্রি করে সংসার খরচ জোগাড় করেছে। এতে গবাদিপশুর উৎপাদন কমে গেছে।মৈশাতুয়া ইউনিয়নের আবুল বাশার বলেন, গবাদি পশুর খাদ্যের দাম বৃদ্ধি, খড়ের দাম বৃদ্ধি ১৮ টাকা কেজিখড় কিনে গরুকে খাবাইতে হয়।এবং শ্রমিক সংকটের কারণে অনেকের ইচ্ছে থাকলেও গবাদিপশু পালনে আগ্রহ হারাচ্ছে। উপজেলায় আরো প্রশিক্ষণ খামারি তৈরি করার জন্য, পশুসম্পদ বিভাগকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি। জানা যায়, গত কয়েক বছর যাবৎ কোরবানির জন্য মানুষের পছন্দ দেশি গরু। খামারিরা ভালো দাম পেয়েছে বাজারে। এই জেলায় পশুপালনে প্রাকৃতিক খাদ্য বেশি ব্যবহার হয়ে থাকে। খুব কম সংখ্যক লোক আছে যারা ফ্যাক্টরিতে উৎপাদিত খাদ্য খাওয়ায়। প্রাকৃতিক খাদ্য খাওয়ানোর কারণে এই জেলার গরুর চাহিদা বেশি। প্রতিবছর এ জেলা থেকে আশে পাশের জেলাগুলোতে গরু নেওয়া হয় হাটে বিক্রির উদ্দেশ্যে। এখানে প্রাকৃতিক ভাবে ঘাস জন্মায়। তাই এখানে গরু পালনে খরচ কম হয়। অন্যান্য খাবার কম প্রয়োজন পড়ে। উপজেলায় -জেলার সর্বোচ্চ ধান আবাদ হয়। গরুর প্রধান খাদ্য খড়ের উৎপাদনও বেশি।এখানে গরু পালনে বাড়তি খরচ বহন করতে হয়না । মনোহরগঞ্জ বাজার খাদ্যে ব্যবসায়ী ইব্রাহিম খলিল বলেন - ভূষি, খইল,পিট, ৫-৬ মাস থেকে খাদ্যের দাম বৃদ্ধি থাকার কারণে খামারিরা ছাইদা পরিমাণ তাদের গরুকে খানা খাওয়াইতে পারেনি,খাদ্য ও ঔষধ এর দাম অনেক বৃদ্ধি । উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মমিনুর রহমান জানান, গতবছর কোরবানির জন্য যে পরিমাণে পশুর চাহিদা ছিল, এবছর চাহিদা তার চেয়ে বেশি হিসেব করা হয়েছে। চলতি বছর খামারিরা ভালো দাম পাবেন বলে প্রত্যাশা করছেন। প্রাকৃতিক পদ্ধতিতে পশু পালন করায় পশুর চাহিদা অনেক। আশা করা যায় খামারিরা এবছরও লাভবান হবে।উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি তিনি বলেন -মানুষ এবছর সুন্দরভাবে কোরবানি করতে পারবে, ঈদ উপলক্ষে প্রতিটি হাট বাজারে আমাদের মনিটরিং টিম রয়েছে।
আমাদের তত্ত্বাবধানে প্রত্যেক খামারে গরু হৃষ্টপুষ্টকরণে সহায়তা করা হয়েছে। খামারিদের দেশীয় খাবার ব্যবহারে পরামর্শ দিচ্ছি। আমরা প্রতিটি গরুকে ভ্যাকসিন দিয়েছি।
এমএসএম / এমএসএম

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ছাতকে ধর্ষন মামলার আসামী রুহুল গ্রেফতার

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু

রৌমারীতে অসাধু সার ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষকের বিরুদ্ধে

‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ উপলক্ষে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

রাণীনগরে সড়ক পাকাকরণের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

ভূমি কর্মকর্তার কারসাজিতে ভুয়া খারিজ, তদন্ত দাবি এলাকাবাসীর
