রায়গঞ্জে অভিযুক্ত রিয়া অটো রাইস মিল কর্তৃপক্ষকে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযুক্ত রিয়া অটো রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে কৃষকের ফসলের ক্ষতির অভিযোগে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ভবন আগারগাঁও এ অভিযুক্ত রিয়া অটো রাইস মিল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী কৃষক এসএম সোহাগ সরকারের উপস্থিতিতে এক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের যুগ্ন সচিব ও মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন এ ক্ষতিপূরণ জমা দানের আদেশ দেন।
সৈয়দ ফরহাদ হোসেন সাক্ষরিত ওই পত্র সূত্রে জানাযায়, উপজেলার চান্দাইকোনা মৌজায় তিন ফসলী জমিতে গড়ে উঠে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের বিসমিল্লাহ অটো রাইস মিল। এর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পর রাতারাতি নাম পরিবর্তন করে রাখা হয় রিয়া অটো রাইস মিল।
একই এলাকার ভুক্তভোগী কৃষক ও সচেতন মহলের পক্ষে সংশ্লিষ্ট দপ্তর সমূহে মিলটির বিরুদ্ধে বিষাক্ত পানি, বর্জ্য, ছাই ও কালো ধোয়ায় ফসল ও পরিবেশ নষ্টের হাত থেকে রক্ষার দাবিতে অভিযোগ পত্র দাখিল করেন এস এম সোহাগ।
অভিযোগের পর সিরাজগঞ্জের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখায় জমা দেওয়ার পর তদন্ত প্রতিবেদনের আলোকে এক শুনানি অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে প্রাপ্ত তথ্য এবং সর্বশেষ শুনানী শেষে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা-৭ এর আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পদ্ধতিতে Environmental Damage Assessment করা হয়। টাকার অঙ্কে যার পরিমাণ এক লক্ষ টাকা।
মিলটির বিষয়ে পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরকে এ কার্যালয়ের আদেশ বাস্তবায়নের বিষয়টি নিয়মিত মনিটরিং প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ও স্থানান্তরের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর কার্যালয়ে প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ করেন এ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু
আওয়ামী লীগ নেতার দুর্নীতি ঢাকতে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিল ঝিনাইদহের নব্য হিরণ মুসা মেম্বার
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা
নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের
লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র্যালী
মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ